For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কী চাই অস্ট্রেলিয়ায় সফল হতে - পুজারা দিলেন মন্ত্র, মুখ খুললেন স্লেজিং নিয়েও

চেতেশ্বর পূজারা বলেছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে সফল হতে গেলে ইউনিট হিসেবে ব্যাট করতে হবে ভারতকে।

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) থেকে অ্যাডিলেড ওভালে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। তার দুদিন আগে সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন ভারতের টেস্ট দলের এক তিন নম্বর ব্যাটসম্য়ান চেতেশ্বর পুজারা। তিনি জানান, একজন কি দুজন নয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সফল হতে গেলে ভারতীয় ব্যাটিং লাইনআপকে খেলতে হবে সম্পূর্ণ ইউনিট হিসেবে।

তবে দলের প্রত্যেকের তাদের স্কিলের উপর আস্থা আছে। সেইসঙ্গে জোরদার চলছে প্রস্তুতিও। সব মিলিয়ে সিরিজ শুরুর আগে সিরিজ জয়ের উপরই দল ফোকাস করছে। সেই সঙ্গে অবশ্য প্রতিযোগিতামূক ক্রিকেট খেলার উপরও জোর দেবে টিম ইন্ডিয়া।

দলের ব্য়াটিং

দলের ব্য়াটিং

পুজারা জানিয়েছেন, তাদের দলের সবাই অভিজ্ঞ ব্য়াটার। প্রত্যেকেরই নিজেদের দক্ষতার উপর ভরসা আছে। কাজেই ব্যাটিং ইউনিটের উপর কোনও চাপ নেই। তবে অস্ট্রেলিয়ার মাটিতে সফল হওয়ার মন্ত্র একটা ইউনিট হিসাবে ব্যাট করা।

ব্যক্তিগত প্রস্তুতি

ব্যক্তিগত প্রস্তুতি

তিনি জানিয়েছেন, অজি বোলারদের বোলিং তিনি আগে খেলেছেন। তাই তাদের শক্তি-দুর্বলতা সম্পর্কে তাঁর ধারণা আছে। সিরিজে তা তাঁর সাহায্যে লাগবে। এর আগের অস্ট্রেলিয়া সফরে তিনি একেবারেই ভআল খেলতে পারেননিষ কিন্তু তা নিয়ে একদমই ভাবছেন না বলে জানিয়েছেন পুজারা।

দলের লক্ষ্য

দলের লক্ষ্য

পুজারা দাবি করেছেন, ভারতের বাইরেও ইদানিং তাঁরা ভাল ক্রিকেট খেলছেন। এই সফর তাদের পক্ষে ভাল পারফর্ম করার দারুণ সুযোগ। সব সিরিজেই তাঁরা জয়ের লক্ষ্যেই নামেন, এবারেও তার ব্যতিক্রম হবে না বলেই জানান তিনি। তবে একটি একটি করে টেস্ট ধরে তারা এগোবেন।

অশ্বিনের ভূমিকা

অশ্বিনের ভূমিকা

পুজারা জানিয়েছেন অশ্বিন খুবই বুদ্ধিমান একজন ক্রিকেটার। তিনি ব্য়াটসম্য়ানদের খুব ভাল পড়তে পারেন। অস্ট্রেলিয়ার মাটিতে বল করার জন্য তিনি তাঁর বোলিংয়ে কিছু কিছু পরিবর্তন এনেছেন জানালেও সেই পরিবর্তনগুলি সম্পর্কে বিশদে জানাতে চাননি তিনি। তাছাড়া ২০১৪ সালের সফরেরও অস্ট্রেলিয়ায় খেলে গিয়েছেন অশ্বিন। কাজেই এই বার তিনি সফল হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী।

আইপিএল সাহায্য় করছে জোরে বোলারদের

আইপিএল সাহায্য় করছে জোরে বোলারদের

পুজারা জানিয়েছএন, ভারতীয় দলের প্রথম একাদশের বোলারদের সঙ্গে দলের বাইরে থাকা বোলারদের দক্ষতা খুব বেশি তফাত নেই। পুজারা মত ভারতীয় জোরে বোলারদের এই প্রভুত উন্নতির পিছনে আইপিএল-এর হাত রয়েছে।

স্লেজিং নিয়ে

স্লেজিং নিয়ে

পুজারা জানিয়েছেন, অস্ট্রেলিয়া স্লেজিং করবে কি করবে না তা টেস্ট শুরু হলেই বোঝা যাবে। তে তা নিয়ে ভারতীয় দল খুব একটা ভাবছে না। তাদের ফোকাসটা ক্রিকেটিয় বিষয়েই রয়েছে।

English summary
Cheteshwar Pujara said India need to bat as a unit to excel against Australia.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X