For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩৬-এও সেরার সেরা বাংলার ঝুলন! মহিলা ক্রিকেটের বোলিং-ব্যাটিংয়ে শীর্ষে ভারতীয়রা

অবসর নেওয়ার বয়সেও র্যা ঙ্কিংয়ে বিশ্বসেরার তকমা নামের পাশে। ৩৬ বছর বয়স তাঁর। কিন্তু বয়স যে কার্যত একটা সংখ্যা, তা প্রমাণ করে দিলেন ঝুলন গোস্বামী।

Google Oneindia Bengali News

অবসর নেওয়ার বয়সেও র্যা ঙ্কিংয়ে বিশ্বসেরার তকমা নামের পাশে। ৩৬ বছর বয়স তাঁর। কিন্তু বয়স যে কার্যত একটা সংখ্যা, তা প্রমাণ করে দিলেন ঝুলন গোস্বামী। ওয়ান ডে র্যা ঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করে বাংলাকে ফের গর্বিত করলেন। একইসঙ্গে ভারতীয় ক্রিকেট সুন্দরী স্মৃতি মান্ধানাও চমকে দিলেন র্যা ঙ্কিংয়ে। ব্যাটিংয়ে তিনি উঠে এলেন এক নম্বরে।

৩৬-এও সেরার সেরা বাংলার ঝুলন! র্যা ঙ্কিংয়ে দাপট ভারতের

সোমবার যে র্যা ঙ্কিং সামনে এসেছে, তাতে ভারতের অভিজ্ঞ ফাস্ট বোলার ঝুলন গোস্বামী এক নম্বরে রয়েছেন। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের পর আইসিসির ক্রম তালিকায় বোলারদের মধ্যে শীর্ষে উঠে এসেছেন ঝুলন। ঝুলন গোস্বামী ২০১৭ সালের ফেব্রুয়ারিতে শেষবার শীর্ষস্থান অর্জন করেছিলেন।

সিরিজে ৮টি উইকেট পান ঝুলন। একইসঙ্গে দেশকে দ্বিতীয় স্থানে তুলে আনতে সাহায্য করে তাঁর এই সুপার পারফরম্যান্স। আটটি দলের মধ্যে ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। এক নম্বর স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ইতিমধ্যে ভারত-সহ চারটি দল সরাসরি ২১-এর বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে নিয়েছে।

উল্লেখ্য, আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপ সিরিজে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ১৬ পয়েন্টে দ্বিতীয় স্থানে ভারত আর ১৪ পয়েন্ট পেয়ে নিউজিল্যান্ড তৃতীয়। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার পিছনে রয়েছে ১২ পয়েন্ট পেয়ে।

এদিকে, ওয়ানডে-র সবথেকে সফল বোলার ঝুলন গোস্বামী ২১৮টি উইকেট নিয়েছেন। ১৮৭৩ দিন তিনি এক নম্বরে রয়েছেন। তাঁর আগে শুধু রয়েছেন অবসরপ্রাপ্ত অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার ক্যাথরিন ফিৎজপ্যাট্রিক। তিনি ২১১৩ দিন শীর্ষস্থানে রয়েছেন। ঝুলন গোস্বামীর নতুন বলের জুটি শিখা পান্ডে ১২ নম্বর থেকে পাঁচ নম্বরে উঠে এসেছেন। ৯ বছর পর দুই ভারতীয় বোলার প্রথম দশের মধ্যে স্থান করে নিল।

ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা কেরিয়ারের সেরা পারফরম্যান্স করে শীর্ষস্থান দখল করেছেন র্যা ঙ্কিংয়ে। তাঁর অর্জিত পয়েন্ট ৭৯৭। এবার ৮৩৭ রান করেছেন আইসিসি মহিলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপে। ফলে ব্যাটিং বোলিং উভয় বিভাগের শীর্ষস্থান ভারতীয়দের দখলে। এর আগে মিতালি রাজ ও ঝুলন গোস্বামীর দখলে ছিল এই কৃতিত্ব। এবার ঝুলনের সঙ্গে স্মৃতি রয়েছেন শীর্ষে।

English summary
Jhulan Goswami and Smriti Mandhana are top in ICC cricket ranking. Jhulan is in top position after two years.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X