For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইপিএল জেতা ক্লাবে তরুণ ভারতীয় ফুটবলার! অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের পর আরও এক দারুণ সুযোগ

ফিফা অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারতীয় দলে খেলা, জামশেদপুর এফসি-র ফরোয়ার্ড অনিকেত যাদব, ব্ল্যাকবার্ন রোভার্স ক্লাবে তিন মাসের প্রশিক্ষণ নিতে যাচ্ছেন।
 

Google Oneindia Bengali News

ভারতীয় ফুটবলের জন্য দারুণ খবর। ফিফা অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলা জামশেদপুর এফসির তরুণ ফরোয়ার্ড অনিকেত যাদবকে তিন মাসের জন্য তাদের অ্য়াকাডেমিতে প্রশিক্ষণ নিতে ডাকল একসময়ের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ক্লাব ব্ল্যাকবার্ন রোভার্স। এই প্রথম কোনও ফুটবলার ইংল্যান্ডের এত বড় ক্লাবে প্রশিক্ষণ নেবেন।

ইপিএল জেতা ক্লাবে তরুণ ভারতীয় ফুটবলার

মহারাষ্ট্রের কোলাপুরে জন্ম অনিকেতের। খেলা শুরু করেছিলেন পুনের ক্রীড়া প্রবোধিনী স্কুলের হয়ে। সেখান থেকে ডার পান পুনে এফসি ক্লাবে। মুম্বইয়ে অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের ট্রায়ালে নিকোলাই অ্যাডামের চোখে পড়ে যান তিনি। তারপর থেকে ভারতের অনুর্ধ্ব-১৭ দলে নিয়মিত খেলেছেন। বিশ্বকাপেও বেশ ভাল খেলেন।

যে ৬টি ক্লাব ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে, তার অন্যতম হল ব্ল্যাকবার্ন রোভার্স। এখন অবশ্য তারা দ্বিতীয় ডিভিশনে খেলে। এই ক্লাবের মালিক পুনের ভেঙ্কটেশ্বর হ্যাচারিস-এর ভেঙ্কটেশ্বর রাও। তিনি জানিয়েছেন ভারতের তরুণ ফুটবলারদের ব্ল্যাকবার্নে বিশ্বমানের পরিকাঠামোকে কাজে লাগিয়ে তিনি সাহায্য করতে চান।

English summary
Jamshedpur FC forward Aniket Jadhav, who played for India in FIFA Under-17 World Cup, is set to get a three-month training stint at Blackburn Rovers club. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X