For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপে ভারত-পাক ম্য়াচ, সানি না সৌরভ - সচিনের ভোট কার দিকে, সাফ জানালেন তাঁর 'ঘৃণা'র কথা

সচিন তেন্ডুলকার শুক্রবার বলেছেন, আইসিসি বিশ্বকাপ ২০১৯-এ পাকিস্তান ম্য়াচ না খেলার জন্য ভারতকে দুই পয়েন্টের হারাতে দেখতে তাঁর 'ঘৃণা' হবে।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্য়াচ খেলা নিয়ে বিতর্কটা ক্রমেই বেড়ে চলেছে। এই নিয়ে আপাতত দ্বিধাবিভক্ত ভারতী ক্রিকেট। একদিকে সৌরভ গঙ্গোপাধ্য়ায়দের মতো কয়েকজন ব্য়াট ধরেছেন না খেলার দিকে। আবার গাভাস্কারের মতো কেউ কেউ বলছেন খেলার কথা। ক্রিকেট ঈশ্বর সচিন কী বলছেন?

বিশ্বকাপে ভারত-পাক ম্য়াচ - সচিন কী বলছেন

এতদিন এই বিতর্কে মুখে কুলুপ এঁটে ছিলেন সচিন তেন্ডুলকার। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) কিন্তু তিনি তাঁর প্রাক্তন সতীর্থ সৌরভ নয়, সমর্থন করলেন আরেক মুম্বইকর সুনীল গাভাস্কারকেই। সাফ জানিয়ে দিলেন আসন্ন বিশ্বকাপে ভারত না খেলার জন্য পাকিস্তান ২ পয়েন্ট পাচ্ছে তা দেখতে তাঁর ঘৃণা হবে। বরং মাঠেই জবাব দেওয়ায় বিশ্বাসী তিনি।

এদিন সংবাদ সংস্থা পিটিআই-কে মাস্টার ব্লাস্টার জানান, ভারত বরাবর বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে এসেছে। তাই এইবার না খেলে টুর্নামেন্টে পাকিস্তানকে সুবিধা পাইয়ে দিতে তাঁর ঘৃণা করবে।

তবে এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয় তা সচিন জানেন। তাই নিজস্ব মতামত ব্যক্ত করার সঙ্গে সঙ্গে জানিয়েছেন, তাঁর কাছে দেশই সবার আগে, তাই দেশ যা সিদ্ধান্ত নেবে তাকেই তিনি সর্বান্তকরণে সমর্থন করবেন।

English summary
Sachin Tendulkar Friday said he would 'hate' to see India concede two points to Pakistan by not playing them in the upcoming ICC World Cup 2019.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X