For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহমেডানে কোচের পদ থেকে বরখাস্ত সুব্রত ভট্টাচার্য, নতুন টিডি দীপেন্দু বিশ্বাস

মরসুম শুরুর একমাস যেতে না যেতেই মহমেডানে কোচ পরিবর্তন! চলতি মরসুমের শুরুতে সুব্রত ভট্টাচার্যের হাতে কোচিংয়ের দায়িত্ব তুলে দিয়েছিল সাদা-কালো ব্রিগেড।

  • |
Google Oneindia Bengali News

মরসুম শুরুর একমাস যেতে না যেতেই মহমেডানে কোচ পরিবর্তন! চলতি মরসুমের শুরুতে সুব্রত ভট্টাচার্যের হাতে কোচিংয়ের দায়িত্ব তুলে দিয়েছিল সাদা-কালো ব্রিগেড। তবে কোচ হিসেবে এই কদিনে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ সুব্রত। সেকারণেই মরসুমের শুরুতেই তাঁকে ছেঁটে ফেলল মহমেডান।

মহমেডানে কোচের পদ থেকে বরখাস্ত সুব্রত ভট্টাচার্য, নতুন টিডি দীপেন্দু বিশ্বাস

কলকাতা লিগ ও ডুরান্ড কাপের ম্যাচে খারাপ পারফর্ম্যান্সের জন্য সরতে হচ্ছে সুব্রতকে। মঙ্গলবার ক্লাবের কার্যকারী কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। প্রসঙ্গত সুব্রত ভট্টাচার্যের কোচিংয়ে কলকাতা লিগে মহমেডান দুটি ম্যাচ খেলেছে। যার মধ্যে একটি ম্যাচেও জয়ের মুখ দেখতে পারেনি। ডুরান্ড কাপেও হতশ্রী পারফর্ম্যান্স।

ঐতিহ্যশালী এই টুর্নামেন্টে তিন ম্যাচ খেলে মাত্র এক ম্যাচে জয় তুলে নিতে পেরেছিল মহমেডান।ফলে ডুরান্ড কাপে মহমেডান শেষ চারে যেতে পারেনি। স্বভাবতই সুব্রত-র মতো বর্ষীয়ান প্রাক্তন ফুটবলার ও কোচের থেকে আশানুরূপ পারফর্ম্যান্স না পওয়ায় তাঁকে গোটা মরসুম ধরে রাখতে নারাজ কর্তারা।

সোমবার সাদার্ন সমিতির সঙ্গে মহমেডান ম্যাচ ড্র করায়, মঙ্গলবার কোচ নিয়ে ক্লাবে জরুরী বৈঠক ডাকা হয়। এরপরই ময়দানের অভিজ্ঞ সিনিয়র এই কোচকে ছাঁটাই করল সাদা কালো ব্রিগেড।

ক্লাব সূত্রে খবর, আপাতত দলের দায়িত্ব সামলাবেন অনূর্ধ্ব-১৯ দলের কোচ সাহিদ রমন।টেকনিকাল ডিরেক্টর হিসেবে দলকে তৈরি করবেন দীপেন্দু বিশ্বাস।

English summary
ex footballer subrata bhattacharya sacked from Mohammedan S.C coach role
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X