For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না ব্রাভোর নাচ, অবসর নিলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের ঘোষণা করলেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।

  • |
Google Oneindia Bengali News

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ অলরাউন্ডার ডোয়েন ব্রাভো। ৩৫ বছরের এই অলরাউমন্ডার টেস্ট, একদিনের ক্রিকেট ও টি২০ মিলিয়ে মোট ২৭০টি ম্যাচ খেলেছেন।

অবসরকালীন এক বিবৃতিতে তিনি জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তিনি খেলা চালিয়ে যাবেন।

ব্রাভোর বিবৃতি

ব্রাভোর বিবৃতি

অবসরের বিবৃতিতে ব্যাভো জানান, 'আজ ক্রিকেট বিশ্বকে জানাতে চাই, আমি আন্তর্জাতিক ক্রিকেটের সব ফর্ম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিচ্ছি।' তাঁ ক্রিকে জীবনকে দীর্ঘায়িত করতে ও নতুন খেলোয়াড়দের জন্য আন্তর্জাতিক মঞ্চ ছেড়ে দিতেই তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছএন বলে জানান তিনি।

১৪ বছর আগে অভিষেক

১৪ বছর আগে অভিষেক

আজ থেক ১৪ বছর আগে লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন ব্রাভো। তিনি জানিয়েছেন আজও তাঁর সেই দিনের কতা মনে আছে। সেই দিন যে উৎসাহ উদ্দীপনা নিয়ে মাঠে নেমেছিলেন শেষ দিন পর্যন্ত তা বজায় ছিল বলে জানিয়েছেন তিনি।

ব্রাভোর আন্তর্জাতিক কেরিয়ার পরিসংখ্যান

ব্রাভোর আন্তর্জাতিক কেরিয়ার পরিসংখ্যান

৪০ টেস্টে ব্রাভো ২২০০ রান করেন, উইকেট নেন ৮৬টি। ১৬৪ একদিনের ম্যাচে ২৯৬৮ রান করেন, উইকেট শিকার ১৯৯টি। আর ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬৬টি টি২০ তে তাঁর রান ১১৪২, উইকেট ৫২টি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনি ২০১২ ও২০১৬ সালে দুটি টি২০ বিশ্বকাপও জিতেছেন।

শেষ আন্তর্জাতিক ম্যাচ

শেষ আন্তর্জাতিক ম্যাচ

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্রাভো শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন ২০১৬ সালে। আবুধাবিতে পাকিস্তানের বিরুদ্ধে সেই টি২০ ম্যাচে তাঁর দল ৮ উইকেটে হেরেছিল। আর টেস্টে শেষ খেলেছএন ২০১০সালে। শ্রীলঙ্কার বিরুদ্ধে। একদিনের আন্তর্জাতিকে ব্রাভোর শেষ ম্যাচ ২০১৪-য় ভারতের বিরুদ্ধে।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট

আইপিএল-এ একেবারে প্রথম থেকে চেন্নাই সুপার কিংস দলের অবিচ্ছেদ্য অঙ্গ ব্রাভো। শুধু আইপিএল নয়, ব্রাভো এখন সাফল্যের সঙ্গে সারা বিশ্বের বিভিন্ন টি২০ লিগে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের বুট তুলে রাখলেও এই ক্রিকেটে এখনও দেখা যাবে তাঁকে।

English summary
West Indies all-rounder Dwayne Bravo has announced his retirement from all forms of international cricket.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X