For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপের দল নির্বাচন, টিম ইন্ডিয়ার হয়ে খেলবেন কারা

বিরাট থেকে রোহিত, ধোনি থেকে হার্দিক পাণ্ডিয়া, তারকাদের মেলায়, দু-একটি তরু মুখ দেখা যেতে পারে বিশ্বকাপগামী ভারতীয় ক্রিকেট দলে। কারা কারা থাকতে পারেন, তার একটা সম্ভব্য তালিকা দেওয়া হল।

  • |
Google Oneindia Bengali News

বিরাট থেকে রোহিত, ধোনি থেকে হার্দিক পাণ্ডিয়া, তারকাদের মেলায়, দু-একটি তরুণ মুখ দেখা যেতে পারে বিশ্বকাপগামী ভারতীয় ক্রিকেট দলে। কারা কারা থাকতে পারেন, তার একটা সম্ভব্য তালিকা দেওয়া হল।

বিশ্বকাপের দল নির্বাচন, টিম ইন্ডিয়ার হয়ে খেলবেন কারা

ওপেনে রোহিত শর্মা-শিখর ধাওয়ান।

তিনে অধিনায়ক বিরাট কোহলি।

তবে চারে কে, তা নিয়েই ধন্দে বিশ্বকাপের জন্য দল বাছতে বসা ভারতীয় টিম ম্যানেজমেন্ট, বিসিসিআই ও নির্বাচকরা। লড়াইয়ে রয়েছেন মূলত তিন জন।

ভারতের বিশ্বকাপগামী ক্রিকেট দলের প্রথম একাদশের চার নম্বর জায়গার জন্য যিনি সবচেয়ে বেশি দাবিদার, তিনি আম্বাতি রায়ডু। গত দুই বছরের ধারাবাহিক পারফর্ম্যান্স, জাতীয় দলে রায়ডুর স্থান পাকা করেছে বলা চলে। তবে দলে নিজের চার নম্বর জায়গা ধরে রাখতে, রায়ডুকে লড়াই করতে হতে পারে অল-রাউন্ডার বিজয় শংকর ও ঋষভ পন্থের সঙ্গে।

যদিও ঋষভকে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবেই বিশ্বকাপের দলে রাখতে চান নির্বাচকদের একাংশ। অর্থাৎ মহেন্দ্র সিং ধোনি খেললে, রিজার্ভেই থাকতে হবে এই তরুণ ক্রিকেটারকে। অন্যদিকে, চার নম্বর জায়গায় অপেক্ষাকৃত কম পরীক্ষিত অল-রাউন্ডার বিজয় কিছু নির্বাচকদের গুডবুকে থাকলেও, তাঁর প্রথমে একাদশে জায়গা পাওয়া পাকা, এমনটা কিন্তু মেনে নিচ্ছেন না অনেকে।

এখনও পর্যন্ত যা খবর, পাঁচ নম্বর জায়গায় মহেন্দ্র সিং ধোনির খেলা নিশ্চিত। ছয়ে খেলবেন কেদার যাদব। সাত অর্থাই ফিফথ ডাউন নামতে পারেন অল-রাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। আট, নয়, দশ এবং এগারো নম্বরে মিডিয়াম ফাস্ট ভুবনেশ্বর কুমার, স্পিনার কুলদীপ যাদব, পেসার মহম্মদ সামি ও জাসপ্রিত বুমরার জায়গা পাকাই বলা চলে।

তবে রিজার্ভ বেঞ্চে কেএল রাহুল, য়ুযবেন্দ্র চাহলের মতো ক্রিকেটাররা, প্রথম একাদশের বেশ কয়েকজন খেলোয়াড়কে স্নায়ুর চাপে রাখবে বলেই মনে করে হচ্ছে।

English summary
World Cup : Who will be second down, India's concern
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X