For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উদ্বোধনী ম্যাচেই পুড়েছে মুখ, আইপিএল পিচ নিয়ে বড় সিদ্ধান্ত, ৩ কেন্দ্রে থাকল না বোর্ডের নিয়ন্ত্রণ

আইপিএল ম্য়াচের জন্য সংশ্লিষ্ট স্থানগুলিতে পিচ প্রস্তুতির তত্ত্বাবধানের প্যানেল থেকে কিউরেটরদের প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

Google Oneindia Bengali News

আইপিএল ম্য়াচের আগে প্রতিটি কেন্দ্রেই বিসিসিআই-এর একটি প্যানেল যায় প্রস্তুতি দেখাশোনার জন্য। এতদিন সেখানে এরজন করে পিচ কিউরেটরও থাকতেন। কিন্তু এখন থেকে প্যানেলে আর পিচ কিউরেটর না রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। চিপকে আইপিএল-এর উদ্বোধনী ম্য়াচে কম রান ওঠার পর বোর্ডের পিচ কিউরেটরের দিকে আঙুল ওঠায় এই সিদ্ধান্ত।

উদ্বোধনী ম্যাচেই পুড়েছে মুখ, আইপিএল পিচ নিয়ে বড় সিদ্ধান্ত

বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে আইপিএল-এর পিচ প্রস্তুতির দায়িুত্ব থাকবে স্থানীয় পিচ কিউরেটরদের উপরই। পাঁচটি আইপিএল কেন্দ্রে বোর্ড নিযুক্ত স্থানীয় পিচ কিউরেটরদের থাকলেও দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ে বিসিসিআই-এর নিয়োগ করা কোনও স্থানীয় পিচ কিউরেটরদের না থাকায় আইপিএল-এ এই কেন্দ্রগুলির পিচের উপর বিসিসিআই-এর আর কোনও নিয়ন্ত্রণ রইল না।

চিপকে আরসিবি প্রথমে ব্য়াট করে মাত্র ৭০ রানে অলআউট হযে যায়। সিএসকে-ও রান তাড়া করতে গিয়ে সমস্যায় পড়েছিল। দুই দলই পিচ নিয়ে ক্ষোভ প্রকাশ করে। আগেই বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি অভিযোগ করে বোর্ডের পিচ কিউরেটর, স্থানীয় পিচ কিউরেটরদের উপর খবরদারি করায় সমস্য়ায় পড়তে হচ্ছে। চিপকে মুখ পোড়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হল।

জানা গিয়েছে, কম রানের ম্য়াচে একদিকে যেমন দর্শকরা ক্ষুব্ধ, তেমনই টিভি সম্প্রচারকারীরাও অসন্তোষ প্রকাশ করেছেন। আইপিএল-এর গাইডলাইন অনুযায়ী স্থানীয় পিচ প্রস্তুতকারীদের হাতেই সংশ্লিষ্ট কেন্দ্রের পিচ তৈরির দায়িত্ব থাকবে। খেলার ৪দিন আগে থেকে পিচে অনুশীলন করা যাবে না। বেশ ক.য়েকটি ফ্র্যাঞ্চাইজি এই গাইডলাইন অবজ্ঞা করায় ৫ বছর আগে বোর্ডের তরফে প্রস্তুতির তত্ত্বাবধানের জন্য এই প্যানেল তৈরি করা হয়।

English summary
BCCI has decided to withdraw curators from its panel who fly in to oversee pitch preparations for IPL games at respective venues. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X