For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘরের মাঠে ২০১৮ বিশ্বকাপে কতটা সম্ভবনা রয়েছে রাশিয়ার, জেনে নিন

আর ঠিক এক সপ্তাহের অপেক্ষা তার পরই শুরু হয়ে যাবে ২০১৮ ফুটবল বিশ্বকাপ। শেষ মুহূর্তের প্রস্তুতিতে আয়োজক দেশ রাশিয়া। এই বিশ্বকাপের রাশিয়ার দলে সুযোগ পেয়েছেন একাধিক তরুণ খেলোয়াড়।

Google Oneindia Bengali News

ঠিক এক সপ্তাহ পরেই সৌদি আরবের বিরুদ্ধে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলতে নামছে রাশিয়া। বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেলেও ভাল ফল করার বিষয়ে আশাবাদী রাশিয়ার টিম ম্যানেজমেন্ট।

ঘরের মাঠে ২০১৮ বিশ্বকাপে কতটা সম্ভবনা রয়েছে রাশিয়ার, জেনে নিন

বিশ্বকাপের জন্য যখন বিড করেছিল রাশিয়া তখন ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌছে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল তারা। কিন্তু মাঝের দশ বছরে অনেকটাই পরিবর্তন হয়েছে রাশিয়ার ফুটবলের। বিশ্বকাপের জন্য ৩২টি দলের যে ড্র হয়েছে তার মধ্যে, ফিফা ক্রমতালিকায় সবার নীচে ছিল রাশিয়া। ২০০৮-এর পর থেকে গ্রুপ থেকে কোনও টুর্নামেন্টেরই পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে পারেনি তারা। এছাড়া দলের কোচ এবং ফুটবলারদের মধ্যেও বোঝাপড়া বিশেষ ভাল নয়।

এই বিশ্বকাপে রাশিয়ার প্রাথমিক লক্ষ্য থাকবে গ্রুপ থেকে পরের রাউন্ডের জন্য কোয়ালিফাই করা। কারণ রাশিয়ার গ্রুপে রয়েছে সৌদি আরব, মিশর, উরুগুয়ের মতো দল। ফলে গ্রুপ থেকে কোয়ালিফাই করাটা খুব সহজ হবে না রাশিয়ার কাছে। আর এই কাজটিকেই প্রাথমিক লক্ষ্য করে এগোচ্ছেন রাশিয়ার থিঙ্ক ট্যাঙ্ক।রাশিয়ার বিশ্বকাপ অভিযান অনেকটাই নির্ভর করবে ইগোর আকিনফিভ এবং ফিওডোর স্মোলভের উপর।

ইগোর আকিনফিভ: এই বিশ্বকাপে রাশিয়ার ভরসা হয়ে উঠতে পারেন অধিনায়ক। ২০০৪ সাল থেকে জাতীয় দলের তিন কাঠির তলায় তিনিই ভরসা। কিন্তু আকিনফিভের অন্যতম সমস্যা হল বড় ম্যাচে স্নায়ুর চাপ নিতে পারেন না। এটাই হয়তো শেষ বিশ্বকাপ হতে চলেছে তাঁর। ফলে এই বিশ্বকাপে নিজের সেরাটা উজাড় করে দিতে চাইবেন ইগোর।

ফিওডোর স্মোলোভ: রাশিয়ার বিশ্বকাপে ভাল ফল করাটা অনেকটাই নির্ভর করছে এই তারকা স্ট্রাইকার কেমন ছন্দে থাকেন তার উপর। গোলের জন্য তাঁর পায়ের দিকেই থাকিয়ে থাকবেন রুশ ভক্তরা। চলতি মরসুমেও বেশ ভাল ছন্দে পাওয়া গিয়েছে তাঁকে। রাশিয়ার ডেভিড বেকহ্যাম বলা হয় ফিওডোরকে।

বিশ্বকাপে রাশিয়ার ম্যাচ:

রাশিয়া বনাম সৌদি আরব, ১৪ জুন ২০১৮
রাশিয়া বনাম মিশর, ১৯ জুন ২০১৮
রাশিয়া বনাম উরুগুয়ে, ২৫ জুন ২০১৮

ঘরের মাঠে ২০১৮ বিশ্বকাপে কতটা সম্ভবনা রয়েছে রাশিয়ার, জেনে নিন

এক ঝলকে দেখে নিন কারা সুযোগ পেলেন রাশিয়ার ২৩ জনের দলে।

গোলরক্ষক: ইগোর আকিনফিভ, ভ্লাদিমির গাবুলোভ, আন্দ্রে লুনেভ

ডিফেন্ডার: ভ্রাদিমির গ্রানাট, ফিডর কুদ্রেয়াসোভ, ইলয়া কুটেপোভ, আন্দ্রে সিমেনোভ, সার্জি ইগ্নাসেভিচ, মারিও ফার্নান্ডেজ, ইগোর স্মোলনিকভ

ঘরের মাঠে ২০১৮ বিশ্বকাপে কতটা সম্ভবনা রয়েছে রাশিয়ার, জেনে নিন

মিডফিল্ডার: য়ুরি গাজিন্সকি, আলেকজান্ডার গোলোভিন, অ্যলান জাগোয়েভ, আলেকজান্ডার ইরোখিন, য়ুরিঝিরকোভ, কুঝিয়েভ, রোমান জোবনিন, আলেকজান্ডার সামিডোভ, অ্যান্টন মরাঞ্চুক, ডেনিস চেরিসেভ

ফরওয়ার্ড: ফিওডোর স্মোলোভ, আর্টেম যুবা, আলেক্সে মিরাঞ্চুক

ঘরের মাঠে ২০১৮ বিশ্বকাপে কতটা সম্ভবনা রয়েছে রাশিয়ার, জেনে নিন

English summary
Have a look on 23 man squad of Russia for 2018 fifa world cup Football fans are eagerly waiting for 2018 fifa world cup. Have a look how Russia’s 23 man squad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X