For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাঁ-হাতি শাহিনের চার উইকেট, আফগানিস্তানের বিরুদ্ধে সহজ টার্গেট পাকিস্তানের

দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত বোলিংয়ের ছন্দ ধরে রাখল পাকিস্তান। আফগানিস্তানকে নির্ধারিত পঞ্চাশ ওভারে ২২৭ রানে বেঁধে রাখল শাহিন-ওয়াহাবরা

  • |
Google Oneindia Bengali News

দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত বোলিংয়ের ছন্দ ধরে রাখল পাকিস্তান। লিগ পর্বে নিজেদের অষ্টম ম্যাচে আফগানিস্তানকে নির্ধারিত পঞ্চাশ ওভারে ২২৭ রানে বেঁধে রাখল শাহিন-ওয়াহাবরা।

তিন বাঁ-হাতির কামাল, আফগানিস্তানের বিরুদ্ধে সহজ টার্গেট পাকিস্তানের

বিশ্বকাপের প্রস্তুতিতে এই আফগানদের কাছেই হারতে হয়েছিল। গ্রুপ পর্বে অবশ্য আফগান ব্যাটিংকে বড় ইনিংস হাঁকানোর সুযোগ দিল না পাকিস্তান। অভিজ্ঞ আমিরের আঁটোসাঁটো বোলিং, ওয়াহাবের নিঁখুত ইয়ার্কারের(২ উইকেট তুলে নেন) সামনে আফগান ব্যাটিং এদিন মাথা নোয়ায়।

দলের দুই অভিজ্ঞ বাঁ-হাতির পাশাপাশি তরুণ শাহিন আফ্রিদি(বাঁ-হাতি) এদিন চার উইকেটে তুলে নিয়ে আফগান ব্যাটিংয়ে জোর ধাক্কা দেন। অল্পের জন্য অবশ্য শাহিন হ্যাটট্রিকের সুযোগ হারালেন।

এই নিয়ে চলতি বিশ্বকাপে টানা দুই ম্যাচে তিন বা তার বেশি উইকেট নিতে সক্ষম শাহিন। এর আগে গত ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন উইকেট পান শাহিন। তিন বাঁ-হাতির নজর কাড়া বোলিংয়ের সুবাদে আফগানদের আড়াইশো রানের গণ্ডির মধ্যেই আটকে সফল সরফরাজরা। তিন পেসার ছাড়া স্পিনার ইমাদ ওয়াসিম ২টি উইকেট পেয়েছেন।

টস জিতে এদিন ব্যাটিং নিয়ে শুরুটা অবশ্য খারাপ করেনি আফগানিস্তান। গুলবাদিন ১৫ রান করে শাহিনের প্রথম শিকার হয়ে সাজঘরে ফিরলেও অপর ওপেনার রহমত শাহ ৩৫ রানের দুরন্ত ইনিংস খেলে লড়াই করেন। তিনি ফিরলে অবশ্য মিডল অর্ডারে নবি-ইকরাম আলিরা হাল ধরতে ব্যর্থ।

প্রাক্তন অধিনায়ক আসগার আফগানের ৪২ রানের ইনিংস ও শেষদিকে নাজিবুল্লাহ জাদরানের ৪২ রানের দামি ইনিংসে ভর করে দুশোর রানের গণ্ডি পার করে আফগানিস্তান। ম্যাচ জিততে পাকিস্তানের প্রয়োজন ২২৮ রান।

English summary
Pakistan need 228 runs to win against Afghanistan in CWC2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X