For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আই-লিগ ২০১৮-১৯: মিজোরামে ৫ গোলের থ্রিলার! ক্রমশ পিছিয়ে পড়ছে লাল-হলুদ

আইজল এফসি বনাম ইস্টবেঙ্গল, আইলিগ ২০১৮-১৯ ম্যাচের প্রতিবেদন।

  • |
Google Oneindia Bengali News

আই লিগ ২০১৮-১৯ মরসুমের ম্যাচে আইজল এফসির বিরুদ্ধে ১-২ হোলে এগিয়ে গিয়েও জিততে পারল না কোয়েস ইস্টবেঙ্গল। ঘরের মাঠে চেন্নাই সিটি এফসির পর মিজোরামের রাজীব গান্ধী স্টেডিয়ামে আইজলের বিরুদ্ধেও ৩-২ গোলে হেরে আই লিগের লড়াইতে আরও পিছিয়ে পড়ল ইস্টবেঙ্গল। ৪ ম্যাচে পর তাদের পয়েন্ট থাকল -তেই। আর এই জয়ের ফলে আইজল এফসি লিগ টেবিলের লাস্টবয়ের জায়গা থেকে ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে উঠে এল আট নম্বরে।

প্রথমার্ধে আইজলের ডোডোজ (২৬') -এর গোলে ১-০ পিছিয়ে পড়েছিল লাল হলুদ। এরপর দ্বিতীয়ার্ধে জবি জাস্টিন (৬২') ও বোরহা গোমেজ (৭১') -এর গোলে এগিয়ে যায় আলোহান্দ্রো মেনেন্দেজের ছেলেরা। কিন্তু এর ২ মিনিটের মধ্যে ম্যাচে সমতা ফেরান জোহেরলিয়ানা (৭৩')। এরপর লালখাওপুইমাওয়িয়া (৮৩) গোলে ৩-২ ফলে জেতে আইজল।

তিনটি বদল

তিনটি বদল

এদিন আইজল ও ইস্টবেঙ্গল দুই দলই আগের ম্যাচে খেলা প্রথম একাদশে তিনটি করে পরিবর্তন করেছিল। গিফ্ট রাইখানের দলে গোলের নিচে ফেরেন গুরপ্রিত সিং এবং গোবিন সিং ও ভানলালদুয়াতসঙ্গা-র জায়গায় খেলেন লালরুনমুয়ানা ও জোহেরলিয়ানা।

আর ইস্টহবেঙ্গল দলেও এদিন মরসুমে প্রথমবার গোলের নিচে খেলেন উবেইদ সিকে। এছাড়া ভ্যানলালরেমডিকা ও চুলোভাকে মেনেন্দেজ খেলান সুরাবদ্দিন মল্লিক ও ইয়ামি লঙভার জায়গায়।

আচমকা আইজল

আচমকা আইজল

ম্যাচে গোল করার সুযোগ কিন্তু প্রথম এসেছিল ইস্টবেঙ্গলের সামনেই। ইস্টবেঙ্গলের গোলরশ্রককে প্রথম বল ধরতে হয় ২৪ মিনিটে। অথচ এর দু মিনিট পরেই আচমকা গোল করে যান আইজলের ডোডোজ। লালরিনফেলার প্রথম শট আটকেছিলেন উবেইদ। কিন্তু ফিরতি বলে গোল করেন এই সুযোগ-সন্ধানি ফুবলার।

গোল বাতিল ও সমতা

গোল বাতিল ও সমতা

এদিন কিন্তু ইসিটবেঙ্গলের একটি ন্যায্য গোল বাতিল করেছেন রেফারি। ৪০ মিনিটের মাথায় চুলোভার একটি দুর্দান্ত ফ্রিকিক আইজলের ক্রশবারে লেগে গোলরলাইনের ভিতরে ড্রপ খেয়ে মাঠে ফিরে আসে। লাল হলুদ ফুটবলারদের বারবার আবেদনেও কর্ণপাত করেননি রেফারি। তবে ৬২ চুলোভারই আরেকটি মাপা ফ্রিকিকে মাথা ছুঁইয়ে ম্যাচে সমতা ফেরান জাস্টিন।

এগিয়ে গেল ইস্টবেঙ্গল

এগিয়ে গেল ইস্টবেঙ্গল

ম্য়াচে এই প্রথমবার এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। ৭০ মিনিটে চুলোভার কর্ণার কিক আছড়ে পড়েছিল আইজল বক্সে। সেই বল থেকে প্রথমে গোলে শট নেন এস্কেদা ও পরিবর্ত হিসাবে মাঠে নামা কাশিম আইদারা। শেষ পর্যন্ত তৃতীয় প্রচেষ্টায় গোল করেন ইস্টবেঙ্গলের রক্ষণভাগের ফুটবলার বোরহা গোমেজ।

জয় কেড়ে নিল আইজল

জয় কেড়ে নিল আইজল

কিন্তু মিনিট দুয়েকের বেশি সেই লিড ধরে রাখতে পারেনি লাল-হলুদ। আইজলের পরিবর্ত ফুটবলার ডেভিড লালবিয়াকজারার কর্ণার প্রথম প্রচেষ্টায় তালুবন্দি করতে ব্যর্থ হন উবেইদ। বক্সের মধ্যে জটলার মধ্য থেকে গোল করে যান জোহেরিনলিয়ানা। এরপর তাঁদের জয়সূটক গোলটা করে যান লালখাওপুইমাওয়িয়া। কলকাতার মাঠে পরিবর্ত হিসাবে নেমে তিনি মোহনবাগানের হাত থেকে জয় ছিনিয়ে নিয়েছিলেন। আর এদিন পরিবর্ত হিসাবে নেমেই ইস্টবেঙ্গলকে পরাজয়ের স্বাদ দিলেন। ডোডোজের একেবারে নিখুত ক্রশে প্রথম সুযোগেই চমতকার ভলিতে বল লালহলুদের জালে জড়িয়ে দেন মাওয়িয়া।

English summary
The report of the I-League 2018-19 match between Aizawl FC vs East Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X