For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চোটগ্রস্ত কেদারের পরিবর্তে বিশ্বকাপে কী রিষভ? চলছে জল্পনা

আইপিএলে কাঁধে চোট পাওয়া ভারতের বিশ্বকাপগামী ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য কেদার যাদবের দ্রুত আরোগ্য কামনা করছে বিসিসিআই।

  • |
Google Oneindia Bengali News

আইপিএলে কাঁধে চোট পাওয়া ভারতের বিশ্বকাপগামী ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য কেদার যাদবের দ্রুত আরোগ্য কামনা করছে বিসিসিআই। ঠিক তখনই ভারতের ক্রিকেট প্রেমী এবং বিশেষজ্ঞদের একাংশ কেদারের পরিবর্ত খুঁজতে উঠেপড়ে লেগেছেন। তাঁদের তালিকায় সবার উপরে রয়েছে ভারতের তরুণ উইকেটরক্ষক তথা বিধ্বংসী ব্যাটসম্যান রিষভ পন্থের নাম। এর পিছনে যথেষ্ট কারণও রয়েছে।

 বিতর্কের শুরু

বিতর্কের শুরু

গত মাসে ঘোষণা হওয়া ভারতের বিশ্বকাপগামী দল থেকে বাদ দেওয়া হয় রিষভ পন্থ ও আম্বাতি রায়ডুকে। তাঁদের বদলে দলে নেওয়া হয় অভিজ্ঞ উইকেটরক্ষক দীনেশ কার্তিক ও তরুণ অল-রাউন্ডার বিজয় শঙ্করকে। বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন ক্রিকেট প্রেমী ও বিশেষজ্ঞদের একাংশ। ভারতের বিশ্বকাপগামী দলে রায়ডুর থেকেও রিষভ পন্থের অন্তর্ভূক্তি নিয়ে জোরালো সওয়াল ওঠে।

বিসিসিআইয়ের ক্রাইসিস ম্যানেজমেন্ট

বিসিসিআইয়ের ক্রাইসিস ম্যানেজমেন্ট

লাগাতার চাপের মুখে বিসিসিআই জানায়, রিষভ পন্থকে একেবারে দূরে ঠেলে দেওয়া হয়নি। তরুণ উইকেটরক্ষককে রাখা হয়েছে রিজার্ভ ক্যাটেগরিতে। অর্থাৎ বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতের ১৫ জনের দলের কোনো সদস্য যদি চোট পান, তাঁর জায়গায় রিষভকে নেওয়া হতে পারে।

কেদার যাদবের চোট

কেদার যাদবের চোট

চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলার সময় আচমকাই কাঁধে চোট পান ভারতের বিশ্বকাপগামী দলের গুরুত্বপূর্ণ সদস্য কেদার যাদব। চোট এতটাই গুরুতর যে প্লে-অফ শুরুর আগেই আইপিএল থেকে সরে যান কেদার। এর সঙ্গেই তাঁর পরিবর্ত হিসেবে তরুণ রিষভ পন্থের বিশ্বকাপ খেলার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে বলেই অনেকের দাবি।

বোর্ডের বক্তব্য

বোর্ডের বক্তব্য

যদিও কেদার যাদবের চোট এবং বিশ্বকাপের জন্য তাঁর পরিবর্ত খোঁজা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কোনো হেলদোল চোখে পড়ছে না। উল্টে কেদারের চোট ততটাও গুরুতর নয় বলে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে। আর তা হলে রিষভ পন্থের বিশ্বকাপ খেলার স্বপ্ন এবারের মতো শেষ হয়ে যাবে। যদিও এত তাড়াতাড়ি হাল ছাড়তে রাজি নন রিষভ ভক্তরা। তাঁরা এর শেষ দেখে ছাড়তে চান। ২৩ মে কেদার যাদব ফিটনেস পরীক্ষায় পাস করতে না পারলে পন্থ সামনে বিশ্বকাপের দরজা খুলে যাবে বলেই পন্থ ভক্তদের আশা।

কেন নন রায়ডু

কেন নন রায়ডু

চলতি আইপিএলের ১৫টি ম্যাচে ১৬৪ স্ট্রাইক রেটে ৪৫০ রান করেছেন রিষভ পন্থ। যার মধ্যে রয়েছে তিনটি অর্ধ-শতরান। উইকেটরক্ষক হিসেবে ১৮টি ক্যাচ নেওয়ার পাশাপাশি টুর্নামেন্টে প্রতিপক্ষের ৬ জন ব্যাটসম্যানকে স্ট্যাম্পও করেছেন পন্থ। তুলনায় সাদামাটা আম্বাতি রায়ডুর স্কোর কার্ড বলছে, চলতি আইপিএলের ১৫টি ম্যাচে মাত্র ২৬১ রানই করতে পেরেছেন তিনি। তাই এক্ষেত্রে রিষভই যে এগিয়ে, তা চোখ বন্ধ করে বলা যায়।

সমস্যা একটাই

সমস্যা একটাই

অল-রাউন্ডার হিসেবে ভারতের বিশ্বকাপের দলে রাখা হয়েছিল কেদার যাদবকে। তাঁর পরিবর্তে রিষভ পন্থকে দলে নেওয়া হলে ইংল্যান্ডের মাটিতে একজন অল-রাউন্ডারের অভাব বোধ করতে পারে ভারত। অন্যদিকে, মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক থাকা সত্ত্বেও রিষভের অন্তর্ভূক্তিতে ভারতীয় দলের ভারসাম্য নষ্ট করতে পারে বলেও আশঙ্কা করছে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ।

English summary
Is Rishabh Pant replace injured Kedar Jadhav in World Cup?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X