For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১০ বছর ধরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সঙ্গে যুক্ত এই ভারতীয় অ্যানালিস্টকে চেনেন কি?

১০ বছর ধরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সঙ্গে যুক্ত এই ভারতীয় অ্যানালিস্টকে চেনেন কি?

  • |
Google Oneindia Bengali News

২০১০ সালে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের পারফরম্যান্স অ্যানালিস্ট পদে নিযুক্ত হয়েছিলেন ভারতের প্রসন্ন রমন। চেন্নাইয়ের এই টেকনিক্যাল বিশেষজ্ঞের উঠে আসার কাহিনি শুনলে চমকে যেতে হয়। ভিনদেশী হয়েও কীভাবে তিনি দক্ষিণ ক্রিকেট দলের আস্থাভাজন হয়ে উঠলেন, তা এক নজরে দেখে নেওয়া যাক।

আইপিএল থেকে শুরু

আইপিএল থেকে শুরু

২০০৮ সালে আইপিএলের প্রথম সংস্করণেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে যুক্ত হয়েছিলেন চেন্নাইয়ের প্রসন্ন রমন। ২০০৯ সালে আরসিবি-এর কোচ হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার রে জেনিংস। সেই দলে মার্ক বাউচার, জ্যাক কালিস, ডেল স্টেইনের মতো প্রোটিয়া কিংবদন্তিরাও ছিলেন। তাঁরা তিন বছর ধরে প্রসন্নের কাজ দেখছিলেন। ২০১০ সালে চ্যাম্পিয়ন্স লিগ খেলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এরপর আরসিবি-এর কোচ রে জেনিংসই তাঁর নাম দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের ততকালীন প্রশিক্ষক কোরি ভ্যান জিলের কাছে পাঠিয়েছিলেন বলে জানিয়েছেন প্রসন্ন রমন।

দেখা করতে এসেছিলেন প্রোটিয়া প্রশিক্ষক

দেখা করতে এসেছিলেন প্রোটিয়া প্রশিক্ষক

আরসিবি কোচ রে জেনিংসের কাছে প্রশংসা শুনে প্রসন্ন রমনের কাজ দেখতে ভারতে চলে এসেছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রশিক্ষক কোরি ভ্যান জিল। তিনিও প্রসন্নের কাজ দেখে সন্তুষ্ট হয়েছিলেন। ২০১০ সালে তাঁকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের ইনটার্ম পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে নিযুক্ত করা হয়েছিল।

প্রসন্নে মুগ্ধ কার্স্টেনও

প্রসন্নে মুগ্ধ কার্স্টেনও

প্রসন্ন রমনের কথায়, দক্ষিণ আফ্রিকা দলের কোচ হওয়ার পর কিংবদন্তি গ্যারি কার্স্টেনও তাঁর কাজে মুগ্ধ হয়েছিলেন। সেই সময়ই তাঁর সঙ্গে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছিল। ২০১৪ সালে কার্স্টেন তাঁকে আইপিএলের প্রাক্তন দল দিল্লি ডেয়ারডেভিলসে নিয়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন প্রসন্ন রমন।

কীভাবে এই সফলতা

কীভাবে এই সফলতা

প্রসন্ন রমনের মতে, ক্রিকেট কোচ কিংবা দলের সাপোর্ট স্টাফের অনুসন্ধান করা খুব একটা কঠিন কাজ নয়। কিন্ত পারফরম্যান্স অ্যানালিস্ট খুঁজে বের করা সহজ নয় বলেও মনে করেন প্রসন্ন। তাঁর কথায়, ক্রিকেটারদের সঙ্গে প্রযুক্তির সংযোগ ঘটানোর যে কাজটি তিনি করেন, তা কঠিন। তাতে তিনি একশো শতাংশ দেওয়ার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন চেন্নাইয়ের এই টেকনিক্যাল বিশেষজ্ঞ।

চিনা স্পনসরের সঙ্গে এখনই সম্পর্ক বিচ্ছিন্ন নয়, বুঝিয়ে দিল বিসিসিআইচিনা স্পনসরের সঙ্গে এখনই সম্পর্ক বিচ্ছিন্ন নয়, বুঝিয়ে দিল বিসিসিআই

English summary
Prasanna Raman serving South African cricket team for 10 years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X