For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফুটবলে ফের নয়া ড্র এশিয়ান গেমসে, কতটা রয়েছে ভারতের সম্ভবনা, জেনে নিন

ফের একবার ড্র হতে চলেছে এশিয়ান গেমসে পুরুষদের ফুটবল বিভাগে। বুধবার হবে এই ড্র।

Google Oneindia Bengali News

ফের একবার ড্র হতে চলেছে এশিয়ান গেমসে পুরুষদের ফুটবল বিভাগে। বুধবার হবে এই ড্র। টুর্নামেন্ট থেকে দু'টি দল নাম প্রত্যাহার করে নেওয়ার কারণেই আবার নতুন করে ড্র করার সিদ্ধান্ত বলে জানালেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের মুখপাত্র।

ফুটবলে ফের নয়া ড্র এশিয়ান গেমসে, কতটা রয়েছে ভারতের সম্ভবনা, জেনে নিন

বুধবার কুয়ালালামপুরে স্থানীয় সময়ে দুপুর তিনটে (ভারতীয় সময়ে বিকাল সাড়ে ৫টা) হবে এই ড্র। চলতি মাসের ৫ তারিখ সংযুক্ত আরব আমিরশাহী এবং প্যালেস্তাইন এশিয়ান গেমস থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়।

বুধবারে ড্র হওয়ার ফলে এশিয়ান গেমসের দল সংখ্যা বেড়ে হবে ২৬। যেখানে চারটি গ্রুপে চারটি করে দল থাকার পাশাপাশি অপর দু'টি গ্রুপে দল সংখ্যা হবে পাঁচটি করে। ১৮ অগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়ান গেমস।

তবে, নতুন করে ড্র হলেও ভারতের আসন্ন এশিয়ান গেমসে খেলার সুযোগ নেই বললেই চলে। কারণ পদক আসবে না মনে করে ভারতীয় ফুটবল দলকে এশিয়ান গেমসে না পাঠানোর যে সিদ্ধান্ত ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ) নিয়েছিল, সেই সিদ্ধান্তে বদল আনার কোনও ইচ্ছা প্রকশ করা হয়নি আইওএ-এর পক্ষ থেকে। সিদ্ধান্ত বদল করার জন্য আইওএ-এর উপর চাপ থাকলেও এখনও কোনও প্রকার ইচ্ছাই প্রকাশ পায়নি তাদের আচারণে। ফলে আসন্ন এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দলকে না দেখার সম্ভবনা বেশি।

আইওএ-এর এই সিদ্ধান্তের ফলে তাদের ফুটবল সংক্রান্ত জ্ঞান কতটা রয়েছে তা নিয়ে প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে দেশের বিভিন্ন প্রান্তে। গত কয়েক বছরের দারুণ পারফরম্যান্সে, ১৭৩ থেকে ফিফা ক্রম তালিকায় ৯৭ স্থানে নিজেদের জায়গা করে নিয়েছে ভারত। সফল ভাবে আয়োজন করেছে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপও। ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজিত এশিয়ান কাপেও নিজের জায়গা করে নিয়েছে ভারত।

[আরও পড়ুন:খুন হলেন আর্জেন্তিনার তরুণ গোলরক্ষক][আরও পড়ুন:খুন হলেন আর্জেন্তিনার তরুণ গোলরক্ষক]

English summary
A fresh draw for the men's football tournament at 2018 Asian Games will be held on Wednesday. Spokeswoman of AFC said that.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X