For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে অন্তর্ভূক্ত স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার

ঘরের মাঠে বিশ্বকাপের কথা মাথায় রেখে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে অন্তর্ভূক্ত করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ঘরের মাঠে বিশ্বকাপের কথা মাথায় রেখে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে অন্তর্ভূক্ত করা হয়েছে। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ জনের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে অন্তর্ভূক্ত স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার

২০২০ সালে অস্ট্রেলিয়া বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সে উপলক্ষ্যে আগামী ছয় মাস বেশ কয়েকটি টি-টোয়েন্টি সিরিজ খেলবেন অজিরা। চলতি মাসেই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে শ্রীলঙ্কা। ২৭ অক্টোবর থেকে অ্যাডিলেডে অজিদের বিরুদ্ধে তিনটি ২০ ওভারের ম্যাচ খেলবে দ্বীপরাষ্ট্রের দল। নভেম্বরে পাকিস্তানের মুখোমুখি হবে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নাররা। দুটি দলের মধ্যে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে।

এই দুই সিরিজের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া দলের অধিনায়ক বাছা হয়েছে অ্যারন ফিঞ্চকে। দলে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের অন্তর্ভূক্তিকে উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার হয়ে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেন স্মিথ। যদিও এর মধ্যে আইপিএলে চুটিয়ে খেলেছেন তিনি। স্মিথের সতীর্থ ডেভিড ওয়ার্নার গত আইপিএলে ৬৯২ রান করেন।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন আগার, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), প্যাট কমিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডারমোট, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, বিলি স্টানলেক, মিচেল স্টার্ক, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাইপ, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।

English summary
Steve Smith and David Warner include in T20 squad of Australia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X