For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১০ মাস ক্রিকেটের বাইরে! ধোনির প্রত্যাবর্তনের রাস্তা কঠিন, মত প্রাক্তন অধিনায়কের

১০ মাস ক্রিকেটের বাইরে! ধোনির প্রত্যাবর্তনের রাস্তা কঠিন, মত প্রাক্তন অধিনায়কের

  • |
Google Oneindia Bengali News

অনির্দিষ্টকালের জন্যে স্থগিত আইপিএল, ভারতীয় ক্রিকেটের মেগা টুর্নামেন্টে ভবিষ্যৎ অনিশ্চিত। সেই সঙ্গে করোনা ধাক্কায় ভারতের সবচেয়ে সফল(আইসিসি'র ট্রফির বিচারে) প্রাক্তন অধিনায়ক ধোনির ক্রিকেট ভবিষ্যতও এখন প্রশ্নের মুখে। ২০২১ সালে অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা ক্রিকেট বিশ্বকাপে ধোনি কি সুযোগ পাবেন, কঠিন প্রশ্নের উত্তরের খোঁজে ভারতীয় ক্রিকেটদুনিয়া।

ধোনির প্রত্যাবর্তন সহজ হবে না

ধোনির প্রত্যাবর্তন সহজ হবে না

ক্রিকেট থেকে এতদিন দূরে থাকার কারণে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা মহেন্দ্র সিংহ ধোনির জন্যে সহজ নয়। মনে করছেন দেশের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। তাঁর মতে, ধোনি দীর্ঘদিন ভারতীয় ক্রিকেট থেকে দূরে রয়েছেন। এই কারণে ফিরেই পুরানো ফর্মে ব্যাটিং করা কঠিন। দীর্ঘদিন ধরে ক্রিকেট থেকে দূরে থাকার জন্যই প্রত্যাবর্তন সহজ নয়।

ধোনি শেষ করে ভারতের হয়ে খেলেছেন

ধোনি শেষ করে ভারতের হয়ে খেলেছেন

১০ মাস ক্রিকেটের বাইরে রয়েছেন ধোনি। শেষবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনালে দেশের হয়ে খেলেছিলেন মাহি। রান তাড়া করার সময় রান আউট হয়ে ধোনি ড্রেসিংরুমে ফেরেন। যারপর মাহি আর বাইশ গজে ফেরেননি।

নির্বাচকরা ধোনির পারফর্ম্যান্স দেখতে চাইবে

নির্বাচকরা ধোনির পারফর্ম্যান্স দেখতে চাইবে

করোনার কারণে স্থগিত আইপিএল, স্থগিত আন্তর্জাতিক ক্রিকেট। এই অবস্থায় করোনাকে হারিয়ে ফের কবে ক্রিকেট শুরু হবে,সেই নিয়ে আশঙ্কা রয়েছে। অক্টোবের টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। তার আগে ধোনিকে বিশ্বকাপ দলে রাখতে চাইলে, নির্বাচকরা মাহির ব্যাটিং দেখতে চাইবে। ধোনিকে নিয়ে আজহারের মত,' যত বড় ক্রিকেটারই হোক না কেন, ম্যাচ প্র্যাকটিস খুব গুরুত্বপূর্ণ। অনুশীলন আর ম্যাচে খেলার মধ্যে আকাশপাতাল তফাত। ধোনি দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলছে না। ফলে মাহির পক্ষে বিশ্বকাপ খেলার পথটা একেবারেই মসৃণ নয়।'

 আইপিএল বাতিল হলে, ২২ গজে ধোনিকে ফের কবে দেখা যেতে পারে

আইপিএল বাতিল হলে, ২২ গজে ধোনিকে ফের কবে দেখা যেতে পারে

এবছর ২০২০ আইপিএল বাতিল হলে, ধোনিকে ২২ গজে দেখার জন্য অপেক্ষা আরও বাড়বে। ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ম্যাচ দিয়ে ধোনির ২২ গজে ক্রিকেটে ফেরার কথা ছিল। করোনা ধাক্কায় আইপিএল এখন অবশ্য অনির্দিষ্টকালের জন্যে স্থগিত। শেষ পর্যন্ত টুর্নামেন্ট বাতিল হলে ফের ২০২১ সালের আইপিএলে ধোনিকে খেলতে দেখা যেতে পার। মাঝে আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির আর জাতীয় দলে ফেরার সুযোগ কম।

English summary
Mohammed Azharuddin opens up on MS Dhoni's chance of playing t20 cricket world cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X