For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপ জিতে দলের কাঁধে চেপে অবসর নেবেন ধোনি! ভবিষ্যদ্বাণী শ্রীসন্থের

বিশ্বকাপ জিতে দলের কাঁধে চেপে অবসর নেবেন ধোনি! ভবিষ্যদ্বাণী শ্রীসন্থের

  • |
Google Oneindia Bengali News

ফিট থাকলে সেপ্টেম্বরে ক্রিকেটে ফিরতে চলেছেন শান্তাকুমারন শ্রীসস্থ। আর আগে বারেবারে নিজের মন্তব্যের জন্য বিতর্ক জড়াচ্ছেন ক্রিকেটার। ৪০ বছর বয়সে এসেও নিজেকে ২০২৩ বিশ্বকাপ দেখতে চান বলে দাবি করেছিলেন। শ্রীসন্থের সেই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যে ক্রীড়াপ্রেমী নেট নাগরিকরা মন্তব্যের ঝড় তুলে দেন। এবার ধোনিকে নিয়ে এক মন্তব্যে করে মাহির অবসর জল্পনায় অন্য আলোচনার জন্ম দিলেন।

ধোনিকে নিয়ে শ্রীসন্থের মন্তব্য

ধোনিকে নিয়ে শ্রীসন্থের মন্তব্য

দেশের জার্সিতে ২০০৭ ও ২০১১ ক্রিকেট বিশ্বকাপ জিতেছেন শ্রী। দুই ক্ষেত্রে ধোনির অধিনায়কত্বে ভারতের বিশ্বকাপ জেতার সাক্ষী থেকেছেন শ্রীসস্থ। সেই ধোনিকে এবার ২০২০ টি-২০ ক্রিকেট বিশ্বকাপে দেখতে চান বলে শ্রীসন্থ মন্তব্য করেছেন।

বিশ্বকাপ জিতে কাঁধে চেপে মাঠ ছাড়ুক ধোনি!

বিশ্বকাপ জিতে কাঁধে চেপে মাঠ ছাড়ুক ধোনি!

এক ক্রিকেট ওয়েবসাইটে দেওয়া প্রতিক্রিয়ায় শ্রীসন্থের মত, ধোনি বিশ্বকাপ জিতে মাঠ ছাড়বেন। দেশের প্রাক্তন অধিনায়ক আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের খেলবেন। আর বিশ্বকাপ জিতে ধোনিকে কাঁধে তুলে নিয়ে বিরাটরা সম্মান জানিয়ে মাঠ ছাড়বে।

শ্রীসন্থ আরও যা বললেন

শ্রীসন্থ আরও যা বললেন

শ্রীসন্থ আরও বলেন, 'বিশ্বকাপের আগে আইপিএল হলে ধোনির ব্যাটিং দেখার জন্য সবাই মুখিয়ে রয়েছে।আমার মনে হয় মাহি ভাই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে। তার আগেই আইপিএলেও খেলবেন। ধোনিভাইকে সেরা ফর্মেই আমরা পেতে চলেছি।'

কবে থেকে ক্রিকেটের বাইরে ধোনি

কবে থেকে ক্রিকেটের বাইরে ধোনি

উল্লেখ্য গত বছর ৯ জুলাই বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ খেলার পর বাইশ গজ থেকে ধোনি অঘোষিত সন্ন্যাস নিয়েছেন। তাঁকে ক্রিকেট মাঠে দেখার জন্য প্রত্যাশার পারদ তুঙ্গে। আইপিএল দিয়ে ধোনির প্রত্যাবর্তনের কথা থাকলেও এখন করোনা সংকটে মেগা টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাওয়ায় ধোনির মাঠে ফেরা দীর্ঘায়িত হতে চলেছে।

রঞ্জি খেলতে পারেন শ্রীসস্থ

রঞ্জি খেলতে পারেন শ্রীসস্থ

প্রসঙ্গত ফিক্সিং কাণ্ডে নাম জড়ানো ক্রিকেটার আগামী দিনে ক্রিকেটে ফেরা নিয়ে আশাবাদী। সেপ্টেম্বরে তাঁর ৭ বছরের নির্বাসন কাটতে চলেছে। এরপর ফিট থাকলে কেরল দল তাঁকে রঞ্জি টিমে নিতে চেয়েছে।

রোহিত শর্মাকে সর্বকালের অন্যতম সেরা ওপেনার বললেন বিশ্বকাপজয়ী কিংবদন্তিরোহিত শর্মাকে সর্বকালের অন্যতম সেরা ওপেনার বললেন বিশ্বকাপজয়ী কিংবদন্তি

English summary
Sreesanth expresses desires,Dhoni To win T20 World Cup 2020 and leave by teammates shoulder
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X