For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সচিন তেন্ডুলকরের কোন রেকর্ড ছুঁলেন ৩৮-র শোয়েব মালিক

সচিন তেন্ডুলকরের কোন রেকর্ড ছুঁলেন ৩৮-র শোয়েব মালিক

  • |
Google Oneindia Bengali News

ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে এক অনন্য নজিরের মালিক হলেন শোয়েব মালিক। মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে ধরে ফেলার পাশাপাশি বিশ্ব এলিট তালিকাতেও ঠাঁই পেয়েছেন এই ৩৮ বছরের পাকিস্তানি ক্রিকেটার।

প্রথম পাকিস্তানি ক্রিকেটার

প্রথম পাকিস্তানি ক্রিকেটার

ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলে অনন্য নজির গড়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক। পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে দেশের হয়ে চার দশক ক্রিকেট খেলার রেকর্ড গড়লেন ৩৮ বছরের শোয়েব।

মালিকের কেরিয়ার

মালিকের কেরিয়ার

১৯৯৯ সালে শারজাহতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাকিস্তানের জার্সিতে ওয়ান ডে অভিষেক হয়েছিল শোয়েব মালিকের। ২০০১ মুলতানে বাংলাদেশের বিরুদ্ধে তাঁর টেস্ট অভিষেক হয়েছিল। তারপর নানা চড়াই-উতরাইয়ের মধ্যেই নিঃশব্দে চার দশক আন্তর্জাতিক ক্রিকেট খেলার নজির গড়ে ফেললেন শোয়েব মালিক। পাকিস্তানের হয়ে ৩৫টি টেস্ট, ২৮৭টি ওয়ান ডে ও ১১৩টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

ওয়ান ডে থেকে অবসর

ওয়ান ডে থেকে অবসর

২০১৯-র ইংল্যান্ড বিশ্বকাপ থেকে পাকিস্তানের লজ্জাজনক বিদায়ের পর ওয়ান ডে ক্রিকেটকে বিদায় জানান শোয়েব মালিক। যদিও ২০ ওভারের ক্রিকেটে তিনি এখনও সক্রিয়। বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে চলতে থাকা টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দলে তাঁকে রাখা হয়েছে। শুধু মাঠে নামাই নয়, প্রথম টি-টোয়েন্টিতে ৪৫ বলে ৫৮ রান করে পাকিস্তানকে জেতাতে বড় ভূমিকা নেন শোয়েব।

তালিকায় আর কারা

তালিকায় আর কারা

বিশ্বের অষ্টম ক্রিকেটার হিসেবে চার দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলার রেকর্ড গড়েছেন পাকিস্তানের শোয়েব মালিক। তালিকায় মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, শ্রীলঙ্কার সনথ জয়সূর্য, জ্যাক হোবস, জর্জ গান, ফ্রাঙ্ক উলে, উলফ্রেড রোডস, ডেনিস ব্রায়ান ক্লোজের নাম রয়েছে সেই তালিকায়।

English summary
Shoaib Malik touch the record of Sachin Tendulkar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X