For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাইফেল হাতে রাজধানীতে আসছেন পাকিস্তানিরা! আপত্তি নেই, জানিয়ে দিল ভারত

পুলওয়ামার সন্ত্রাসবাদী হামলার পরেও, ভারত আসন্ন শ্যুটিং বিশ্বকাপে অংশগ্রহণের জন্য পাকিস্তানি খেলোয়াড়দের ভিসা দেবে।
 

  • |
Google Oneindia Bengali News

এই মাসের শেষেই নয়া দিল্লিতে বসছে শ্যুটিং বিশ্বকাপের আসর। অন্যান্য দেশের সঙ্গে পাকিস্তানও এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। পুলওয়ামার সন্ত্রাসবাদী হামলার পর তাদের ভারত আদৌ ভিসা দেবে কিনা তাই নিয়ে প্রশ্ন উঠেছিল। সোমবার (১৮ ফেব্রুয়ারি), ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া জানিয়ে দিল পাক শ্যুটারদের ভিসা পেতে অসুবিধা হবে না।

রাইফেল হাতে পাকিস্তানিদের আসাতে আপত্তি নেই ভারতের

অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রাজীব ভাটিয়া জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রক এই বিষয়ে অনুমোদন দিয়েছে। সেই অনুমোদন-পত্র ইসামাবাদের ভারতীয় হাইকমিশনেও পৌঁছে গিয়েছে। আশা করা হচ্ছে সোমবারই ভিসা পেয়ে যাবেন পাক শ্যুটাররা। রাজীব আরও জানান, পাক দলে থাকছেন ১ জন কোচ ও ২ জন রাইফেল শ্যুটার।

আগামী ২০ ফেব্রুয়ারি তাঁরা ভারতে পৌঁছাবেন। ভিসা হাতে পেলেই কোন বিমানে আসবেন, তা জানিয়ে দেবে পাক কর্তৃপক্ষ।

নয়া দিল্লিতে আগামী ২০ থেকে ২৮ তারিখ পর্যন্ত চলবে শ্য়ুটিং বিশ্বকাপ। এই প্রতিযোগিতা থেকে ১৬ জন প্রতিযোগীর ২০২০ টোকিও অলিম্পিক্সে অংশ নেওয়ার যোগ্যতা অর্জনের সুবিধা রয়েছে। তাই এই টুর্নামেন্ট বাড়তি গুরুত্ব পাচ্ছে।

English summary
Despite the Pulwama terror attack, India will grant the visa to the Pakistani players to participate in the forthcoming Shooting World Cup. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X