For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যাটিং ব্যর্থতার পরও ম্য়াচ গড়াল শেষ বলে! টান টান উত্তেজনার মধ্যেই হয়ে গেল সিরিজেরও ফয়সালা

অকল্যান্ডের দ্বিতীয় টি২০আই-তে ভারত মহিলা দলের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে একেবারে শেষ বলে জিতে সিরিজ জিতল নিউজিল্যান্ড মহিলা দল।

Google Oneindia Bengali News

ওয়েলিংটনের পর অকল্যান্ডে দ্বিতীয় টি২আই ম্যাচেও ফের একবার ব্যাটিং ব্যর্থতা ডোবালো ভারত মহিলা দলকে। জেমাইমা রড্রিগেজ (৫৩ বলে ৭২) ও স্মৃতি মান্ধানা (২৭ বলে ৩৬)-ই ছাড়া কেউ দুই অঙ্কের রানই করতে পারেননি। কিন্তু তারপরেও ভারতীয় বোলারদের দাপটে ১৩৬ রানের সহজ লক্ষ্যে পৌঁছতে, একেবারে শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হল কিউইদের। ভারত পরাজিত হল ৪ উইকেটে।

ব্যাটিং ব্যর্থতার পরও ম্য়াচ গড়াল শেষ বলে

এদিন নিউজিল্যান্ড ইনিংসের শুরুতে সোফিয়া ডিভাইন (১৯) ও কেইটলিন গারে (৪)-কে ফিরিয়ে দিয়ে ৪০ রানেই কিউইদের ২ উইকেট ফেলে দিয়েছিলেন রাধা যাদব। কিন্তু এরপরই প্রাক্তন ও বর্তমান কিউই অধিনায়িকা সুজি বেটস (৫২ বলে ৬২) ও অ্যামি স্যাটারওয়েট (২৩) নিজেদের মধ্যে ৬১ রানের জুটি গড়ে ১৫ ওভারের আগেই কিউইদের রান ১০০ পার করিয়ে দিয়েছিলেন।

এই সময় নিউজিল্যান্ড সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যাবে এমনটাই মনে হয়েছিল। কিন্তু এই সময়ই পুনম যাদব স্যাটারওয়েটকে ফিরিয়ে দেন। শেষ পর্যন্ত ভারত জিততে পারলে এটাই খেলার টার্নিং পয়েন্ট হয়ে থাকত। এরপর ১৮তম ওভারে বেটসকে ফিরিয়ে দেন অরুন্ধতি রেড্ডি। এক বল পরই সুন্য রানে অ্যানা পিটারসনের উিকেচটও নেন তিনি।

শেষ দুই ওভরে কিউইদের দরকার ছিল ১৪ রান। ১৯ তম ওভারে দুর্দান্ত বল করেন দীপ্তি শর্মা। মাত্র ৪ রান দেন সেই ওভারে। বস্তুত এদিন ব্য়াটে রান না পেলেও ভারতের এই অলরাউন্ডার বল হাতে দারুণ ফর্মে ছিলেন। উউইকেট না পেলেও নিজের ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়েছেন তিনি।

এদিন ভারত অনুজা পাতিলকে বসিয়ে মানসী জোশিকে খেলায়। শেষ ওভারে তাঁর হাতেই বল তুলে দিয়েছিলেন হরমনপ্রিত। ৯ রান করতে চাই, এই অবস্থায় তাঁর প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়েছিলেন কেটি মার্টিন। কিন্তু পরের বলেই তাঁকে বোল্ড করেন মানসী। কিন্তু কেটির বদলে ক্রিজে আসা হ্যানা রোয়ে ঠান্ডা মাথায় তার পরের বলে দৌড়ে ২ রান, ও পরের ৩টি বলে ১ রান করে নিয়ে কিউইদের জয়ে পৌঁছে দেন।

তবে ভারতীয় বোলারদের এই লড়াই মর্যাদা পেতে পারত ব্যাটসওম্যানরা ব্যর্থ না হলে। ওয়েলিংটনের আগের ম্যাচের মতো অবশ্য এই ম্যাচেও শুরুটা ভালইহয়েছিল ভারতীয় ব্যাটিং-এর। শুরুতেই অবশ্য সোফিয়া ডিভাইনের বলে আউট হয়ে গিয়েছিলেন দ্বিতীয় ম্য়াচ খেলতে নামা প্রিয়া পুনিয়া (৪)।

এখান থেকে কিন্তু দারুণ কর্তৃত্ব নিয়ে ব্য়াট করেন স্মৃতি মান্ধানা ও জেমাইমা রড্রিগেজ। নিজেদের মধ্যে ৬৩ রানের জুটি গড়ে ১০ ওভারের আগেই তাঁরা ভারতকে ৭১ রানে পৌঁছে দিয়েছিলেন। ৩টি চার ও ১টি ছয় মেরে স্মৃতি ২৭ বলে ৩৬ রান করে রোজমেরির বলে আউট হন।

অপরদিকে কিন্তু ধঅবংসাত্ম ব্য়াটিং চালিয়ে যান জেমাইমা। এদিন মাঠে দেখা গেল দুই অষ্টাদশীর প্রতিদ্বন্দ্বিতা। ভারতের জেমাইমা বনাম নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের। ১৯তম ওভারে কেরকে পর পর ৩টি বাউন্ডারি মারেন জেমাইমা। কিন্তু তার পরের বলেই অবশ্য আউটও হন।

জেমাইমা একদিকে তাঁর কাজে অবিচল থাকলেও অপর প্রান্তে হরমনপ্রিত (৫ বলে ৫), হেমলতা (৫ বলে ২), দীপ্তি শর্মা (৮ বলে ৬) - মিডল অর্ডারের কেউ রান পাননি। হেমলতা অবশ্য রান নিতে গিয়ে ঝাঁপ দিয়ে ক্রিজে ঢুকতে গিয়ে কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য় হন। যার ফলে ফের একবার উঠছে অভিজ্ঞ মিতালী রাজের অভাবের কথা। এদিনও তাঁকে খেলায়নি ভারত।

এই হারের ফলে ৩ ম্যাচের সিরিজে ২-০ ফলে এগিয়ে গেল কিউইরা। ফলে সিরিজ জয় আর সম্ভব নয় ভারতের। শেষ ম্য়াচে সম্মান রক্ষাটাই লক্ষ্য হরমনপ্রিত বাহিনীর।

English summary
New Zealand Women have sealed the series with a thrilling last-ball finish against India Women in 2nd T20I in Auckland.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X