For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করুণ নায়ারকে বাদ দেওয়া নিয়ে নাটক! নির্বাচক প্রধান বললেন ও জানে কেন বাদ দেওয়া হয়েছে

প্রধান নির্বাচক এমএসকে প্রসাদের দাবি, তিনি ব্যক্তিগতভাবে করুণ নায়ারের সঙ্গে কথা বলেছেন এবং তাকে টেস্ট দল থেকে বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন।

Google Oneindia Bengali News

ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে তাঁকে একটি ম্যাচেও খেলানো হয়নি। তারপর শনিবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্জিজের বিরুদ্ধে দুই টেস্টের দল ঘোষণা হতে দেখা যায় বাদ পড়েছেন করুণ নায়ার। ভারতীয় নির্বাচকদের যে সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট মহলে প্রবল সমালোচনা হচ্ছে। জোর চর্চা চলছে তাঁকে বাদ দেওয়ার কারণ নিয়ে। সোমবার নির্বাচক কমিটির প্রধান এমএসকে প্রসাদ অবশ্য জানালেন, দল নির্বাচনের পরই নাকি তিনি নিজে নায়ারকে ফোন করে তাঁকে বাদ দেওয়ার কারণ জানিয়েছেন।

করুণ নায়ারকে বাদ দেওয়া নিয়ে নাটক! নির্বাচক প্রধান বললেন ও জানে কেন বাদ দেওয়া হয়েছে

তবে তাঁর এই দাবি নিয়ে ধন্দ রয়েছে। কারণ রবিবার করুণ নায়ার নিজে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন টিম ম্যানেজমেন্ট বা নির্বাচক কমিটি কেউই তাঁর সঙ্গে যোগাযোগ করেননি। তাই তিনি জানেন না ঠিক কেন বাদ পড়লেন।

তা অবশ্য মানতে চাননি প্রসাদ। তিনি দাবি করেছএন, তাঁদের কমিটির অন্যতম বৈশিষ্ট্যই হহল তাঁরা সব ক্রিকেটারের সঙ্গে সবসময়য় যোগাযোগ বজায় রাখেন। কোনও ক্রিকেটারকে বাদ দেওয়ার খবর জানানো সবসময়ই কঠিন। তবু তাঁরা সবাইকে যথাযথ কারণসহ তা জানান। তিনি বলেছেন, 'ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল বাছাই হওয়ার পরপরই আমি নিজে নায়ারকে ফোন করেছিলাম। ওকে কেন বাদ দেওয়া হয়েছে তা জানানোরর সঙ্গে সঙ্গে ওকে ফিরে আসার পথও বলে দিয়েছি।'

করুণকে বাদ দেওয়ার কারণ প্রসাদ প্রকাশ্যে না জানালেও কানাঘুষো জানা যাচ্ছে টিম ম্যানেজমেন্টই তাঁকে দলে চান না। সেই কারণেই নাকি ভারতের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ত্রিশতরান করা ব্যাটসম্যানকে ইংল্যান্ড সফরে দলে নেওয়া হলেও খেলানো হয়নি। প্রথম তিন ম্যাচের পর যখন দলে বেশ রদবদল ঘটানো হয়, তখনও তাঁর বদলে ঝটিতি উড়িয়ে নিয়ে আসা হনুমা বিহারীকে সুযোগ দেওয়া হয়েছিল।

প্রসাদ দাবি করেছেন, ইংল্যান্ড সফরেও নাকি তিনি যখন দলে সুযোগ পাচ্ছিলেন না, তিনি যাতে মুষড়ে না পড়েন তার জন্য আরেক নির্বাচক দেবাঙ্গ গান্ধী তাঁর সঙ্গে কথা বলেছিলেন। তাঁদের কমিটি এতটাই খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ রাখে।

কীভাবে ফের দলে ফিরতে পারেন করুণ? প্রধান নির্বাচক বলছেন, 'রঞ্জী ও ভারত এ দলের ম্যাচে রান করে যেতে হবে। করুণ আমাদের টেস্ট দলের পরিকল্পনা থেকে বাদ পড়ে যায়নি। তবে আপাতত ওকে আমরা পরামর্শ দিয়েছি ঘরোয়ো ক্রিকেট ও লিস্ট এ ক্রিকেটে ফোকাস করার।'

English summary
The chief selector MSK Prasad has claimed that, he has personally spoken to Karun Nair and explained him the reasons behind his exclusion from the test team.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X