For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে প্রথম জয়ের খোঁজে আরসিবি, মরিয়া দিল্লিও

টানা পাঁচ ম্যাচে হার। অতি কাঙ্খিত প্রথম দুই পয়েন্টের মরিয়া খোঁজে, আইপিএলের পয়েন্ট তালিকার সর্বশেষ অর্থাৎ আটে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

  • |
Google Oneindia Bengali News

টানা পাঁচ ম্যাচে হার। অতি কাঙ্খিত প্রথম দুই পয়েন্টের মরিয়া খোঁজে, আইপিএলের পয়েন্ট তালিকার সর্বশেষ অর্থাৎ আটে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রবিবার ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলিরা মুখোমুখি হবেন, শেষ দুই ম্যাচ জয়ের মুখ না দেখা শ্রেয়াস আইয়ার, রিশভ পন্থের দিল্লি ক্যাপিটলসের। তাই ম্যাচটি দুই শিবিরের কাছেই অগ্নিপরীক্ষা বলা চলে।

আইপিএলে প্রথম জয়ের খোঁজে আরসিবি, মরিয়া দিল্লিও

বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্সের দুরন্ত পার্টনারশিপ, মার্কাস স্টইনিসের শেষ ওভারের ঝড়ো ব্যাটিংয়ে, গত ম্যাচে দুশোর গণ্ডি পেরোলেও, দমকা রাসেল ঝড়ে ঘরের মাঠে উড়ে যায় আরসিবি। কলকাতা নাইট রাইডার্সের কাছে পাঁচ উইকেটে হেরে, সমর্থকদের সামনে মাথা হেঁট হয় বিরাটদের। এই পরিস্থিতিতে, আইপিএলে ধারে-ভারে-প্রচারে অন্য দলের থেকে এগিয়ে থাকা আরসিবি, দিল্লির বিরুদ্ধে জিততে যে কতখানি মরিয়া, তা প্র্যাকটিসে খেলোয়াড়দের গা ঘামানোর ধরণ দেখেই বোঝা গেছে। নেটে অনেকক্ষণ ব্যাট করতে দেখা গেছে দলের তিন স্তম্ভ ক্যাপ্টেন বিরাট কোহলি, ব্রেন্ডন ম্যাকুলাম, এবি ডিভিলিয়ার্সকে।

এদিকে আরসিবি-দিল্লির হাই ভোল্টেজ ম্যাচকে ঘিরে রবিবাসরীয় সকালে, চিন্নাস্বামী স্টেডিয়ামে টিকিটের চাহিদা তুঙ্গে পৌঁছয়। প্রিয় দলের প্রথম জয়ের আশায় বুক বেঁধে, বিরাটদের প্র্যাকটিস দেখতেও সকালে মাঠে হাজির হন বহু ক্রিকেট প্রেমী। গত বেশ কয়েকটি আইপিএলে ধারাবাহিকভাবে পয়েন্ট টেবিলে নিচে থেকে টুর্নামেন্ট শেষ করার কলঙ্ক, এবার ঘোচাবেন কোহলি, ম্যাকুলাম, ডিভিলিয়ার্স, আশা সমর্থকদের।

অন্যদিকে, প্রথম ম্যাচে মুম্বইকে হারিয়ে দুর্দান্ত আইপিএল সফর শুরু করা দিল্লি ক্যাপিটলস, চেন্নাই, পাঞ্জাব, হায়দরাবাদের কাছে হেরে, লিগ টেবিলে ছয় নম্বরে নেমেছে। তাই ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জয় শ্রেয়াস আইয়ার, রিশভ পন্থদের কাছেও সমানভাবেই গুরুত্বপূর্ণ। আইপিএলে মুখোমুখি সাক্ষাতে, বিরাটরা দিল্লির থেকে এগিয়ে থাকলেও ম্যাচ তুল্যমূল্য হবে বলেই আশা করছেন বিশেষজ্ঞরা।

English summary
RCB pushing it's first IPL victory against Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X