For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালে চলে গেল মুম্বই ইন্ডিয়ান্স

চিপকে আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই সুপার কিংস।

  • |
Google Oneindia Bengali News

চিপকে আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৩১ রান তুলল চেন্নাই সুপার কিংস। সিএসকের হয়ে সর্বোচ্চ ৩৭ বলে ৪২ রান করেছেন আম্বাতি রায়ডু। ২৯ বলে ৩৭ রান করেছেন এমএস ধোনি। অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সেরা বোলিং গড় তরুণ রাহুল ছাহারের। ৪ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন ছাহার। জয়ন্ত যাদব ও ক্রুনাল পাণ্ডিয়া মুম্বইয়ের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন।

চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালে চলে গেল মুম্বই ইন্ডিয়ান্স

Newest First Oldest First
11:00 PM, 7 May

৯ বল বাকী থাকতে ৬ উইকেটে জিতে সরাসরি আইপিএলের ফাইনালে চলে গেল মুম্বই ইন্ডিয়ান্স।
10:59 PM, 7 May

১৮তম ওভারে জাদেজা দিলেন ১ রান। মুম্বই ১২৬/৪। আর জিততে প্রয়োজন ৬ রান।
10:55 PM, 7 May

১৭ ওভার শেষে মুম্বইয়ের রান ১২৫/৪। জিততে আর চাই ৭ রান।
10:54 PM, 7 May

১৬ ওভার শেষে মুম্বই ১১৬/৪।
10:44 PM, 7 May

১৫ ওভার শেষে মুম্বই ১০৮/৪।
10:40 PM, 7 May

১৪তম ওভারে ইমরান তাহির নিসেন ২টি উইকেট। মুম্বই পরপর খোয়াল ইশান কিষণ ও ক্রুণাল পান্ডিয়াকে। মুম্বইয়ের রান ১০১/৪।
10:38 PM, 7 May

১৩তম ওভার শেষ হল। মুম্বই করল ৯২/২।
10:31 PM, 7 May

১২তম ওভারের শেষে মুম্বইয়ের রান ৮৫/২।
10:29 PM, 7 May

১১ ওভারের পর মুম্বই ৮০/২।
10:28 PM, 7 May

দশম ওভারে ডোয়েন ব্র্যাভোর বলে উঠল ১০ রান। মুম্বই ৬৯/২।
10:17 PM, 7 May

শেষ হল নবম ওভার। মুম্বই ৫৯/২।
10:13 PM, 7 May

৮ ওভার শেষে উঠল ৫৪/২।
10:12 PM, 7 May

খেলা ধরে নিয়েছে মুম্বই। ৭ ওভার শেষে মুম্বই ৪৮/২। ক্রিজে সূর্যকুমার যাদব ও ইশান কিষণ।
10:04 PM, 7 May

৬ তম ওভারেও এল ১১ রান। মুম্বই ৪৪/২।
10:01 PM, 7 May

পঞ্চম ওভারে চাহারের বলে এল ১১ রান। মুম্বই ৩৩/২।
9:56 PM, 7 May

হরভজন সিংয়ের বলে আউট কুইন্টন ডি কক। ৪ ওভার শেষে মুম্বই ২২/২।
9:53 PM, 7 May

তৃতীয় ওভারের শেষে মুম্বই তুলল ২০/১।
9:46 PM, 7 May

২ ওভার শেষে মুম্বইয়ের রান ১৫/১।
9:41 PM, 7 May

প্রথম ওভার শেষ। মুম্বই ১ উইকেটে ৮ রান তুলল। ক্রিজে কুইন্টন ডি করের সঙ্গে নতুন ব্যাটসম্যান সূর্যকুমার যাদব।
9:36 PM, 7 May

প্রথম বলে দীপক চাহারকে চার মারার পরের বলেই দীপক চাহারের বলে এলবিডব্লিউ হয়ে ফেরত গেলেন রোহিত শর্মা। মুম্বই ৪ রানে প্রথম উইকেট হারাল।
9:35 PM, 7 May

ব্যাট করতে নামল মুম্বই। টার্গেট ১৩২ রানের।
9:15 PM, 7 May

আইপিএল Live: ২০ ওভার শেষে সিএসকের স্কোর ১৩১/৪

শেষ ওভারে দুরন্ত বুমরা। ২০ ওভারে শেষে সিএসকের স্কোর ১৩১/৪।
9:06 PM, 7 May

আইপিএল Live: ১৯ ওভার শেষে সিএসকের স্কোর ১০৭/৪

মালিঙ্গার ওভার থেকে ১৫ রান তুলল চেন্নাই। ২টি ছয় মারলেন মহেন্দ্র সিং ধোনি। ১৯ ওভার শেষে সিএসকের স্কোর ১২২/৪।
8:58 PM, 7 May

আইপিএল Live: ১৮ ওভার শেষে সিএসকের স্কোর ১০৭/৪

বুমরার ওভারে থেকে ৮ রান নিলেন ধোনি ও রায়ডু। এল একটি চার। ১৮ ওভার শেষে সিএসকের স্কোর ১০৭/৪।
8:53 PM, 7 May

আইপিএল Live: ১৭ ওভার শেষে সিএসকের স্কোর ৯৯/৪

রাহুল ছাহারের ওভারে এল ৩ রান। ১৭ ওভার শেষে সিএসকের স্কোর ৯৯/৪।
8:49 PM, 7 May

আইপিএল Live: ১৬ ওভার শেষে সিএসকের স্কোর ৯৬/৪

ক্রুনাল পাণ্ডিয়ার ওভারে এল ৫ রান। ১৬ ওভার শেষে সিএসকের স্কোর ৯৬/৪
8:46 PM, 7 May

আইপিএল Live: ১৫ ওভার শেষে সিএসকের স্কোর ৯১/৪

ম্যাচে ফিরছে চেন্নাই সুপার কিংস। হার্দিক পাণ্ডিয়ার ওভারে এল ৮ রান। ১৫ ওভার শেষে সিএসকের স্কোর ৯১/৪।
8:40 PM, 7 May

আইপিএল Live: ১৪ ওভার শেষে সিএসকের স্কোর ৮৩/৪

অধিনায়ক ধোনি ও রায়ডুর দুটি ছয় সহ জয়ন্ত যাদবের ওভারে এল ১৫ রান। ১৪ ওভার শেষে সিএসকের স্কোর ৮৩/৪।
8:33 PM, 7 May

আইপিএল Live: ১৩ ওভার শেষে সিএসকের স্কোর ৬৮/৪।

রাহুল ছাহারের ওভারে আউট মুরলী বিজয়। ১৩ ওভার শেষে সিএসকের স্কোর ৬৮/৪।
8:27 PM, 7 May

আইপিএল Live: ১২ ওভার শেষে সিএসকের স্কোর ৬৫/৩

জসপ্রীত বুমরার ওভারে এল ৪ রান। ১২ ওভার শেষে সিএসকের স্কোর ৬৫/৩।
READ MORE

English summary
IPL Live: CSK ready to face MI in Qualifier infront home crowd
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X