For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল : ওয়ার্নার-বেয়ারস্টো ঝড়ে কুপোকাত কলকাতা নাইট রাইডার্স

ওয়ার্নার-বেয়ারস্টো ঝড়ে কুপোকাত হল কলকাতা নাইট রাইডার্স। পাঁচ ওভার বাকি থাকতেই নয় উইকেটে আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে, পয়েন্ট তালিকায় চার নম্বরে উঠে এল সানরাইজার্স হায়দরাবাদ।

  • |
Google Oneindia Bengali News

ওয়ার্নার-বেয়ারস্টো ঝড়ে কুপোকাত হল কলকাতা নাইট রাইডার্স। পাঁচ ওভার বাকি থাকতেই নয় উইকেটে আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে, পয়েন্ট তালিকায় চার নম্বরে উঠে এল সানরাইজার্স হায়দরাবাদ। অন্যদিকে, ম্যাচ হেরে প্লে অফে খেলার স্বপ্ন থেকে অনেকটাই দূরে সরে গেল দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেলের কেকেআর।

আইপিএল : ওয়ার্নার-বারিস্টো ঝড়ে কুপোকাত কলকাতা নাইট রাইডার্স

বলা চলে, বোলিং-ব্যাটিং-ফিল্ডিং, ম্যাচের প্রতিটি বিভাগেই কলকাতা নাইট রাইডার্সের থেকে এক কদম এগিয়ে ছিল সানরাইজার্স হায়দরাবাদ। টসে জিতে দীনেশ কার্তিকের দলকে প্রথমে ব্যাট করতে পাঠান কেন উইলিয়ামসন। শুরুটা দুর্দান্ত হলেও, তিন ওভারের মাথায় খলিল আহমেদের বলে ওপেনার সুনীল নারিন আউট হয়ে সাজঘরে ফিরে যাওয়ার পর ম্যাচে আর ফিরতে পারেনি কেকেআর। অন্য ওপেনার ক্রিস লিন মাটি কামড়ে ৪৭ বলে ৫১ রান করলেও, শুভমন গিল (৩), নীতীশ রানা (১১), দীনেশ কার্তিক (৬), আন্দ্রে রাসেলরা (১৬) ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হননি। রবিন উথাপ্পার পরিবর্তে খেলতে নামা রিঙ্কু সিং ২৫ বলে ৩০ রান করলেও, তা যথেষ্ট বলে মনে হয়নি। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে যথাক্রমে তিন ও দুই উইকেট নেন খলিল আহমেদ ও ভুবনেশ্বর কুমার।

জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভার থেকেই ঝড়ো ব্যাটিঁং শুরু করেন ডেভিড ওয়ার্নার ও জন বেয়ারস্টো। হায়দরাবাদের ওপেনারদের খুনে ব্যাটিংয়ের সামনে কোনো জবাবই খুঁজে পাননি কেকেআরের বোলাররা। যদিও আইপিএলে প্রথমবার খেলতে নামা পৃথ্বী রাজের বলে, এক রানে থাকা বেয়ারস্টোর ক্যাচ ফেলে দেন এই ম্যাচে কুলদীপ যাদবের পরিবর্তে কেকেআরের জার্সিতে মাঠে নামা স্পিনার কেসি কারিয়াপ্পা। তারপর আর সোজা হয়ে দাঁড়াতে পারেননি দীনেশ কার্তিকরা। জনি বেয়ারস্টোর ৪৩ বলে ৮০ এবং ডেভিড ওয়ার্নারের ৩৮ বলে ৬৭ রানের সুবাদে ১৫ ওভারেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে, ম্যাচ পকেটে পুড়ে নেয় হায়দরাবাদ। পীয়ূষ চাওলার বলে ছয় মেরে হায়দরাবাদকে খেলা জেতান বেয়ারস্টো। কলকাতার হয়ে একটি মাত্র উইকেট নিয়েছেন পৃথ্বী রাজ।

পরপর হারে বিপর্যস্ত কেকেআরের অধিনায়ক দীনেশ কার্তিক, এই পরিস্থিতির জন্য অল-রাউন্ড ব্যর্থতাকেই দায়ী করছেন। সমস্যাটা ঠিক কোথায়, তা শীঘ্র খুঁজে বের করা হবে বলেও জানিয়েছেন দীনেশ।

English summary
IPL 2019 : Warner-Bairstow strom finished KKR hope
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X