For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই আইপিএলে বুদ্ধির প্রয়োগ বেশি করছেন, জানালেন হার্দিক

চলতি আইপিএলে শক্তির থেকেও বুদ্ধির প্রয়োগ বেশি করছেন হার্দিক পাণ্ডিয়া।

  • |
Google Oneindia Bengali News

চলতি আইপিএলে শক্তির থেকেও বুদ্ধির প্রয়োগ বেশি করছেন হার্দিক পাণ্ডিয়া।

দিল্লি ক্যাপিটালসকে তাদের ঘরের মাঠে হারানোর ক্ষেত্রে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বড় ভূমিকা নেওয়া হার্দিক, নিজের খেলার ধরণ এবং পরিকল্পনায় পরিবর্তন এনেছেন বলে স্বীকার করেছেন। বলেছেন, চলতি আইপিএলে তিনি আগের থেকে অনেক বেশি হিসেব ছকে খেলছেন। ব্যাটিং হোক বা বোলিং, সব ক্ষেত্রেই পরিস্থিতি অনুযায়ী নিজের পরিকল্পনার পরিবর্তনও আগের থেকে বেশি করে করছেন বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ অল-রাউন্ডার।

এই আইপিএলে বুদ্ধির প্রয়োগ বেশি করছেন, জানালেন হার্দিক

ভারতের বিশ্বকাপগামী দলে জায়গা পাওয়া হার্দিক, চলতি আইপিএলে এখনও পর্যন্ত নটি ম্যাচে ৪৩.৬০ গড়ে ২১৮ রান করেছেন। পেয়েছেন ৮টি উইকেট। গত ম্যাচে দিল্লির বিরুদ্ধে করা ১৫ বলে ৩২ রানের ইনিংস ও এক উইকেট, তাঁর হাতে ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিও তুলে দিয়েছে। খেলার ধরণ পাল্টানোর জন্যই এই সাফল্য বলে অকপটে স্বীকার করেছেন হার্দিক। বলেছেন, চলতি আইপিএলে, সব বলে চালোনোর অভ্যাস তিনি ছেড়ে দিয়েছেন। উইকেটের চরিত্র এবং পরিবেশ বুঝে, কখন কত রান নেওয়া উচিত, তা তিনি আগের থেকে বেশি অনুভব করতে পারছেন বলে জানিয়েছেন হার্দিক পাণ্ডিয়া।

এমনকী স্লগ ওভারেও নিজের ফোকাস ঠিক রেখে, বল বুঝে ব্যাট চালানোর উপরই বেশি গুরুত্ব দিচ্ছেন হার্দিক। আইপিএলের বাকি ম্যাচ এবং বিশ্বকাপে নিজের খেলার উন্নতি করতে, নেটে আরো গা ঘামাতে চান মিস্টার রাফ অ্যান্ড টাফ।

English summary
Using brain well in this IPL, said Hardik Pandya
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X