For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা পরবর্তী সময় মাঠে নামার আগে গৃহবন্দি থেকে কোচ বিতর্ক, সবকিছু নিয়ে কী জানালেন মেসি

করোনা পরবর্তী সময় মাঠে নামার আগে গৃহবন্দি থেকে কোচ বিতর্ক, সবকিছু নিয়ে কী জানালেন মেসি

  • |
Google Oneindia Bengali News

করোনা পরবর্তী সময় ফুটবলে দামামা বেজে গিয়েছে। আজ বরুসিয়া ডর্টমুন্ড বনাম শালকের ম্যাচ দিয়ে করোনা পরবর্তী ফুটবল শুরু। এরপর ক্রমে প্রিমিয়ার লিগ, লা-লিগা, সিরি এ শুরুর ইঙ্গিত রয়েছে। ইতিমধ্যে লা-লিগার ম্যাচ শুরুর উত্তেজনায় প্রস্তুতিতে নেমে পড়েছেন মেসিরা। এর মাঝেই স্প্যানিশ মিডিয়ায় সাক্ষাৎকারে গৃহবন্দি দশা থেকে কোচ বিতর্ক নিয়ে মুখ খুলেছেন লিও।

বিশ্রামে তরতাজা

করোনার কারণে দীর্ঘ আড়াই মাসের বেশি সময় ঘরবন্দি থাকতে হয়েছে। এই দীর্ঘ সময় ফুটবল থেকে বিশ্রাম, ফুটবলারদের মানসিক স্বাস্থ্যের উপকার করেছে বলে মনে করেছেন মেসি।

বার্সা ক্যাপ্টেন বিশ্রাম নিয়ে যা বললেন

বার্সা অধিনায়ক লিওনেল মেসি বলেছেন মাস দুয়েক লকডাউনে থাকাটা যে কোনও ফুটবলারের কাছে খুবই কঠিন। তবে এই অযাচিত বিশ্রামই তাঁকে তরতাজা করে দিয়েছে বলে লিও জানিয়েছেন।

দারুণ ফিট!

স্প্যানিশ মিডিয়ায় প্রকাশিত সাক্ষাৎকারে মেসি বলেছেন, 'দীর্ঘ এই বিশ্রামের পর শারীরিক ভাবে আমি দারুণ ফিট। লকডাউনে বাড়িতে ট্রেনিং করছিলাম। সেটাই আমাকে তরতাজা রেখেছে।

গৃহবন্দি নিয়ে মেসির মন্তব্য

সাক্ষাৎকারে মেসি জুড়েছেন, 'চোট আঘাত বাদ দিলে এই প্রথম এতগুলো দিন মাঠে কোনও প্র্যাকটিস না করে বাড়িতে বন্দি। করোনা ভাইরাসের জন্য বাড়িতে বন্দি হয়ে থাকা খুব সহজ ছিল না। এই সময়টা স্ত্রী ও তিন ছেলেকে অনেকটা সময় দিয়েছি।'

কোচ নিয়ে মেসির মন্তব্য

কোচ নিয়ে মেসির মন্তব্য

বার্সা কোচ কিকে সেতিয়েনের সঙ্গে মেসির মতভেদ নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। সেই নিয়ে সাম্প্রতিক সাক্ষাৎকারে বেশ খোলামেলা মেসি। আগে লিও বলেছিলেন, বার্সার পক্ষে চ্যাম্পিয়ন্স লিগ জেতা সম্ভব নয়। যার বিরোধিতা করেছিলেন সেতিয়েন।

মেসির এবারের ব্যাখ্যা

মেসির এবারের ব্যাখ্যা

এবার সেই নিয়ে মেসির ব্যাখ্যা দিয়ে বলেন, 'আমি শুধু বলতে বলেছিলাম, আমরা যে ভাবে খেলছি, সে ভাবে খেলে চ্যাম্পিয়ন্স লিগ জেতা সম্ভব নয়। আমি একবারও দলের গুণমান নিয়ে প্রশ্ন করিনি। সবার ভিন্ন মত হতেই পারে। হয়তো কোচ আমার কথাটা ভুল মানে ধরেছেন।'

দর্শক ছাড়া গ্যালারি নিয়ে মেসির মন্তব্য

দর্শক ছাড়া গ্যালারি নিয়ে মেসির মন্তব্য

ইউরোপে আজ থেকে ফুটবলের দামামা বেজে গেলেও করোনা সতর্কতায় এখন ক্লোজড ডোর ম্যাচের সিদ্ধান্ত হয়েছে। সেই নিয়ে মেসির মন্তব্য, 'দর্শক ছাড়া গ্যালারিতে খেলা অদ্ভুত দেখাবে। কিন্তু করোনা পরিস্থিতিতে এটাই মানিয়ে নিতে হবে। মাঠে ফেরা নিয়ে আমি দারুণভাবে আগ্রহী।'

English summary
Barcelona's captain Lionel Messi accepts risk as La Liga hopes to return amid Corona Pandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X