For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল : মেগা ফাইনালে মুখোমুখি চেন্নাই-মুম্বই, কে কোথায় দাঁড়িয়ে

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স।

  • |
Google Oneindia Bengali News

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। প্রায় সমান শক্তির দুই দলের হাই-ভোল্টেজ ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। রেকর্ড ব্রেকিং এই ম্যাচে মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মাদের তুল্যমূল্য লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। শুরুর আগে দেখে নেওয়া যাক চেন্নাই ও মুম্বইয়ের শক্তি ও দুর্বলতা।

 আইপিএলে মুখোমুখি দুই দল

আইপিএলে মুখোমুখি দুই দল

পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত আইপিএলে মুম্বইয়ের সঙ্গে ২৯ বার সাক্ষাৎ ঘটেছে চেন্নাইয়ের। ১৭ বার জিতেছেন রোহিত শর্মারা এবং ১২ বার জিতেছেন মহেন্দ্র সিং ধোনির দল। এমনকী আইপিএলের চলতি মরশুমে প্রথম কোয়ালিফায়ার ও দুটি লিগ ম্যাচেও হলুদ সিংদের হারের মুখ দেখিয়েছে আরব সাগরের পারের দল।

প্লে-অফে মুখোমুখি

প্লে-অফে মুখোমুখি

আইপিএলের প্লে-অফে এখনও পর্যন্ত আট বারের সাক্ষাতে চার বার জিতেছে ধোনি অ্যান্ড কং। চার বার জিতেছেন রোহিত শর্মারাও। সবমিলিয়ে প্লে-অফের ২১ ম্যাচের ১৩টি জিতেছে চেন্নাই সুপার কিংস ও ১৪টি ম্যাচের ১০টিতে জয় হাসিল করেছে মুম্বই ইন্ডিয়ান্স।

ফাইনালের লড়াই

ফাইনালের লড়াই

এর আগে তিন বার ফাইনালে মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। ২০১০ সালে মেন ইন ব্লুকে হারিয়েছিল ইয়ালো লায়নরা। ২০১৩ ও ২০১৫-র আইপিএলের ফাইনালে চেন্নাইকে হারিয়ে ২-১-এ এগিয়ে গিয়েছে মুম্বই। এবার মহেন্দ্র সিং ধোনিদের সামনে হিসেব বরাবর করার সুযোগ।

হায়দরাবাদে রেকর্ড

হায়দরাবাদে রেকর্ড

যে মাঠে আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএলের ফাইনালে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স, সেই হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০১৭ সালে কাপ হাতে তুলেছিলেন রোহিত শর্মা। সেবার ফাইনালে মুম্বইয়ের প্রতিপক্ষ ছিল রাইজিং পুনে সুপারজায়েন্ট। কাকতালীয়ভাবে সে দলেরও অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি।

চেন্নাই সুপার কিংসের ব্যাটিং

চেন্নাই সুপার কিংসের ব্যাটিং

ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির মগজাস্ত্র ইতিমধ্যেই চেন্নাই সুপার কিংসকে তিনটি আইপিএল খেতাব এনে দিয়েছে। তবে মস্তিষ্কের পাশাপাশি ধোনির ব্যাটিও যে চেন্নাইয়ের পরিত্রাতা, তা বললে ভুল হবে না। আইপিএলের চলতি মরশুমে বেশ কয়েকবার দলকে একাই ভরাডুবির হাত থেকে বাঁচিয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক। একই সঙ্গে শেন ওয়াটসন, ফাফ ডুপ্লেসি, সুরেশ রায়না, ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজাদের ব্যাট একসঙ্গে চললে চেন্নাইকে ঠেকানো মুশকিল হবে বলেই মনে করা হচ্ছে।

মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং

মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং

রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া, কুইন্টন ডি কক, কাইরন পোলার্ড, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব সম্বলিত মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইন-আপ চলতি আইপিএলে প্রতিপক্ষ দলের বোলারদের মনে ত্রাস তৈরি করে। প্রথম কোয়ালিফায়ারে নীল জার্সিধারী ব্যাটসম্যানদের ঠেকাতে ব্যর্থ হন চেন্নাইয়ের বোলাররাও। ফাইনালেও ধোনিদের বিরুদ্ধে রোহিতদের ব্যাট গর্জে উঠবে বলেই আশা মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকদের।

দুই দলের বোলিং

দুই দলের বোলিং

চেন্নাই সুপার কিংসের মূল অস্ত্র যেখানে স্পিন, সেখানে গতির উপরই ভরসা রাখছে মুম্বই ইন্ডিয়ান্স। ইমরান তাহির, হরভজন সিংয়ের ফর্ম হলুদ ব্রিগেডকে আশা জোগাচ্ছে। ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, দীপক ছাহারদের যোগ্য সঙ্গতে চেন্নাই বাজিমাত করবে বলেই সমর্থকদের আশা। অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্সের সেরা অস্ত্র লাসিথ মালিঙ্গা, হার্দিক পাণ্ডিয়া, জসপ্রীত বুমরাদের পেস ও ক্রুনাল পাণ্ডিয়া, রাহুল ছাহারদের স্পিন কম্বিনেশন ধ্বংসাত্মক আবারও ক্লিক করলে চেন্নাইয়ের মুশকিল বাড়তে পারে বলেই ধারণা ক্রিকেট বিশেষজ্ঞদের।

দুর্বলতা

দুর্বলতা

আইপিএলের চলতি মরশুমের বেশ কয়েকটি ম্যাচে ব্যর্থ হয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের বোলাররা। ইডেন গার্ডেন্সে রোহিত শর্মার দলের বিরুদ্ধে এই আইপিএলের সর্বোচ্চ স্কোর তুলেছিল কলকাতা নাইট রাইডার্স। যদিও প্রথম কোয়ালিফায়ারে চেন্নাইয়ের বিরুদ্ধে দারুণ খেলে মুম্বইকে ভরসা জুগিয়েছেন লাসিথ মালিঙ্গা, হার্দিক পাণ্ডিয়া, জসপ্রীত বুমরা।

অন্যদিকে, চেন্নাই সুপার কিংসের একমাত্র দুর্বলতা ব্যাটসম্যানদের ধারাবাহিকতার অভাব। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ারেও যা বিশেষ ভাবে চোখে পড়েছে। চোটগ্রস্ত কেদার যাদবের অনুপস্থিতি চেন্নাইয়ের ব্যাটিং লাইন অ্যাপকে কিছুটা দুর্বল করেছে বলেই ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা।

English summary
IPL Final : Strenths and weaknesses of CSK and MI, some facts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X