For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আপাতত লাদাখের ক্রিকেটাররা রঞ্জি খেলবেন জম্মু ও কাশ্মীর দলে, ৩৭০ ধারা প্রত্যাহারের পর জানালেন রাই

আপাতত লাদাখের ক্রিকেটাররা রঞ্জি খেলবেন জম্মু ও কাশ্মীর দলে, ৩৭০ ধারা প্রত্যাহারের পর জানালেন রাই

  • |
Google Oneindia Bengali News

ভারতের সংবিধানে উল্লেখিত ৩৭০ ধারা প্রত্যাহার করে জম্মু-কাশ্মীর ও লাদাখ পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তা নিয়ে রাজনৈতিক বিতর্ক সমানে চলছে।

অনেকের মতে, কেন্দ্রের এই পদক্ষেপে কাশ্মীর আবার ভূস্বর্গে পরিণত হবে। আবার কারও মতে, গোটাটাই আই-ওয়াশ। এতে জম্মু ও কাশ্মীরের ক্ষতি ছাড়া লাভ হবে না। এমনকী আলাদা কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা করে লাদাখেরও খুব একটা উপকার হবে না বলেই মনে করে না বিরোধীদের একটা অংশ।

আপাতত লাদাখের ক্রিকেটাররা রঞ্জি খেলবেন জম্মু ও কাশ্মীর দলে, ৩৭০ ধারা প্রত্যাহারের পর জানালেন রাই

জম্মু-কাশ্মীর ও লাদাখের ভবিষ্যত কী হবে সে তো ভবিষ্যত বলবে। কিন্তু কেন্দ্রের এই পদক্ষেপে যারা এই মুহূর্তে সমস্যায় পড়তে পারেন, তাঁরা হলেন দুই এলাকার ক্রিকেটাররা। কারণ আর কয়েক মাস পরেই ভারতে শুরু হবে রঞ্জি ট্রফি। এতদিন এই টুর্নামেন্টে জম্মু ও কাশ্মীরকেই প্রতিনিধিত্ব করতেন লাদাখের ক্রিকেটাররা।

গোল তৈরি হয়েছে ঠিক এখানেই। আলাদা কেন্দ্র শাসিত অঞ্চল হওয়ায় জম্মু ও কাশ্মীরের ক্রিকেটারদের কোনও সমস্যা হয়তো নেই, কিন্তু লাদাখের ক্রিকেটাররা পড়েছেন মহা ভাবনায়। কারণ এত শীঘ্র লাদাখ যে রঞ্জি খেলিয়ে রাজ্যের তকমা পাবে না, তা পরিস্কার। তবে লাদাখের ক্রিকেটাররা খেলবেন কোথায়, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

আপাতত লাদাখের ক্রিকেটাররা রঞ্জি খেলবেন জম্মু ও কাশ্মীর দলে, ৩৭০ ধারা প্রত্যাহারের পর জানালেন রাই

সেই জল্পনার অবসান ঘটিয়েছেন সুপ্রিম কোর্ট মনোনিত বিসিসিআই-র কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরের প্রধান বিনোদ রাই। স্পষ্ট জানিয়েছেন, যতদিন না লাদাখে স্বতন্ত্র ক্রিকেট বোর্ড তৈরি হচ্ছে, ততদিন সেখানকার ক্রিকেটাররা জম্মু ও কাশ্মীর দলের হয়ে রঞ্জি খেলতে পারবেন।

সেই সঙ্গে বিনোদ রাই এও জানাতে ভোলেননি যে লাদাখকে রঞ্জি খেলিয়ে রাজ্যের স্বীকৃতি দিতে অনেকটা সময় লেগে যেতে পারে। ঠিক যে পদ্ধতিতে কেন্দ্র শাসিত চণ্ডীগড় এই স্বীকৃতি পেয়েছিল, লাদাখের ক্ষেত্রেও একই প্রক্রিয়া চলবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট মনোনিত বিসিসিআই-র কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরের প্রধান বিনোদ রাই।

English summary
Vinod Rai says players from Ladakh can represent Jammu and Kashmir now in Ranji
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X