For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'অবসর' নিয়ে প্রাক্তনী রামিজ রাজার সঙ্গে টুইট যুদ্ধে শোয়েব মালিক

'অবসর' নিয়ে প্রাক্তনী রামিজ রাজার সঙ্গে টুইট যুদ্ধে শোয়েব মালিক

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আতঙ্কে শিঁটিয়ে রয়েছে বিশ্ব। তারই মধ্যে অবসর ইস্যুতে পাকিস্তানের অল রাউন্ডার শোয়েব মালিকের সঙ্গে টুইট যুদ্ধে জড়ালেন সে দেশের প্রাক্তনী তথা অধিনায়ক রামিজ রাজা। বিতর্ক শুরু করেন রামিজ। মালিকের পাশাপাশি পাকিস্তানের অভিজ্ঞ অল রাউন্ডার মহম্মদ হাফিজকেও নিশানা করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তার উত্তর দেন শোয়েব।

শোয়েব মালিকের কেরিয়ার

শোয়েব মালিকের কেরিয়ার

৩৮ বছরের শোয়েব মালিক ১৯৯৯ সালে পাকিস্তানের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন। ইতিমধ্যে জাতীয় দলের হয়ে ৩৫টি টেস্ট, ২৮৭টি ওয়ান ডে ও ১১০টি টি-টোয়েন্টি ম্যাচে যথাক্রমে ১৮৯৮, ৭৫৩৪ ও ২৩২১ রান করেছেন। তিন ফর্ম্যাটে যথাক্রমে ৩২, ১৫৮ ও ২৮টি উইকেটও নিয়েছেন শোয়েব মালিক।

মহম্মদ হাফিজের কেরিয়ার

মহম্মদ হাফিজের কেরিয়ার

৩৯ বছরের মহম্মদ হাফিজ ২০০৩ সালে পাকিস্তান ক্রিকেট দলের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ থেলেন। নিজের দেশের হয়ে ৫৫টি টেস্ট, ২১৮টি ওয়ান ডে ও ৯১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে যথাক্রমে ৩৬৫২, ৬৬১৪ ও ১৯৯২ রান করেছেন হাফিজ। তিন ফর্ম্যাটে যথাক্রমে ৫৩, ১৩৯ ও ৫৪টি উইকেটও নিয়েছেন এই পাকিস্তানি ক্রিকেটার।

শোয়েবকে কী লিখলেন রামিজ

পাকিস্তানের হয়ে ২১ বছর ধরে ক্রিকেট খেলা শোয়েব মালিকের নিজের সম্মান বাঁচিয়ে এখনই অবসর নেওয়া উচিত বলে টুইটারে লিখেছেন প্রাক্তনী রামিজ রাজা। মালিক না সরলে পাকিস্তান ক্রিকেটের উন্নতি হবে না বলেও সাফ জানান রামিজ। শোয়েব মালিককে ক্রিকেট থেকে অবসরের পরের পরিকল্পনা করার পরামর্শও দেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রামিজ রাজা।

হাফিজকে কী লিখলেন রামিজ

মহম্মদ হাফিজের উদ্দেশেও কমবেশি একই বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা। একই সঙ্গে স্মরণ করিয়েছেন যে পাকিস্তানের অধিনায়ক থাকা অবস্থাতেই তিনি ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন।

মালিকের জবাব

জবাবে রামিজ রাজাকে রীতিমতো ট্রোলড করেছেন পাকিস্তানের অল রাউন্ডার শোয়েব মালিক। লিখেছেন, রামিজ ঠিকই বলেছেন। আসলে তিন জনেরই (শোয়েব, হাফিজ ও ধারাভাষ্যকার রামিজ) একসঙ্গে অবসর নেওয়া উচিত বলে লিখেছেন মালিক। তবে তিনি যে ২০২২-র আগে ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন না, তাও স্পষ্ট বলেছেন শোয়েব মালিক।

English summary
Shoaib Malik and Ramiz Raja engage in tweet war over retirement
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X