For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চেন্নাইয়ে ঘরের মাঠের পিচেই আর খেলতে চাইছেন না ধোনি

কলকাতা নাইট রাইডার্সকে সাত উইকেটে হারিয়েও, ঘরের মাঠ চিপকের পিচ নিয়ে ফের অসন্তোষ প্রকাশ করেছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা নাইট রাইডার্সকে সাত উইকেটে হারিয়েও, ঘরের মাঠ চিপকের পিচ নিয়ে ফের অসন্তোষ প্রকাশ করেছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এরকম পিচে পরবর্তী ম্যাচগুলিতে তিনি ও তাঁর দল খেলতে রাজি হবেন না বলেও সাফ জানিয়েছেন মিস্টার কুল। কোনো রাখঢাক না রেখেই ধোনি বলেছেন, চিপকের পিচ মোটেই টি-টোয়েন্টির জন্য উপযুক্ত নয়।

চেন্নাইয়ে ঘরের মাঠের পিচেই আর খেলতে চাইছেন না ধোনি

পুরোপুরি বোলিং সহায়ক চিপকের উইকেটে, চেন্নাইয়ের মিডিয়াম ফাস্ট দীপক ছাহারের তিন, টার্বুনেটর হরভজন সিং ও স্পিনার ইমরান তাহিরের নেওয়া মোট চার উইকেটের দাপটে, মঙ্গলবার ১০৮ রানে ভেঙে পড়ে প্রথমে ব্যাট করতে নামা কেকেআরের ইনিংস। একমাত্র আন্দ্রে রাসেলই যা প্রতিরোধ গড়েন। পাঁচটি চার ও তিনটি ছয় সহযোগে করেন ম্যাচের সর্বোচ্চ, ৪৪ বলে ৫০ রান।

জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংসও, শুরুতে শেন ওয়াটসন ও সুরেশ রায়নার উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। তবে ফাফ ডুপ্লেসির ৪৫ বলে ৪৩ ও আম্বাতি রায়ডুর ৩১ বলে ২১ রানের সাবধানী ইনিংস, ধোনিদের জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। আইপিএলের চলতি মরশুমে ঘরের মাঠে হওয়া চারটি ম্যাচের সবকটিতেই জিতেছে চেন্নাই। তবু চিপকের পিচের আন-ইভেন বাউন্স ও ঘূর্ণী চরিত্র নিয়ে আরো একবার কর্তপক্ষকে নালিশ জানিয়েছেন ক্যাপ্টেন কুল। উল্লেখ্য, চলতি আইপিএলে চিপকের পিচের চরিত্র নিয়ে আগেও সরব হয়েছিলেন ধোনি।

English summary
MS Dhoni slams Chennai pitch again, Don't want to play on this
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X