For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি প্রকাশিত, তালিকা থেকে বাদ মহেন্দ্র সিং ধোনি

বোর্ডের বার্ষিক চুক্তিতে বাদ পড়লেন ধোনি, মাহির ক্রিকেট ভবিষ্যত নিয়ে আরও বড় প্রশ্ন

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার ২০১৯-২০২০ ক্রিকেট মরসুমের জন্য ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বার্ষিক চুক্তি প্রকাশ করল বিসিসিআই। অক্টোবর ২০১৯ থেকে ২০২০ সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদকালে ভারতীয় সিনিয়র টিমের সেই বার্ষিক চুক্তিতে ধোনির নামের কোনও উল্লেখ নেই।

বোর্ডের বার্ষিক চুক্তিতে বাদ পড়লেন ধোনি, মাহির ক্রিকেট ভবিষ্যত নিয়ে আরও বড় প্রশ্ন

বোর্ড ভারতীয় ক্রিকেটারদের নিয়ে যে চুক্তি তালিকা প্রকাশ করেছে, তাতে এ প্লাস ( A+) গ্রেডে তিন ক্রিকেটার রয়েছে। অধিনায়ক বিরাট কোহলি, সীমিত ওভারের সহঅধিনায়ক রোহিত শর্মা ও তৃতীয় নাম হিসেবে এই তালিকায় জসপ্রীত বুমরাহ রয়েছেন।

বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি প্রকাশিত, তালিকা থেকে বাদ মহেন্দ্র সিং ধোনি

বোর্ডের পক্ষ থেকে এ প্লাস গ্রেডের ক্রিকেটাররা বছরে ৭ কোটি টাকা পাবেন।

এরপর এ গ্রেডে ১১ ক্রিকেটার রয়েছেন।
১) রবিচন্দ্রন অশ্বিন
২) রবীন্দ্র জাদেজা
৩) ভুবনেশ্বর কুমার
৪) চেতেশ্বর পূজারা,
৫) অজিঙ্ক রাহানে
৬) লোকেশ রাহুল
৭) শিখর ধাওয়ান
৮) মহম্মদ শামি
৯) ইশান্ত শর্মা
১০)কুলদীপ যাদব
১১) ঋষভ পন্থ

বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি প্রকাশিত, তালিকা থেকে বাদ মহেন্দ্র সিং ধোনি

এই গ্রেডের ক্রিকেটাররা বছরে ৫ কোটি টাকা পাবেন। অতীতে ধোনি এই তালিকায় ছিলেন। টেস্ট থেকে অবসর নেওয়ার পর ধোনি দুই ফর্ম্যাটে খেলেছেন। মেন ইন ব্লু-র হয়ে সীমিত ওভারে ধোনি টি-টোয়েন্টি ও ওডিআই ক্রিকেট খেলেন তিনি। যদিও ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের পর থেকে মাহিকে আর ২২ গজে প্রত্যাবর্তন করতে দেখা যায়নি।

বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি প্রকাশিত, তালিকা থেকে বাদ মহেন্দ্র সিং ধোনি

এরপর বি গ্রেডে পাঁচ ক্রিকেটার রয়েছেন। সেই তালিকায় ঋদ্ধিমান সাহা, উমেশ যাদব, যুজবেন্দ্র চাহাল, হার্দিক পান্ডিয়া ও মায়াঙ্ক আগারওয়াল রয়েছেন। এই ক্রিকেটাররা বছরে ৩ কোটি টাকা পাবেন।

শেষ সি ক্যাটাগরিতে এরপর ৮ জন ক্রিকেটার রয়েছে।

কেদার যাদব, নভদীপ সাইনি, দীপক চাহার, মনীশ পান্ডে, হনুমা বিহারী, শার্দুল ঠাকুর, শ্রেয়স আইয়ার, ওয়াশিংটন সুন্দর। সি গ্রেডের এই ক্রিকেটাররা বোর্ডের পক্ষ থেকে বছরে ১ কোটি টাকা করে পাবেন।

ধোনি ছাড়া দীনেশ কার্তিক, খলিল আহমেদ ও অম্বতি রাইডু বোর্ডের জাতীয় চুক্তি থেকে জায়গা হারিয়েছেন।

English summary
MS Dhoni left out in BCCI's new Annual Player Contracts,big question on msd's future
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X