For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাসেলকে রয়্যালসের সতর্কবার্তা, তবু এগিয়ে কলকাতা

২৫০-র স্ট্রাইক রেটে ৭৭ বলে ২০৭। ওয়েস্ট ইন্ডিয়ান টাইফুন, বাহুবলী আন্দ্রে রাসেলের, ২০১৯ আইপিএলের ব্যাটিং পরিসংখ্যান, ঘুম কেড়েছে বাকি দলের।

  • |
Google Oneindia Bengali News

২৫০-র স্ট্রাইক রেটে ৭৭ বলে ২০৭। ওয়েস্ট ইন্ডিয়ান টাইফুন, বাহুবলী আন্দ্রে রাসেলের, ২০১৯ আইপিএলের ব্যাটিং পরিসংখ্যান, ঘুম কেড়েছে বাকি দলের। কলকাতা নাইট রাইডার্সের নয়নের মণি সেই রাসেলকেই সতর্ক করলেন রাজস্থান রয়্যালসের নির্ভরযোগ্য স্পিনার কৃষ্ণাপ্পা গৌতম। জানিয়ে দিলেন, এই মুহূর্তে রাসেল স্বপ্নের ফর্মে থাকলেও, তাঁকে আটকাতে রাজস্থান রয়্যালসও তৈরি।

রাসেলকে রয়্যালসের সতর্কবার্তা, তবু এগিয়ে কলকাতা

আজ সন্ধ্যায় ঘরের মাঠ, সোয়াই মান সিং স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হওয়ার আগে, স্পিনার কৃষ্ণাপ্পা গৌতমের মন্তব্যে কিছুটা হলেও চার্জড আপ হয়েছে রাজস্থান রয়্যালস। টানা হারের ফাঁড়া কাটিয়ে, রয়্যাল চ্যালেঞ্জর্সের বিরুদ্ধে দুর্দান্ত জয়, তাঁদের আত্মবিশ্বাস জোগাচ্ছে বলে স্বীকারও করেছেন রাজস্থান রয়্যালসের খেলোয়াড়েরা। এবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে হারাতে মরিয়া অজিঙ্ক রাহানে, সঞ্জু স্যামসন, জোস বাটলারদের দল, আজকের ম্যাচে প্রথম একাদশ অপরিবর্তিত রাখছে বলেই খবর।

অন্যদিকে, কথায় না, কাজে করে দেখানো গোছের মানসিকতা নিয়ে, সোয়াই মান সিং স্টেডিয়ামে রবিবার সকাল থেকেই নিবিড় প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেলরা। এখন তাদের কাছে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে কেকেআর শিবির। এখনও পর্যন্ত যা খবর, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে তাদের প্রথম একাদশও অপরিবর্তিত রাখছে কিং খানের কলকাতা। রাজস্থানের ঘরের মাঠ রাসেল ও কেকেআরের জন্য খুব একটা পয়া না হলেও, ম্যাচে কলকাতাকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

English summary
RR issues big Russell warning ahead KKR clash
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X