For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অধিনায়ক বিরাটের ঠিক কোন দিকটা তাঁর পছন্দ, জানালেন এই তরুণ ব্যাটসম্যান

অধিনায়ক বিরাটের থেকে ঠিক কতটা সাহায্য পেয়েছেন, জানালেন এই তরুণ ব্যাটসম্যান

  • |
Google Oneindia Bengali News

অধিনায়ক বিরাট কোহলি তাঁর কাজ অনেক সহজ করে দিয়েছেন বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার তরুণ ব্যাটসম্যান শুভমান গিল। একই সঙ্গে সহ-অধিনায়ক রোহিত শর্মার প্রশংসাও তাঁর কাছে ভীষণই মূল্যবান বলেও জানিয়েছেন পাঞ্জাব তনয়। ঠিক কী বললেন টিম ইন্ডিয়ার পরবর্তী প্রজন্মের এই ক্রিকেটার।

শুভমান গিলের কেরিয়ার

শুভমান গিলের কেরিয়ার

ভারতীয় দলের হয়ে ২টি ওয়ান ডে ম্যাচ খেলে ১৬ রান করেছেন ২০ বছরের শুভমান গিল। ২০১৮ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য এই তরুণ ক্রিকেটার প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৩.৫৫-এর গড়ে ২১৩৩ রান করেছেন। ৭টি শতরান রয়েছে। ২০১৯ সালের আইপিএলে সেরা উঠতি ক্রিকেটারের পুরস্কার পাওয়া শুভমান গিলের কেরিয়ার এখনও সেভাবে শুরু হয়নি বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

কী বলেছিলেন শুভমান গিল

কী বলেছিলেন শুভমান গিল

পাঞ্জাবের তরুণ ব্যাটসম্যান শুভমান গিলকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত বলে আখ্যা দিয়েছেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক রোহিত শর্মা। আর কয়েক বছরের মধ্যেই গিলকে নিয়মিত ভারতীয় দলে খেলতে দেখা যাবে বলে জানিয়েছেন হিটম্যান। ভারতীয় সহ-অধিনায়কের কাছ থেকে এমন প্রশংসা পেয়ে তিনি মুগ্ধ বলে জানিয়েছেন শুভমান গিল।

কোনও চাপ অনুভব

কোনও চাপ অনুভব

দেশের ক্রিকেট মহলে প্রত্যাশার পাহাড় জমছে। তা নিয়ে তিনি বিশেষ চিন্তিত নয় বলেই জানিয়েছেন তরুণ শুভমান গিল। বলেছেন, মানসিক চাপ তাঁকে কোনও দিনই ঘিরে ধরতে পারেনি। কারণ এটাই তাঁর সহযাত প্রবৃত্তি বলে জানিয়েছেন ভারতীয় ব্যাটসম্যান।

বিরাটের সঙ্গে কথা

বিরাটের সঙ্গে কথা

শুভমান গিলের কথায়, টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি বরাবারই তরুণ ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছেন। সে কারণে আন্তর্জাতিক স্তরে তাঁর নিজেকে কখনও বেমানান বলে মনে হয়নি বলে জানিয়েছেন শুভমান গিল। বলেছেন, বিরাট কোহলির সঙ্গে তাঁর মাত্র দুই বার মুখোমুখি কথা হয়েছে। টিম ইন্ডিয়ার অধিনায়ক তাঁকে ধারাবাহিকতার ওপর জোর দিতে বলেছেন বলে জানিয়েছেন শুভমান গিল।

আইপিএল খেলতে মুখিয়ে গিল

আইপিএল খেলতে মুখিয়ে গিল

করোনা ভাইরাসের জেরে প্রায় দুই মাস বাইশ গজের বাইরে রয়েছেন ক্রিকেটাররা। এই পরিস্থিতিতে আইপিএল শুরু হলে ক্রিকেটাররা চ্যালেঞ্জের মুখে পড়বেন বলে মনে করেন শুভমান গিল। তবে এই টুর্নামেন্টই জড়তা কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও মনে করেন গিল।

করোনা উদ্বেগ কাটিয়ে মাঠে ফিরেই মেসিকে হারিয়ে দিলেন রোনাল্ডো!করোনা উদ্বেগ কাটিয়ে মাঠে ফিরেই মেসিকে হারিয়ে দিলেন রোনাল্ডো!

English summary
Shubman Gill speaks about the help he got from captain Virat Kohli
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X