অ্য়াডিলেড টেস্টে খেলতে পারছেন না পৃথ্বী শ। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ-এর বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে চোট পেয়ে আপাতত প্রথম একাদশের বাইরে মুম্বই-এর এই ব্যাটসম্যান। ফলে অ্য়াডিলেড টেস্টে ভারতীয় ক্রিকেটের নয়া সেনসেশন পৃথ্বী-র ব্যাটিং দেখতে পাবেন না ক্রিকেটপ্রেমীরা।
এদিন প্রস্তুতি ম্য়াচে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পৃথ্বী ডিপ মিড উইকেটে বাউন্ডারির কাছে ফিল্ডিং করছিলেন। প্রতিপক্ষের ব্যাটসম্যান ম্যাক্স ব্রিয়ান্ট-এর ক্যাচ একদম বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ধরেন তিনি। ক্যাচ ধরার সময় প্রায় বাউন্ডারি লাইন ঘেঁষে পা ছিল পৃথ্বীর। ক্যাচ ধরার পর ব্য়ালান্স রাখতে পারেননি পৃথ্বী এবং সেইসঙ্গে তাঁর পা বাউন্ডারির চারপাশে ফেলে রাখা দড়িতে আটকে যায়। এতে বা-পায়ের গোড়ালি মচকে যায়।
UPDATE: Prithvi Shaw ruled out of first Test against Australia in Adelaide. Full details here ---> https://t.co/bKZRSodVyR pic.twitter.com/gqFWUJKxNf
— BCCI (@BCCI) November 30, 2018
মাঠে ছিটকে পড়ে ঠিক করে উঠেও দাঁড়াতে পারছিলেন না পৃথ্বী। কোনওমতে তাঁকে দাঁড় করানো হয়। ভারতীয় টিম ম্যানেজমেন্টের দুই সদস্য-এর কাঁধে ভর দিয়ে খোঁড়াতে-খোঁড়াতে মাঠের বাইরে চলে যান। সঙ্গে সঙ্গে পৃথ্বীকে হাসপাতালে পাঠানো হয়।
প্রাথমিক মেডিক্যাল রিপোর্ট-এ জানানো হয়েছে পথ্বীর গোড়ালিতে ল্যাটারাল লিগামেন্টে চোট লেগেছে। স্ক্য়ান করে তাঁর লিগামেন্টে চোট পাওয়া গিয়েছে। বিসিসিআই-এর দায়িত্বপ্রাপ্ত সাম্মানিক সচিব অমিতাভ চৌধুরীও পথ্বী-র চোটের বিষয়টি নিশ্চিত করেছেন। চোটের কারণে পৃথ্বী যে অ্য়াডিলেড টেস্ট খেলতে পারছেন না তাও জানিয়েছেন অমিতাভ। এমনকী, দ্রুত দলে ফিরতে পৃথ্বী-কে যে আপাতত রিহ্যাবে থাকতে হবে সে কথাও জানিয়েছেন তিনি।
Update: The medical team is assessing Prithvi Shaw at the moment. He hurt his left ankle while attempting to take a catch at the boundary ropes. Shaw is being taken to the hospital for scans #TeamIndia pic.twitter.com/PVyCHBO98e
— BCCI (@BCCI) November 30, 2018
পৃথ্বীর চোটের ফলে অ্যাডিলেড টেস্টে প্রথম একাদশে মুরলি বিজয়ের দরজা খুলে গেল বলেই মনে করা হচ্ছে। তবে কে এল রাহুল-এর নামও আলোচনায় শোনা যাচ্ছে। সম্প্রতি ভারতের অন্যতম সফল টেস্ট ওপেনার হিসাবে মুরলি বিজয় নাম করেছেন। কিন্তু ইংল্যান্ড সিরিজের ব্যর্থতা তাঁকে দল থেকে ছিটকে দিয়েছিল। এতে প্রবলই ক্ষুব্ধ হয়েছিলেন বিজয়। অস্ট্রেলিয়া সফরে তাঁকে দলের সঙ্গে নিয়ে আসা হয়েছে। অস্ট্রেলিয়ায় বিজয়ের ভাল ব্যাটিং রেকর্ড আছে। এখানে ১টি শতরান এবং চারটি অর্ধশতরান-সহ মোট ৪৮২ রান করেছেন বিজয়।
Young @PrithviShaw already managing to grab eyeballs here in Australia. Fans throng at The SCG for a selfie and autograph from the rising Star of #TeamIndia 🌟😎👌🏻🤙🏻 pic.twitter.com/EvYwGgEMTU
— BCCI (@BCCI) November 29, 2018
পৃথ্বী-র চোট কতটা গুরুতর তা এখনও জানা যায়নি। ভারতীয় টিম ম্যানেজমেন্ট বিস্তারিত মেডিক্যাল রিপোর্টের জন্য অপেক্ষা করছে। বিশিষ্ট অর্থপেডিক নিউরো-শল্য চিকিৎসক নঈম ওস্তাগর-এর মতে, ল্যাটারাল লিগামেন্ট ইনজুরি মানে চোট বাইরের দিকে রয়েছে। গোড়ালিতে পায়ের দুটো গিঁটা থাকে তার আশপাশে এই চোট। স্ক্য়ান রিপোর্ট না দেখে চোটের গুরুত্ব বলা যাবে না বলেই জানিয়েছেন তিনি। তবে, ল্যাটারাল লিগামেন্ট-এর চোটের কয়েকটি স্তর আছে যেমন- গ্রেড ১- এতে কিছুই করতে হয় না। সামান্য বিশ্রামে চোট সেরে যায়। গ্রেড ২- এতে দুই থেকে তিন দিন বিশ্রাম নিতে হয়। গ্রেড ৩- মানে চোট গুরুতর বলতেই হয়। এতটাই গুরুতর যে তা সেলাই থেকে অস্ত্রোপচার পর্যন্ত করতে হতে পারে এবং বহুদিন পর্যন্ত রিহ্যাবে থাকতে হতে পারে। যদিও, পৃথ্বী শ'-এর চোট-এর মাত্রা কেমন তা না দেখে বা মেডিক্যাল রিপোর্ট পর্যালোচনা না করে বলা সম্ভব নয় বলেই জানিয়েছেন অর্থপেডিক নিউরো শল্য-চিকিৎসক নঈম ওস্তাগর।
Brilliant start with the bat for Prithvi Shaw. Brings up his half century in 52 balls. Has looked positive through this innings. #TeamIndia 90/1. C Pujara 23* #CAXIvIND pic.twitter.com/xJkqOG2L1l
— BCCI (@BCCI) November 29, 2018
প্রায় মাস দুয়েক আগেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল পৃথ্বী শ-এর। আবির্ভাব টেস্টে শতরান করেন তিনি। অনেকে পৃথ্বী শ-এর মধ্যে সচিন তেণ্ডলকরের ছায়া খুঁজে পাচ্ছেন। এমনকী খোদ সচিন সার্টিফিকেট দিয়েছেন পৃথ্বী সম্পর্কে। প্রায় ২০ বছর বয়সে পা রাখতে চলা পৃথ্বী-কে তাই এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় সেনসেশন ক্রিকেটারের তকমা দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া ট্যুর পৃথ্বীর ক্রিকেট কেরিয়ারের অন্যতম বড় পরীক্ষা। প্রস্তুতি ম্য়াচে ৬৬ রানের একটি ঝকঝকে ইনিংসও খেলেছেন তিনি।