For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিরছেন হার্দিক ও রাহুল, বদলি হিসাবে দুই ক্রিকেটারের নাম ঘোষণা বিসিসিআই-এর

এ যেন আচমকাই চিং চিং ফাক। যে ভারতীয় সিনিয়র ক্রিকেট দলে এই মুহূর্তে হাত গলানোটাও অসম্ভব মনে হচ্ছিল, সেখানেই এখন ঢুকে পড়লেন দুই ক্রিকেটার।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

এ যেন আচমকাই চিং চিং ফাক। যে ভারতীয় সিনিয়র ক্রিকেট দলে এই মুহূর্তে হাত গলানোটাও অসম্ভব মনে হচ্ছিল, সেখানেই এখন ঢুকে পড়লেন দুই ক্রিকেটার। এঁদের মধ্যে একজন দেশের অন্যতম প্রতিশ্রুতিমান ক্রিকেটার হিসাবে বিবেচিত হচ্ছেন। এমনকী, পৃথ্বী শ-এর নেতৃত্বে যে দল যুব বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে তাতেও ছিলেন এই ক্রিকেটার। এর নাম শুভমন গিল। আর অপর যে ক্রিকেটারকে ভারতীয় দলে নেওয়া হয়েছে তাঁর নাম বিজয় শঙ্কর। বিশ্বকাপের দলের ভাবনায় ঢুকে পড়ার সুযোগ পাচ্ছেন বিজয়-ও। ইতিমধ্যে আন্তর্জাতিক স্তরে টি-২০-তে অভিষেক হয়েছে বিজয়ের। পেস বোলার এবং ব্যাটসম্যান তিনি। অলরাউন্ডার হিসাবেই দলে থাকেন তিনি।

বিশ্বকাপের দলের ভাবনায় ঢুকতে পারবেন বিজয় ও শুভমন

বিজয় শঙ্কর ও শুভমন গিলের নাম শনিবার রাতেই ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। কে এল রাহুল এবং হার্দিক পাণ্ডিয়ার বদলি হিসাবে বিজয় এবং শুভমন কোহলি ব্রিগেডের সঙ্গে যোগ দেবেন। অ্যাডিলেডে দ্বিতীয় একদিনের ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দিচ্ছেন বিজয়। শুভমন ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন নিউজিল্যান্ডে। সেখানে হতে একদিনের সিরিজ ও টি-২০ সিরিজে ভারতীয় দলের সদস্য হবেন শুভমন। কে এল রাহুল ও হার্দিক পাণ্ডিয়া সাসপেন্ড না হলে নিশ্চিতভাবেই প্রথম একাদশে থাকতেন। কারণ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিন এবং টি-২০ সিরিজে যে স্ট্র্যাটেজি ভারতীয় দল করেছে তার গুরুত্বপূর্ণ মোহরা ছিলেন রাহুল ও হার্দিক। সুতরাং,অস্ট্রেলিয়ায় বিজয় যদি প্রথম একাদশে ঢুকে পড়েন তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। কারণ, হার্দিক বল ও ব্যাট হাতে ভারতকে যে নির্ভরতা দেন বিজয়কে সেই ভূমিকা পালনের জন্যই ডাকা হয়েছে। অন্যদিকে, শুভমনের প্রথম একাদশে ঢোকা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ, নিউজিল্যান্ডে যখন ভারতীয় দল পৌঁছবে ততক্ষণে অস্ট্রেলিয়ায় একদিন ও টি-২০ সিরিজ খেলে দল একটা কম্বিনেশনে চলে আসবে। সেই কম্বিনেশনকে ভেঙে প্রথম একাদশে শুভমন-কে ঢোকানোতে থিঙ্ক-ট্যাঙ্ক অনুমোদন দেবে কি না সেটাই দেখার। যদিও, শুভমনের এখন ঊনিশ বছর বয়স। সুতরাং, তিনি যদি প্রথম একাদশে না-ও থাকেন সিনিয় দলের সঙ্গে থাকার অভিজ্ঞতাটা তাঁর ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে বলেই মনে করা হচ্ছে।

বিশ্বকাপের দলের ভাবনায় ঢুকতে পারবেন বিজয় ও শুভমন

একটি রিয়ালিটি গেস্ট শো-তে হার্দিক পাণ্ডিয়া ও কে এল রাহুলের মন্তব্য নিয়ে ঝড় ওঠে। দু'জনেই মহিলাদের নিয়ে এমন কিছু আপত্তিকর মতামত জানান যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বহু মহিলাই এর জন্য হার্দিক ও রাহুলের বিরুদ্ধে টুইটারে সমালোচনার বন্যা বইয়ে দেন। বিসিসিআই এই ঘটনায় ভারতীয় ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছে। সেই সঙ্গে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিও তাঁর দুই ক্রিকেটারের আপত্তিকর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। তিনি সাফ জানিয়েছেন, হার্দিক ও রাহুল মহিলাদের সম্পর্কে যে মন্তব্য করেছেন তা কোনওভাবেই ভারতীয় ক্রিকেট দলের সংস্কৃতি নয় এবং এই ধরনের মানসিকতাকে এখানে কোনওভাবেই অনুপ্রাণিত করা হয় না। বিসিসিআই-এর সংবিধানের ৪১ নম্বর ধারায় অভিযুক্ত হয়েছেন হার্দিক পাণ্ডিয়া ও কে এল রাহুল। সাত দিনের মধ্যে দু'জনের কাছ থেকে জবাবও চাওয়া হয়েছে। এছাড়াও দুই সাসপেন্ডেড ক্রিকেটারের মন্তব্য নিয়ে তদন্তও শুরু করেছে বিসিসিআই। এই সমস্ত প্রক্রিয়া না মেটা পর্যন্ত হার্দিক পাণ্ডিয়া ও কে এল রাহুলের ক্রিকেট খেলার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে বিসিসিআই। আপাতত দুই ক্রিকেটারকে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরানো হচ্ছে। হার্দিক ও রাহুল-কে সাসপেন্ড করা হলেও তাঁদেরকে দলের সঙ্গে রাখা হচ্ছিল। এই নিয়ে সংবাদমাধ্যমে কড়া প্রতিক্রিয়া ব্য়ক্ত করেন সুনীল গাভাসকর। তাঁকে অনুসরণ করেও আরও কিছু প্রাক্তন ক্রিকেটার এর সমালোচনা করেন। গাভাসকার দাবি তোলেন, দলের সঙ্গে হার্দিক ও রাহুল-কে রাখা হলেও তাদের সমস্ত ভাতা বন্ধ করে দেওয়া উচিত। গাভাসকারের এই মন্তব্যের পরই নড়েচড়ে বসে বিসিসিআই। তড়িঘড়ি হার্দিক ও রাহুলকে দেশে ফেরানোর তোড়জোড় শুরু হয়ে যায়।

বিশ্বকাপের দলের ভাবনায় ঢুকতে পারবেন বিজয় ও শুভমন

১৯ বছরের শুভমন গিল পঞ্জাবের হয়ে রঞ্জি খেলেন। আইপিএল-এ তিনি কলকাতা নাইটরাইডার্সের সদস্য। বেশ কয়েকটি ম্যাচে আইপিএলে তাঁর প্রতিভার স্বাক্ষরও রেখেছিলেন শুভমন। নয়টি প্রথম শ্রেণির ম্যাচে শুভমন ৭৭ গড়ে রান করেছেন। যারমধ্যে তিনটি শতরান এবং সাতটি অর্ধশতরান রয়েছে।

English summary
বিজয় শঙ্কর ও শুভমন গিলের নাম শনিবার রাতেই ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। কে এল রাহুল এবং হার্দিক পাণ্ডিয়ার বদলি হিসাবে বিজয় এবং শুভমন কোহলি ব্রিগেডের সঙ্গে যোগ দেবেন। অ্য়াডিলেডে দ্বিতীয় একদিনের ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দিচ্ছেন বিজয়। শুভমন ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন নিউজিল্য়ান্ডে। সেখানে হতে একদিনের সিরিজ ও টি-২০ সিরিজে ভারতীয় দলের সদস্য হবেন শুভমন।
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X