For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধোনির অভিনব শাস্তিতে বদলে যায় টিম ইন্ডিয়া, জানালেন আপটন

স্বভাব শান্ত মহেন্দ্র সিং ধোনি আদতে কিন্তু ভীষণই কড়া। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক কাজ নিয়ে নিজে যতটা খুঁতখুঁতে থাকতেন, সতীর্থদের কাছ থেকে ঠিক ততটাই নিয়মনিষ্ঠা ও একাগ্রতা দাবি করতেন।

  • |
Google Oneindia Bengali News

স্বভাব শান্ত মহেন্দ্র সিং ধোনি আদতে কিন্তু ভীষণই কড়া। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক কাজ নিয়ে নিজে যতটা খুঁতখুঁতে থাকতেন, সতীর্থদের কাছ থেকে ঠিক ততটাই নিয়মনিষ্ঠা ও একাগ্রতা দাবি করতেন। আর তা না হলেই হত মুশকিল। দলের শৃঙ্খলা ভঙ্গ করা সহ-খেলোয়াড়দের কড়া কিন্তু মজাদার শাস্তি দিতেও পিছপা হতেন না ক্যাপ্টেন কুল। দশ হাজারি শাস্তি তার মধ্যে অভিনবতম।

ধোনির অভিনব শাস্তিতে বদলে যায় টিম ইন্ডিয়া, জানালেন আপটন

দশ হাজারি অর্থাৎ ১০ হাজার টাকা জরিমানা। তাও একজনের ভুলে প্রত্যেকের। ভারতীয় ক্রিকেট দলে দীর্ঘ সময় ধরে মেন্টাল কন্ডিশনিং কোচ থাকা প্যাডি আপটন তাঁর বই 'দ্য বেয়ার ফুট কোচ'-এ মাহির সেই অভিনব শাস্তির কথা লিখেছেন। জানিয়েছেন, যখন টিম ইন্ডিয়া তাঁর চাকরি পাকা হয়, তখন অনিল কুম্বলে ছিলেন টেস্ট ও মহেন্দ্র সিং ধোনি ছিলেন সীমিত ওভারের অধিনায়ক। শৃঙ্খলার বিষয়টি মাথায় রেখে আপটন দলের খেলোয়াড়দের টিম মিটিং ও অনুশীলনে সঠিক সময়ে হাজির হওয়ার আবেদনও জানিয়েছিলেন। তাতে সম্মত হয়েছিলেন প্রত্যেকে। তাও কোনো খেলোয়াড় শৃঙ্খলা ভাঙলে, তাঁর সঙ্গে কী করা যায়, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের ভার টিম ইন্ডিয়ার দুই অধিনায়কের উপর ছেড়ে দেওয়া হয়।

যে ক্রিকেটার অনুশীলন ও টিম মিটিংয়ে দেরিতে আসবে শুধু তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করার প্রস্তাব দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের তৎকালীন টেস্ট ক্যাপ্টেন অনিল কুম্বলে। সেই প্রস্তাব সীমিত ওভারের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সামনে রাখা হলে, তিনি তাতে একটি অভিনব মোচর দেন। জানান, যিনি দেরি করবেন শুধু তাঁকে নয়, দলের বাকি সদস্যদেরও ১০ হাজার টাকা জরিমানা করা হবে। আদতে দলের মধ্যে ঐক্য ও নিয়মানুবর্তিতা বজায় রাখতেই ক্যাপ্টেন কুল এই প্রস্তাব দিয়েছিলেন এবং প্রত্যেকে তা মেনেও নিয়েছিলেন বলেও 'দ্য বেয়ার ফুট কোচ' বইতে লিখেছেন প্যাডি আপটন।

English summary
MS Dhoni suggested unique punishment, no Indian player was late ever again
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X