For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা সংকট কাটিয়ে আজ 'ভূতেদের ডার্বি'! ধুন্ধুমার দ্বৈরথের অপেক্ষা!

করোনা সংকট কাটিয়ে আজ 'ভূতেদের ডার্বি'! ধুন্ধুমার দ্বৈরথের অপেক্ষা!

  • |
Google Oneindia Bengali News

করোনা সংকেট কাটিয়ে আজ মাঠে ফিরছে ফুটবল! মার্চ থেকে বিশ্বজুড়ে করোনা মহামারীর সংকট। এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে ফুটবল বন্ধ ছিল। ক্লাব থেকে শুরু করে আন্তর্জাতিক ফুটবলে করোনার কারণে তালা পরে। সেই তালাই আজ খুলতে চলেছে।

মেগা ডার্বি

মেগা ডার্বি

আজ বুন্দেসলিগায় বরুসিয়া ডর্টমুন্ড বনাম এফসি শালকে দলের মধ্যে ধুন্ধুমার দ্বৈরথ। মেগা ডার্বির এই ম্যাচ দিয়েই আজ বুন্দেসলিগা তথা ইউরোপের ক্লাব ফুটবলে বল গড়াচ্ছে।

আজ স্টেডিয়ামে কত জন ঢুকতে পারবে

আজ স্টেডিয়ামে কত জন ঢুকতে পারবে

বিশ্বজুড়ে করোনা সংকট নির্মূল হয়নি। তার মাঝেই আজ ফুটবল ম্যাচ। করোনা সংক্রমণ রুখতে দু'দলের ফুটবলার, ম্যানেজার, সাপোর্ট স্টাফ, ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা আধিকারিক, মাঠের কর্মী, নিরাপত্তারক্ষী ও সাংবাদিক মিলিয়ে মাত্র ৩২২ জনকে আজ স্টেডিয়াম ঢোকার অনুমতি দেওয়া হয়েছে।

১১০ বছরের ইতিহাসে এই প্রথম এমন ঘটবে

বরুসিয়া ডর্টমুন্ডের ১১০ বছরের ইতিহাসে এই ঘটনা এই প্রথম হতে চলেছে। সম্পূর্ণ ফাঁকা গ্যালারিতে আজ ম্যাচ হবে।

ঘোস্ট ডার্বি?

দর্শকহীন ম্যাচের কারণে জার্মান সংবাদমাধ্যম শনিবারের ডার্বি দ্বৈরথকে 'ঘোস্ট ডার্বি' বলে চিহ্নিত করছে। প্রসঙ্গত এই আগে দক্ষিণ কোরিয়ার কে লিগে বল গড়ালেও আন্তর্জাতিক ফুটবলে কে লিগ খুব একটা জনপ্রিয় নয়। সেদিক থেকে দেখতে গেলে আজ বুন্দেসলিগার ম্যাচ দিয়ে করোনা পরবর্তী সময় ফুটবল ফিরছে।

৮১ হাজারের বেশি দর্শকের স্টেডিয়াম আজ ফাঁকা

বুন্দেসলিগার এই ডার্বি বরুসিয়ার ঘরের মাঠ ইদুনা পার্ক স্টেডিয়ামে খেলা হলে হলুদ-কালো জার্সি পরা ও স্কার্ফ গলায় জড়ানো বরুসিয়া সমর্থকদের সমর্থনে গলা ফাটায়। প্রিয় দলের জন্যে ফুটবল ফ্যানেরা তেতে থাকেন, গোটা শহরের চেহারাই পাল্টে যায়। সেই ছবিটাই এদিন দেখা যাবে না। ৮১ হাজারের বেশি দর্শকের স্টেডিয়াম আজ ফাঁকা থাকতে চলেছে।

ভারতীয় সময় ম্যাচ কখন দেখবেন?

ভারতীয় সময় আজ সন্ধ্যে ৭টায় বুন্দেসলিগার বরুসিয়া ডর্টমুন্ড বনাম এফসি শালকের ডার্বি ম্যাচটি দেখা যাবে।

English summary
Borussia Dortmund vs Schalke, Bundesliga resume today first major football league in Europe after Corona Crisis
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X