For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১১ বছরে ৩ বার আইপিএল ফাইনালে, তবু ট্রফির দেখা নেই - কী কারণ জানালেন বিরাট

আইপিএল ২০১৯-এর আগে, এখনও পর্যন্ত আরসিবি-র একবারও খেতাব না জিততে পারার কারণ জানালেন বিরাট কোহলি। 
 

Google Oneindia Bengali News

২০০৮ সালের প্রথম বছর থেকে প্রত্যেকটি আইপিএল-এ অংশ নিয়েছে আরসিবি। ২০০৯, ২০১১ ও ২০১৬-তে তিন-তিনবার ফাইনালেও উঠেছে তারা। তবু এখনও আইপিএল ট্রফি অধরাই থেকে গিয়েছে তাদের। অথচ প্রথম থেকেই বেশ শক্তিশালী দল গড়েছে তারা। দ্বাদশ সংস্করণ শুরু হওয়ার আগে অধিনায়ক বিরাট কোহলি মনে করছেন বেশ কিছু ভুল সিদ্ধান্তই তাদের ব্যর্থতার কারণ।

দুর্দান্ত দল হাতে তাকা সত্ত্বেও গত বছরও তারা ষষ্ঠ স্থানে শেষ করেছিল। এবার ২৩ মার্চ প্রথম দিনি ঘরের মাঠে তাদেরর মোকাবিলা দোনির সিএসকের বিরুদ্ধে।

ধর্ষণ

ধর্ষণ

বেঙ্গালুরুর সুলিবেলেতে মিনিবাসের মধ্যে চালকের দ্বারা ধর্ষিত হলেন ১৯ বছরের তরুণী। অভিযোগ দায়ের করার কয়েক ঘন্টা পরেই অভিযুক্ত রবি (২১) এবং মঞ্জুনাথ (২৩) নামে দুজনকে গ্রেফতার করেছে।

ব্যর্থতার বিরাট ব্যখ্যা

ব্যর্থতার বিরাট ব্যখ্যা

আইপিএল ২০১৯ শুরুর একসপ্তাহ আগে বিরাট এখন পুরোপুরি আইপিএল মোডে। এধিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বলতেই পারতেন বার বার আরসিবির ব্যর্থতার কারণ 'দুর্ভাগ্য'। কিন্তু তাঁর মতে নিজের ভাগ্য নিজেকেই লিখে নিতে হয়। কাজেই ভাগ্য নয়, তিনি মনে করছেন অতীতে টুর্নামেন্টের বেশ কিছু গুরুত্বপূর্ণ বাঁকে, বা বড় বড় ম্য়াচে বেশ কিছু ভুল সিদ্ধান্তের ফল ভুগতে হয়েছে তাঁদের। প্রতিপক্ষ তার ফায়দা লুটেছে।

বিহার বিধানসভা নির্বাচনের ভোটগণনা

বিহার বিধানসভা নির্বাচনের ভোটগণনা

আজ বিহার বিধানসভা নির্বাচনের ভোটগণনা। গণনা শুরু হবে সকাল ৮ টা থেকে। আজকের ভোটগণনা নিয়ে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। ৩৮ জেলায় ৩৯টি ভোটগণনাকেন্দ্রে ভোট গণনা হবে। মোতায়েন করা হয়েছে ১০০ কোম্পানি নিরাপত্তা বাহিনী। সব গণনাকেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো হয়েছে। ইভিএমের সংখ্যা ৬২,৭৮০টি। ১৮-৩০ রাউন্ড গণনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

কাছে এসেও হাতছাড়া

কাছে এসেও হাতছাড়া

আইপিএল-এ দ্বিতীয়বারই তারা ফাইনালে উঠেছিল সেইবার হারতে হয় ডেকান চার্জার্সের (মালিকানা বদলে সানরাইজার্স হায়দরাবাদ) বিরুদ্ধে। ২০১১ সালের ফাইনালে আরসিবি দাঁড়াতেই পারেনি ধোনির চেন্নাই সুপার কিংস-এর বিরুদ্ধে। আর ২০১৬ সালে কঠিন পরিস্থিতি থেকে ফাইনালে উঠলেও তাদের গ্রাস ছিনিয়ে নেয় ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ।

ওআরওপি

ওআরওপি

কেন্দ্রীয় মন্ত্রী মনোহর পরিক্কর জানিয়েছেন, দীপাবলীর আগেই ওআরওপি-র বিজ্ঞপ্তি জারি করা হবে। আশা করা হচ্ছে সোমবারই বিজ্ঞপ্তি জারি করা হতে পারে।

পরের কোহিলি-এবিডি কোহলি এদিন আরও জানান, এখনও ট্রফি না জিতলেও তাঁদের দলে পরবর্তি প্রজন্মকে তৈরি করার সংস্কৃতি তৈরি হয়েছে। জানিয়েছেন এখনকার ক্রিকেটাররা কয়েকবছর পর আর খেলবেন না। কোহিলি-এবিডি পরবর্তি যুগের জন্য এখন থেকেই চ্যালেঞ্জার্সদের তৈরি করছেন তাঁরা। ফলে আরসিবি দীর্ঘজীবী হবে।

পরের কোহিলি-এবিডি কোহলি এদিন আরও জানান, এখনও ট্রফি না জিতলেও তাঁদের দলে পরবর্তি প্রজন্মকে তৈরি করার সংস্কৃতি তৈরি হয়েছে। জানিয়েছেন এখনকার ক্রিকেটাররা কয়েকবছর পর আর খেলবেন না। কোহিলি-এবিডি পরবর্তি যুগের জন্য এখন থেকেই চ্যালেঞ্জার্সদের তৈরি করছেন তাঁরা। ফলে আরসিবি দীর্ঘজীবী হবে।

কোহলি এদিন আরও জানান, এখনও ট্রফি না জিতলেও তাঁদের দলে পরবর্তি প্রজন্মকে তৈরি করার সংস্কৃতি তৈরি হয়েছে। জানিয়েছেন এখনকার ক্রিকেটাররা কয়েকবছর পর আর খেলবেন না। কোহিলি-এবিডি পরবর্তি যুগের জন্য এখন থেকেই চ্যালেঞ্জার্সদের তৈরি করছেন তাঁরা। ফলে আরসিবি দীর্ঘজীবী হবে।

রাহুলের আক্রমণ

রাহুলের আক্রমণ

স্বাধীনচেতা ও ধর্মনিরপেক্ষ ভারতবর্ষকে ধ্বংস করছে আরএসএস, আক্রণ কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর।

এবারও শক্তিশালী

এবারও শক্তিশালী

বরাবরের মতো এই বছর কোহলি-এবিডি ছাড়াও স্টইনিস , হেতমায়ার, ক্লাসেন, গ্র্যান্ডহোমি, মইন আলি, চাহাল, সাউদি, কুল্টার নাইল, উমেশ যাদবদের মতো বড় বড় ক্রিকেটারদের নিয়ে দল গড়েছে আরসিবি। এবার সব সিদ্ধান্ত সঠিক নিতে পারেন কিনা সেটাই দেখার।

৮৮ তে পা

৮৮ তে পা

আজ বিজেপির বরিষ্ঠ নেতা লালকৃষ্ণ আদবানীর জন্মদিন। ৮৮ বছরে পা দিলেন আদবানী।

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির বরিষ্ঠ নেতা লালকৃষ্ণ আদবানীর জন্মদিনে বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানালেন।

বিহারে বিজেপি উল্লাস

বিহারে বিজেপি উল্লাস

বিহার বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফল আসার আগেই, ট্রেন্ড দেখেই পাটনায় বিজেপি ইতিমধ্যে উল্লাস শুরু করে দিয়েছে, বাজি ফাটানো হচ্ছে, লাড্ডু বিলোনো হচ্ছে।

English summary
Before IPL 2019, Virat Kohli has revealed the reason behind the failure of RCB to win a single title so far.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X