For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধোনি সর্বকালের সেরা অধিনায়ক, শ্রেষ্ঠত্ব নিয়ে কোনও তর্ক নেই, বললেন ইংল্যান্ড প্রাক্তনি

ধোনিকে সর্বকালের সেরা অধিনায়ক, শ্রেষ্ঠত্ব নিয়ে কোনও তর্ক নেই, বললেন ইংল্যান্ড প্রাক্তনি

  • |
Google Oneindia Bengali News

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকালের সেরা অধিনায়ক কে? ফ্যানেদের মধ্যে এই নিয়ে অনেক দ্বন্দ্ব রয়েছে। ফ্যানেদের মধ্যে বিশ্বসেরা অধিনায়ক নিয়ে মতাভেদ থাকলেও ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসন অবশ্য এককথায় মহেন্দ্র সিংহ ধোনিকে বিশ্বকাপ অধিনায়ক বাছলেন। ভারতকে দুটি বিশ্বকাপ দেওয়া অধিনায়ককেই ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়কের মুকুট পরিয়ে দিয়েছেন পিটারসন।

ধোনির প্রশংসায় কেপি যা বললেন

ধোনির প্রশংসায় কেপি যা বললেন

ক্রিকেট দুনিয়া কেপি নামে পরিচিত পিটারসন ধোনির প্রশংসায় বলেন,'ধোনির উপর যা প্রত্যাশা তা বহন করা কঠিন। ধোনিকে নিয়ে দলের প্রচুর প্রত্যাশা। অধিনায়ক ধোনি দীর্ঘদিন ধরে সেই প্রত্যাশা পূরণ করে এসেছে। ভারত ও চেন্নাইকে ট্রফির ঝুলি সাজিয়ে দিয়েছে। অধিনায়ক ধোনির শ্রেষ্ঠত্ব নিয়ে তাই অন্য কারুর সঙ্গে কোনও তর্ক চলে না।

আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক ধোনির সাফল্য

আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক ধোনির সাফল্য

২০০৭ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এটাই অধিনায়ক ধোনির প্রথম সাফল্য। এরপর ২৮ বছর পর ভারতকে ২০১১ সালে ঘরের মাঠে এক দিনের বিশ্বকাপ জেতান ধোনি। পরে ধোনির নেতৃত্বে ২০১৩ সালে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছিল ভারত। সব মিলিয়ে ধোনি প্রথম কোনও অধিনায়ক যার ঝুলিতে আইসিসি'র এই তিন ভিন্ন ট্রফি রয়েছে।

চেন্নাইয়ের হয়ে অধিনায়ক ধোনির সাফল্য

চেন্নাইয়ের হয়ে অধিনায়ক ধোনির সাফল্য

অধিনায়ক হিসেবে চেন্নাই সুপার কিংসেকে তিনবার ( ২০১০, ২০১১ ও ২০১৮ সালে) আইপিএল ট্রফি দিয়েছেন ধোনি। এছাড়া ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স লিগ টি-২০তে চেন্নাই দুবার( ২০১০ ও ২০১৪ সালে ) চ্যাম্পিয়ন হয়।

রানার্সের পরিসংখ্যান

রানার্সের পরিসংখ্যান

শুধু চ্যাম্পিয়ন করা নয়, ধোনির নেতৃত্বে আইপিএলে চেন্নাই সবচেয়ে ধারাবাহিক দল। লিগে ৫ বার রানার্স হয়েছে চেন্নাই।

করোনার কারণে ধোনির ক্রিকেট ভবিষ্যৎ অনিশ্চিত

করোনার কারণে ধোনির ক্রিকেট ভবিষ্যৎ অনিশ্চিত

করোনার কারণে স্থগিত আইপিএল, স্থগিত আন্তর্জাতিক ক্রিকেট। এই অবস্থায় করোনাকে হারিয়ে ফের কবে ক্রিকেট শুরু হবে,সেই নিয়ে আশঙ্কা রয়েছে। অক্টোবের টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। সেই বিশ্বকাপে ধোনিকে দেখা যাবে কিনা, সেই নিয়ে প্রশ্ন অনেক। আইপিএল স্থগিতে ধোনির আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

English summary
kevin Pietersen says Mahendra Singh Dhoni arguably the greatest captain ever
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X