For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল : রাসেলের চোট, তবু চেন্নাইকে হারাতে মরিয়া কলকাতা

রবিবার ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের চিন্তার কারণ বেশ কয়েকটি।

  • |
Google Oneindia Bengali News

রবিবার ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের চিন্তার কারণ বেশ কয়েকটি।

আইপিএল : রাসেলের চোট, তবু চেন্নাইকে হারাতে মরিয়া কলকাতা

এখনও পর্যন্ত যা খবর, তাতে কেকেআরের নয়ণের মণি, বিধ্বংসী আন্দ্রে রাসেলের এই ম্যাচে না খেলার সম্ভাবনাই জোরালো হচ্ছে। অ্যাওয়ে ম্যাচে, চেন্নাইয়ের বিরুদ্ধেই কব্জিতে চোট পেয়েছিলেন জামাইকান টর্নেডো। এর জন্যই দিল্লির বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নেমেও রাসেলকে অস্বস্তিতে পড়তে হয়। ব্য়াট হাতে মূল্যবান ৪৫ রান করলেও, ক্রিজে তাঁকে যন্ত্রণায় কাতরাতে দেখা যায়। বল হাতে চার ওভারও শেষ করতে পারেননি রাসেল।

অন্যদিকে, ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ব্যাটিংয়ে অতিরিক্ত রাসেল নির্ভরতায়, আইপিএলের পয়েন্ট তালিকায় এক নম্বরে থাকা মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের সামনে, ঘরের মাঠ ইডেন গার্ডেনেও মুখ থুবড়ে পড়তে পারে সেকেন্ড বয় দীনেশ কার্তিকের কলকাতা। রাসেল এই ম্যাচে না খেললে, তাঁর জায়গা পূরণ করবেন, এমন কেউ কেকেআরে নেই বলা চলে। একই সঙ্গে, গত ম্যাচে দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে দলের বোলারদের হতাশাজনক পারফর্ম্যান্সও চিন্তায় রেখেছে কেকেআরের অধিনায়ক দীনেশ কার্তিককে।

ওদিকে দিল্লির মতোই, কলকাতাকে তাদের ঘরের মাঠে হারিয়ে 'ডবল'এর স্বাদ পেতে, নিজেদের অল-রাউন্ড পারফর্ম্যান্সের উপরই ভরসা রাখছেন মহেন্দ্র সিং ধোনির হলুদ শিবির। দলে শেন ওয়াটসন, ফাফ ডুপ্লেসি, সুরেশ রায়না, ধোনির মতো ম্যাচ উইনিং ব্যাটসম্যানরা যেমন আছেন, তেমনই দীপক ছাহার, হরভজন সিং, রবীন্দ্র জাদেজা, ইমরান তাহিরের মতো বোলিং লাইন আপও ভরসা জোগাচ্ছে চেন্নাইকে। তাই ম্যাচে ধোনিদেরই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

English summary
IPL 2019 : Russell's injury hurts KKR before CSK clash
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X