For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফুটবল শুরুর সিদ্ধান্ত সঠিক? বুন্দেসলিগা শুরুর আগে ফুটবলার আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে উঠছে প্রশ্ন

ফুটবল শুরুর সিদ্ধান্ত সঠিক? বুন্দেসলিগা শুরুর আগে ফুটবলার আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে উঠছে প্রশ্ন

  • |
Google Oneindia Bengali News

প্রাণঘাতী করোনার প্রকোপ থেকে যেন মুক্তি নেই। বিশ্বজুড়ে কোভিড ১৯ ভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু সংখ্যা বেড়ে ২লক্ষ ৬৫ হাজার ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণের প্রকোপ থেকে বেরিয়ে জার্মানিতে পেশাদার ফুটবল লিগ বুন্দেসলিগা শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। আর আগেই অশনিসংকেত।

কবে শুরু হতে পারে বুন্দেসলিগা

কবে শুরু হতে পারে বুন্দেসলিগা

ফুটবল দুনিয়ায় করোনা সংকট কাটিয়ে সবার আগে জার্মানির বুন্দেসলিগা মাঠে ফেরার কথা জানিয়েছিল। ৯ মে খেলা শুরুর আশার কথা শুনিয়েছিল বুন্দেসলিগা কর্তৃপক্ষ। কিন্তু এর মাঝেই দুঃসংবাদ!

কী দুঃসংবাদ

কী দুঃসংবাদ

বুন্দেসলিগা শুরুর আগে প্রতিটি ক্লাবে করোনা পরীক্ষা হয়েছে। ফুটবলার থেকে সাপোর্ট স্টাফ,সবারই করোনা পরীক্ষা হয়। এতেই একাধিক করোনা পসিটিভ নমুনা ধরা পড়েছে। সংশ্লিষ্ট ফুটবলার ও কোচেদের আইসোলেশনে রাখা হয়েছে।

কত পরীক্ষা হয়েছে, কজন করোনা সংক্রমিত

কত পরীক্ষা হয়েছে, কজন করোনা সংক্রমিত

বুন্দেসলিগ কর্তৃপক্ষ জানিয়েছে এখনও পর্যন্ত ৩৬টি ক্লাবের ১,৭২৪ জনকে পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ১০ জন এই রোগে আক্রান্ত। তবে ফুটবলার ও প্রশিক্ষকদের পরীক্ষা করে যে দশ জনের শরীরে ভাইরাস পাওয়া গিয়েছে, তাদের নাম প্রকাশ করা হয়নি।

কোলন এফসিতে সংক্রমণ

কোলন এফসিতে সংক্রমণ

বুন্দেসলিগায় জনপ্রিয় ক্লাব কোলন এফসির দুই ফুটবলার ও এক সোপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন বলে গত শুক্রবার জানানো হয়েছিল। তিনজনের করোনা পিসিটিভ ধরা পড়ার পরই ক্লাবে কোয়ারেন্টাইন ট্রেনিং ক্যাম্প শুরুর করা নিয়ে ভাবা হচ্ছে বলে জানানো হয়েছিল। এবার দেশে ফুটবল ক্ষেত্রে সবমিলিয়ে ১০ জন আক্রান্ত বলে তথ্য মিলল।

English summary
Coronavirus in Sports: 10 positive results in German football clubs after covid test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X