For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা যেন আশীর্বাদ! মুক্তি পেয়ে গেলেন ক্রিকেট মাঠের মোস্ট ওয়ান্টেড!

করোনা যেন আশীর্বাদ! মুক্তি পেয়ে গেলেন ক্রিকেট মাঠের মোস্ট ওয়ান্টেড!

  • |
Google Oneindia Bengali News

করোনা লকডাউনের জের। জামিন পেয়ে গেলেন ২০ বছর আগে ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেট বুকি সঞ্জীব চাওলা। বিশ্বজুড়ে এখন করোনা ভাইরাসের সংক্রমণে সংকটজনক অবস্থা। দেশে দেশে এখন লকডাউন চলছে। কোথায়ও পরিস্থিতি উন্নতিতে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে লকডাউন শিথিল করার ভাবনা রয়েছে। ভারতে অবশ্য ১৭ মে পর্যন্ত লকডাউন চলবে। করোনাভাইরাসে দেশে এখন জেরবার অবস্থা।আর সেই সুযোগে জামিন পেয়ে গেলেন ক্রিকেট মাঠের মোস্ট ওয়ান্টেড বুকি সঞ্জীব।

কে এই সঞ্জীব চাওলা

কে এই সঞ্জীব চাওলা

২০ বছর আগে ফিক্সিংয়ে অভিযুক্ত ছিলেন বুকি সঞ্জীব চাওলা।২০০০ সালের ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে চাওলার নাম জড়িয়েছিল। তৎকালীন প্রোটিয়া অধিনায়ক হ্যান্সি ক্রনিয়ের এক স্বীকারোক্তি সেই সময় ক্রিকেটে আলোড়ন ফেলে দেয়। সেই সময়ের প্রোটিয়া অধিনায়ক বুকিদের পাল্লায় পড়ে ম্যাচ ফিক্স করেছিলেন বলে জানান। পরে বিমান দুর্ঘটনায় হ্যান্সি ক্রনিয়ে প্রয়াত হন। এই সঞ্জীব চাওলাই বুকিদের সঙ্গে ক্রোনিয়ের যোগাযোগ করিয়ে দিয়েছিলেন।

ব্রিটেন থেকে ভারতে সঞ্জীব

ব্রিটেন থেকে ভারতে সঞ্জীব

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ক্রিকেট মাঠের মোস্ট ওয়ান্টেড বুকি সঞ্জীবকে ব্রিটেন থেকে ভারতে নিয়ে আসা হয়। ভারতে আসার পর এই জুয়াড়ি বারবার জামি্নের জন্য আবেদন করেন। এই মুহুর্তে ভারতে কুখ্যাত এই বুকির বিচার চলছিল।

করোনাভাইরাস তার জন্য যেন আশীর্বাদ!

করোনাভাইরাস তার জন্য যেন আশীর্বাদ!

সেই বিচারে এবার বাধ সাধল করোনা। দীর্ঘদিন ধরে জামিনের জন্য আবেদন করলেও জামিন মঞ্জুর হচ্ছিল না। কিন্তু এবার করোনাভাইরাস যেন বুকি সঞ্জীব চাওলা জন্য আশীর্বাদ হয়ে এল।

করোনা পরিস্থিতিকে ঢাল করে জামিন

করোনা পরিস্থিতিকে ঢাল করে জামিন

বুকি সঞ্জীবকে ভারতে আনার মাস তিনেকের মধ্যেই তিনি এবার জামিন পেয়ে গেলেন। দেশ ছাড়তে পারবেন না, এই শর্তে এই বুকিকে জামিন দেওয়া হয়েছে। দেশজুড়ে করোনা আতঙ্ক চলছে। এই পরিস্থিতিকে ঢাল হিসেবে ব্যবহার করে দিল্লি আদালতে শর্ত সাপেক্ষে সঞ্জীব জামিন পেয়েছেন। বেল পাওয়ার সিদ্ধান্তকে দিল্লি পুলিশ চ্যালেঞ্জ জানাতে চলেছে।

২০২০তে, কুড়ি-বিশের ক্রিকেটে ২০০ হাতছাড়ার কথা কেন বললেন রোহিত শর্মা! ২০২০তে, কুড়ি-বিশের ক্রিকেটে ২০০ হাতছাড়ার কথা কেন বললেন রোহিত শর্মা!

English summary
Delhi court grants bail to bookie Sanjeev Chawla who involved in cricket’s biggest match-fixing scandals
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X