For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফুটবল থেকে অবসর নিলেন ডাচ লেজেন্ড ওয়েসলি স্নেইডার

ফুটবল থেকে অবসর নিলেন ডাচ লেজেন্ড ওয়েসলি স্নেইডার

  • |
Google Oneindia Bengali News

আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়িয়েছিলেন এক বছর আগে। এবার পেশাদার ফুটবলকেও বিদায় জানালেন ডাচ লেজেন্ড ওয়েসলি স্নেইডার।

ফুটবল থেকে অবসর নিলেন ডাচ লেজেন্ড ওয়েসলি স্নেইডার

সদ্য প্রাক্তন এই ফুটবলার মাত্র ১৯ বছর বয়সে নেদারল্যান্ড জাতীয় ফুটবল দলের নিয়মিত সদস্য হন। কমলা জার্সিতে তিনি ১৬ বছর ফুটবল খেলেন। ২০১৮ সালে জাতীয় দল থেকে অবসর নেওয়ার পরও পেশাদার বা ক্লাব ফুটবল খেলা চালিয়ে যান ৩৫ বছরের এই ডাচ লেজেন্ড।

রিয়াল মাদ্রিদের জার্সিতে স্পেনের ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট লা লিগা জেতেন স্নেইডার। এরপর ইন্টার মিলানকে সিরি এ, চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা ইতালিয়াও জেতান নেদারল্যান্ড তারকা। কেরিয়ারের শেষদিকে তুরস্ক ও ফ্রান্সের দলেও খেলেন এই মিড-ফিল্ডার। তবু বিশ্বকাপ জিততে না পারাটাই তাঁর জীবনের সবচেয়ে বড় আক্ষেপের বলে জানিয়েছেন স্নেইডার।

২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় হওয়া ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠেছিল নেদারল্যান্ড। ৯০ মিনিট ধরে দুর্দান্ত খেলেও স্পেনের আন্দ্রে ইনিয়েস্তার ইনজুরি টাইমের গোলে কাপ হাতছাড়া হয় ডাচদের। সেই দলে ছিলেন ওয়েসলি স্নেইডার। দেশের হয়ে ১৩৪টি ম্যাচ খেলার রেকর্ডও রয়েছে এই মিড-ফিল্ডারের। স্নেইডারকে ফুটবলহীন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছে ফুটবল বিশ্ব।

English summary
Dutch legend Wesley Sneijder retires from football
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X