সেই অস্ট্রেলিয়ার মাঠ। সেই ঘাতক বাউন্সার! ফিরল ফিল হিউজের মর্মান্তিক স্মৃতি। অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা টেস্ট সরিজের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় দিনে প্য়াট কামিন্সের একটি বাউন্সারে হেলমেটের পিছনে মারাত্মক আঘাত পেয়ে ক্রিজেই লুটিয়ে পড়লেন শ্রীলঙ্কার ওপেনার দিমুথ করুণারত্নে। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হল হাসপাতালে। আপাতত তিনি সুস্থই রয়েছেন।
অজি ব্যাটসম্যান ফিল হিউজের দুর্ভাগ্যজনক মৃত্যুর পর থেকে ক্রিকেট মাঠে যে কোনও রকম মাথায় আঘাতকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয। এদিন শ্রীলঙ্কার প্রথম ইনিংসের সূচনা করেছিলেন করুণারত্নে। ৮৪ বলে ৪৬ করে শ্রীলঙ্কার ইনিংস ভালই টানছিলেন তিনি।
#AusvSL #karunaratne #bouncer pic.twitter.com/WtUW6qrk94
— warren (@wazzzzaa) February 2, 2019
৩১তম প্যাট কামিন্সের একটি ঘন্টায় ১৪২ কিলোমিটার গতির বাউন্সার আছড়ে পড়ে তাঁর হেলমেটের পিছন দিকে। ঘাড়ে তীব্র আঘাত পেয়ে পড়ে যান করুণারত্নে। দুই দলের খেলোয়াড়রাই ছুটে আসেন। আম্পায়াররা তড়িঘড়ি মাঠে উপস্থিত চিকিৎসা কর্মীদের ডাকেন।
A poignant moment at the Manuka Oval, with Karunaratne being stretchered off to the crowd giving a generous standing ovation #AUSvSL #AUSvsSL pic.twitter.com/hrQTVclN5M
— Vijay Arumugam (@vijayarumugam) February 2, 2019
তাঁরাই এসে স্ট্রেচারকে করে মাঠের বাইরে নিয়ে যান ৩০ বছরের সিংহলি ওপেনারকে। করূণারত্নে অবশ্য সজ্ঞানেই ছিলেন। সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়া দলের ডাক্তারও। এরপর তাঁর আঘাত গুরুতর বুঝে তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি আপাতত সুস্থই আছেন। বিভিন্ন পরীক্ষা চলছে। তবে এই টেস্টে তিনি আর খেলতে পারবেন কিনা, বা খেললে কখন মাঠে নামবেন, তা এখনও স্পষ্ট নয়।