For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাটকে পিছনে ফেলে দিলেন স্মিথ, জানুন কোন পরিসংখ্যানে

অ্যাসেজ সিরিজে ব্যাটে ব্যাটিং দাপট স্টিভ স্মিথের। যার ফলে বিরাট কোহলিকে পিছনে ফেলে দিলেন স্মিথ।

  • |
Google Oneindia Bengali News

অ্যাসেজ সিরিজে ব্যাটে ব্যাটিং দাপট স্টিভ স্মিথের। যার ফলে বিরাট কোহলিকে পিছনে ফেলে দিলেন স্মিথ। সিরিজে ৩ ম্যাচ খেলে ৫ ইনিংসে সংগ্রহ ৬৭১ রান। রয়েছে ২টি সেঞ্চুরি, ২টি অর্ধশতরান ও ১টি দ্বিশতরান।

ব়্যাঙ্কিংয়ে আগেই বিরাটকে ছাপিয়ে গিয়েছেন স্মিথ

ব়্যাঙ্কিংয়ে আগেই বিরাটকে ছাপিয়ে গিয়েছেন স্মিথ

নির্বাসন কাটিয়ে ১ বছর পর টেস্ট ক্রিকেটে ফিরে, টেস্ট ব়্যাঙ্কিংয়ে নিজের জায়গা পুনরুদ্ধার করেছেন স্মিথ। কোহলিকে সরিয়ে আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে এখন ১ নম্বর ব্যাটসম্যান স্মিথ।

বিরাটকে এবার অন্য এক পরিসংখ্যানে পিছনে ফেললেন স্মিথ

বিরাটকে এবার অন্য এক পরিসংখ্যানে পিছনে ফেললেন স্মিথ

ক্রিকেট বিশ্বের দুই ব্যাটমস্যানের সঙ্গে সবসময়ই তুলনা চলে। এবার স্টিভের স্বপ্নের অ্যাসেজের পর বিরাট ও স্মিথের মধ্যে কে সেরা? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার কোনও টেস্ট সিরিজে তিন ম্যাচ হয়ে যাওয়ার পর রানের বিচারে কোহলিকে টপকে গেলেন স্মিথ।

 কোনও টেস্ট সিরিজে তিন ম্যাচ শেষে সর্বাধিক রান হাঁকানো ব্যাটসম্যানদের তালিকা

কোনও টেস্ট সিরিজে তিন ম্যাচ শেষে সর্বাধিক রান হাঁকানো ব্যাটসম্যানদের তালিকা

১) ইংল্যান্ডের গ্রাহাম গুচ, ভারতের বিপক্ষে ১৯৯০ সালে ৭৫২ রান করেন।
২) ব্রায়ান লারা, ২০০১-০২ শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬৮৮ রান করেন
৩) স্টিভ স্মিথ- ২০১৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে স্মিথ তিন ম্যাচে শেষে ৬৭১ রান করেছেন।
৪) মহম্মদ ইউসূফ- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬৬৫ রান করেন
৫)২০১৭-১৮ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন টেস্ট শেষে ৬১০ রান করেন বিরাট কোহলি

English summary
Smith is third over virat, in the list of batsman with most runs after three matches in test series
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X