For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রয়্যালস বনাম আরসিবি - আজ প্রথম পয়েন্ট পাওয়ার লড়াই! দুই দলেই খেলতে পারেন অজিরা

জয়পুরে, রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আইপিএল ২০১৯-এর ১৪তম ম্য়াচের প্রিভিউ।

Google Oneindia Bengali News

মঙ্গলবার জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে আইপিএল ২০১৯-এর ১৪তম ম্যাচে রাজস্থান রয়্যালস-এর মুখোমুখি হচ্ছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তিনটি করে ম্যাচ খেলা হয়ে গেলেও এখনও পর্যন্ত এই দুই দলই টুর্নামেন্টে একটিও জয় পায়নি। তাই রাহানে ও কোহলির দলের মোকাবিলায় দুই হেরো দলের একটি অন্তত এদিন পয়েন্টের খাতা খুলবে।

রাজস্থান রয়্যালস তিনটি ম্যাচে হারলেও, তারা খারাপ খেলেছে বলা যাবে না। সঞ্জু স্যামসন, জয় বাটলার, রাহানে, বেন স্টোকস, রাহল ত্রিপাঠী সকলেই রান পেয়েছেন। বোলিং বিভাগে আছেন জোফ্রা আর্চার। কিন্তু, প্রয়োজনের মুহূর্তে বারবার ভেঙে পড়েছে তাদের দল। অন্যদিকে বিরাট কোহলির দলের বোলিং-ব্যাটিং কিছুই ঠিকঠাক চলছে না।

রাজস্থান রয়্যালস দলের খবর

রাজস্থান রয়্যালস দলের খবর

চেন্নাইয়ে সিএসকে-র বিরুদ্ধে ডেথ ওভারে বড় শট খেলতে না পারার সমস্যায় ভুগেছিল রয়্যালস। এদিন ঘরের মাঠে ব্যাটিং লাইনআপের, বিশেষ করে নিজের দিকের শক্তি বাড়াতে পাকিস্তান সিরিজ খেলে আসা অজি অলরাউন্ডার অ্যাশটন টার্নারকে প্রথম একাদশে খেলানো হতে পারে। এছাড়া, বোলিং-এ ধবল কুলকার্নি বা জয়দেব উনাদকাটকে বাইরে বসতে হতে পারে।

আরসিবি দলের খবর

আরসিবি দলের খবর

আরসিবি-র প্রথম তিন ম্য়াচের পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক। বিরাটকে অধিনায়কত্ব থেকে সরানোর আওয়াজও উঠে গিয়েছে। এই ম্যাচের আগে দলে যোগ দিয়েছেন দুই অজি ক্রিকেটার অলরাউন্ডার মার্কাস স্টইনিস এবং জোরে বোলার নাথান কুল্টার-নাইল। আরসিবির যা অবস্থা তাতে দুজনকেই হয়ত খেলানো হতে পারে। কোপ পড়তে পারে কলিন ডি গ্র্যান্ডহোম এবং মইন আলির উপর।

দ্বৈরথের পরিসংখ্যান

দ্বৈরথের পরিসংখ্যান

মোট ম্যাচ: ১৯

আরসিবি জয়ী: ৮

রাজস্থান রয়্যালস জয়ী: ৯

সম্ভাব্য প্রথম একাদশ

সম্ভাব্য প্রথম একাদশ

রাজস্থান রয়্যালস: আজিঙ্কা রাহানে (অধিনায়ক), জস বাটলার, সঞ্জু স্যামসন, রাহুল ত্রিপাঠী, বেন স্টোকস, স্টিভ স্মিথ, কৃষ্ণাপ্পা গৌতম, জোফ্রা আর্চার, শ্রেয়স গোপাল, ধবল কুলকার্নি / বরুন অ্যারন, জয়দেব উনাদকাট / বরুন অ্যারন।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: পার্থিব প্যাটেল, শিমরন হেটমায়ার, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স, মইন আলি / মার্কাস স্টইনিস, শিবম দুবে / ওয়াশিংটন সুন্দর, কলিন ডি গ্র্যান্ডহোম / নাথান কুল্টার-নাইল, প্রয়াস রায় বর্মন, উমেশ যাদব, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল

English summary
Preview of Rajasthan Royals vs Royal Challengers Bangalore IPL 2019 match no 14 at the Jaipur.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X