For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের বিশ্বকাপের দলে নেই ঋষভ, কার্তিক-জাদেজার কামব্যাক

সোমবার ঘোষিত ভারতের বিশ্বকাপ ক্রিকেট দলকে নিয়ে এমনই বিস্ময় তৈরি হয়েছে। আবার কারোর কথায়, দল নির্বাচনে এহেন চমক বিসিসিআইয়ের তরফে আশা করা যায়নি।

  • |
Google Oneindia Bengali News

অপ্রত্যাশিত!

সোমবার ঘোষিত ভারতের বিশ্বকাপ ক্রিকেট দলকে নিয়ে এমনই বিস্ময় তৈরি হয়েছে। আবার কারোর কথায়, দল নির্বাচনে এহেন চমক বিসিসিআইয়ের তরফে আশা করা যায়নি। মূলত, ক্রিকেট প্রেমী ও বিশেষজ্ঞদের আলোচনায় বারবার উঠে আসছে ইনফর্ম ঋষভ পন্থের দলে না থাকার বিষয়টি।

ভারতের বিশ্বকাপের দলে নেই ঋষভ, কার্তিক-জাদেজার কামব্যাক

এমনটা হবে, হয়তো আশা করেননি অনেকে। সোমবার সকাল পর্যন্তও, ঋষভকে রেখেই ভারতের সম্ভাব্য বিশ্বকাপগামী দল সাজিয়েছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ঘরোয়া ক্রিকেট তো বটেই, আইপিএলের চলতি মরশুমেও ঋষভের ফর্ম, তাঁর ইংল্যান্ডগামী ফ্লাইটের টিকিট নিশ্চিত করেছে বলেও মনে তৈরি হয়েছিল। কিন্তু ঋষভের নাম ১৫ জনের বিশ্বকাপ দলে না থাকায়, হতাশও হয়েছেন অনেকে। তাঁর বদলে ভারতীয় দলে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে জায়গা পাওয়া দীনেশ কার্তিকের নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছে।

ক্রিকেট প্রেমী ও বিশেষজ্ঞদের একাংশের মতে, আইপিএল তো বটেই, ঘরোয়া মরশুমেও কার্তিকের ব্যাটকে বিশেষ কথা বলতে শোনা যায়নি। তা সত্ত্বেও কেকেআরের অধিনায়ককে এক কথায় জোর করেই ভারতের বিশ্বকাপগামী ক্রিকেট দলে রাখা হয়েছে বলে অনেকের দাবি। যদিও দীনেশ কার্তিককে ফিনিসার হিসেবেই দলে রাখা হয়েছে বলে বিসিসিআই সূত্রে খবর। সেক্ষেত্রে, মহেন্দ্র সিং ধোনির মতো ম্যাচ উইনার থাকতে, দলে কার্তিকের উপযোগিতা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

একই ভাবে আম্বাতি রায়ডুকে সরিয়ে, ভারতের বিশ্বকাপগামী ক্রিকেট দলে স্পিনার কাম ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজার অন্তর্ভূক্তি নিয়েও বিস্তর বিতর্ক শুরু হয়েছে। ইডেন গার্ডেনে কেকেআরের বিরুদ্ধে আচমকাই জ্বলে ওঠা জাদেজার ব্যাট, এতদিন ঘুমিয়ে ছিল বলে ক্রিকেটপ্রেমীদের একাংশের দাবি। অন্যদিকে, চার নম্বরে দুই বছর ধরে ধারাবাহিক ভাবে ভালো খেলে আসা, আম্বাতি রায়ডু ভারতীয় ক্রিকেট দলে নিজের নামের ফলক যখন স্থায়ী করে ফেলেছেন বলে মনে হয়েছিল, তখনই তাঁর বাদ পড়াতে অবাকই হয়েছেন অনেকে। অন্যদিকে, অভিজ্ঞ রবীচন্দ্রন অশ্বিনের নাম ভারতের বিশ্বকাপগামী ক্রিকেট দলে থাকা কতটা প্রয়োজন ছিল, তা নিয়েও কাটাছেড়া শুরু হয়েছে।

শোনা যাচ্ছে, ভারতের বিশ্বকাপগামী ক্রিকেট দল নির্বাচন নিয়ে বিসিসিআইয়ের বৈঠকে কিছু নাম নিয়ে বিস্তর আলোচনা হয়। তবে, সেই তালিকায় যুবরাজ সিং, হরভজন সিংদের মতো সিনিয়রদের রাখা হয়নি বলেই খবর।

English summary
World Cup : Rishabh missed out, Karthik in Indian sqaud
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X