For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জসপ্রীত বুমরার বোলিং অ্যাকশন নিয়ে শঙ্কিত কপিল দেব, কিন্তু কেন?

জসপ্রীত বুমরার বোলিং অ্যাকশন নিয়ে শঙ্কিত কপিল দেব, কিন্তু কেন?

  • |
Google Oneindia Bengali News

তাঁর বোলিং অ্যাকশন বুঝতেই সমস্যায় পড়েন ব্যাটসম্যানরা। জসপ্রীত বুমরার মিস্ট্রি ডেলিভারি এবং ইয়র্কার বিশ্বে ত্রাস তৈরি করেছে। যদিও ভারতীয় পেসারের সেই বোলিং অ্যাকশন নিয়ে শঙ্কা প্রকাশ করলেন লেজেন্ড কপিল দেব।

জসপ্রীত বুমরার বোলিং অ্যাকশন নিয়ে শঙ্কিত কপিল দেব, কিন্তু কেন?

এই মুহূর্তে পিঠে চোটের কারণে ভারতীয় দলের বাইরে রয়েছেন জসপ্রীত বুমরা। তাঁর সেই চোটের পরীক্ষা হয় লন্ডনে। সুস্থ হয়ে দেশে ফিরে এসেছেন বুমরা। নেটে বল করতেও দেখা গিয়েছে তাঁকে। জানুয়ারিতে নিউজিল্যান্ড সফররত ভারতীয় দলে জসপ্রীত বুমরাকে ফের দেখা যেতে পারে বলে খবর। কিন্তু বুমরার বোলিং অ্যাকশন ফের তাঁকে চোটের কাছে নিয়ে যেতে পারে বলে মনে করেন ভারতীয় লেজেন্ড কপিল দেব।

১৯৮৩-র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়কের কথায়, তিনি দুই ধরনের ক্রিকেটার দেখে অভ্যস্ত। প্রথম, যাঁরা টেকনিকের ওপর নির্ভরশীল। আবার এমনও ক্রিকেটার আছেন, যাঁদের খেলা দেখতে ভালো লাগলেও ব্যকরণ অন্যরকম বলে জানিয়েছেন কপিল দেব। তাঁর বক্তব্য, ভারতের লেজেন্ডারি স্পিনার বিষেণ সিং বেদির বোলিং অ্যাকশন ছিল ক্লিন। কারণ তিনি বল করার সময় সারা শরীরকে ব্যবহার করতেন। একই ভাবে সুনীল গাভাস্কর এবং সচিন তেন্ডুলকরও ক্রিকেট ব্যাকরণের দিক থেকে পুরোপুরি নিখুঁত।

কিন্তু ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহবাগের ব্যাটিং টেকনিক যেমন স্বতন্ত্র ছিল, জসপ্রীত বুমরার বোলিং অ্যাকশনও তেমন আলাদা বলে দাবি কপিল দেবের। তাঁ মতে, বল করার সময় বুমরা শরীরের থেকে হাতের ওপর বেশি বল প্রয়োগ করেন। সে জন্য তাঁর চোট-আঘাত বেশি লাগার সম্ভাবনা আছে বলেও মনে করেন কপিল।

English summary
Kapil Dev speaks about the bowling action of Jasprit Bumrah
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X