For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপের দল, বিরাট-দাবি নস্যাত করল বোর্ড! আইপিএল-এ পরীক্ষা ৪ ক্রিকেটারের

বিসিসিআইয়ের একজন সিনিয়র কর্মকর্তার দাবি, আইসিসি বিশ্বকাপ ২০১৯-এর দল নির্বাচনের সময় আইপিএল ২০১৯-এর প্রথম মাসের পারফরম্যান্স দেখা হবে। 
 

Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়া বিরুদ্ধে ৫ ম্য়াচের ওডিআই সিরিজ শুরুর আগে ভারত অধিনায়ক বিরাট কোহলি আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছিলেন, আইপিএল-এর পারফরম্যান্সকে বিশ্বকাপের দল নির্বাচনের সময় দেখা হবে না। কিন্তু বিসিসিআই-এর এক সিনিয়র কর্মকর্তার দাবি বিশ্বকাপের দল নির্বাচনে আইপিএলের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ হবে।

সংবাদ সংস্থা আইএএনএস-কে দেওয়া এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, দল এখনও 'নাম্বার ফোর' ও আরও কয়েকটি জায়গার জন্য উপযুক্ত ক্রিকেটারের খোঁজ চালাচ্ছে। আসন্ন আইপিএল-এ এই জায়গার জন্য নির্বাচকদের নজর থাকবে চার ক্রিকেটার - আজিঙ্কা রাহানে, শ্রেয়স আইয়ার, আম্বাতি রায়ডু ও কেএল রাহুলের উপর।

বোর্ড ও টিম ম্যানেজমেন্টের খবর

বোর্ড ও টিম ম্যানেজমেন্টের খবর

বোর্ডের ওই কর্তা জানিয়েছেন ২০ এপ্রিল নাগাদ দল বাছা হবে। সেই সময় সাম্প্রতিক ফর্ম, অর্থাত আইপিএল-এর পারফরম্যান্সকে দেখা হবে। একই সুরে দলের সঙ্গে যুক্ত এক সূত্র জানিয়েছে, অস্ট্রেলিয়া সিরিজেই দল চুড়ান্ত হয়ে যাবে ভাবা হয়েছিল। কিন্তু তা হয়নি। কোচ বিরাট কোহলিকে ৪ নম্বরে ব্যবহারের কথা বললেও সেটা একেবারেই পরিস্থিতি অনুযায়ী ভাবনা। নিয়মিত নাম্বার ফোর-এর সন্ধান এখনও চলছে।

রাহানের বক্তব্য

রাহানের বক্তব্য

রাহানের মতে আইপিএল ও বিশ্বকাপের খেলার মধ্য়ে বিশেষ তফাত হয় না, কারণ দিনের শেষে খেলাটা ক্রিকেটই। সব ক্রিকেটেই রান পাওয়াটাই শেষ কথা। কাজেই রান করে রাখতে পারলে এমনিই সুযোগ আসবে মনে করছেন তিনি। তবে বিশ্বকাপের দলে সুযোগ পাওযার থেকে রাজস্থানের হয়ে ভাল খেলার বিষয়েই তিনি মন দিচ্ছেন বেশি। তাতেই কাজ হয়ে যাবে বলে বিশ্বাস তাঁর।

কী বলছেন শ্রেয়স?

কী বলছেন শ্রেয়স?

শ্রেয়স আইয়ারের মতে আইপিএল-এর শুরুটা যদি তিনি খুব ভাল করতে পারেন, সেক্ষেত্রে নির্বাচকদের উপর প্রভাব ফেলতে পারবেন। অন্তত তাঁকে বাদ দেওয়ার আগে দুইবার ভাবতে হবে তাঁদের। নির্বাচক গগন খোড়া নাকি তাঁকে বলেছেন তিনি ভালই খেলছেন। তাই তিনি ধারাবাহিকতা ধরে রাখার উপরই জোর দিচ্ছেন।

আম্বাতি রায়ডু ও কেএল রাহুল?

আম্বাতি রায়ডু ও কেএল রাহুল?

রায়ডু ও রাহুলের কেউই এই বিষযে কোনও মন্তব্য না করলেও প্রাক্তন অজি ব্য়াটসম্যান ম্য়াথু হেডেনের ভোট পাচ্ছেন রায়ডুই। তিনি জানিয়েছেন, ভারতের এই নিয়ে প্রশ্নই থাকা উচিত নয়। দীর্ঘদিন ধরে রায়ডু নিজেকে প্রমাণ করেছেন। 'নাম্বার ফোর'-এর জায়গায় কেএল রাহুল কোনওমতেই মানানসই নয় বলে তাঁর মত। তিনি জানিয়েছেন রাহুল খুব ভাল ক্রিকেটার। কিন্তু এখনও ব্য়াক-আপ ওপেনারের বেশি কিছু নন।

English summary
A senior BCCI official claimed that performances in the first month of the IPL 2019 will be looked into when the Indian squad for the ICC World Cup 2019 will be picked.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X