For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাল-হলুদের আই লিগ-স্বপ্নের সমাপ্তি! বাধা হল ১০ জনের আইজল, রেফারির সাহায্য নিয়েও এল না জয়

সোমবার (২৫ ফেব্রুয়ারি) কলকাতায় আইজল এফসি-র বিরুদ্ধে ১-১ গোলে ম্যাচ অমিমাংসিত হওয়ায় ইস্টবেঙ্গলের আইলিগ খেতাব জয়ের আশা শেষ হল। 

Google Oneindia Bengali News

সোমবার (২৫ ফেব্রুয়ারি) ঘরের মাঠে আই লিগ ২০১৮-১৯ মরসুমের শেষ ম্যাচে আইজল এফসির বনাম ইস্টবেঙ্গল ম্যাচ ১-১ ফলে অমিমাংসিত রইল। ফলে এবারেরও লাল-হলুদ শিবিরে এল না অধরা আইলিগ। চেন্নাই এফসির থেকে ১ ম্যাচ কম খেলে ৭ পয়েন্ট পিছনে রয়েছে ইস্টবেঙ্গল। ফলে চেন্নাই এফসি শেষ ম্যাচে চার্চিলের বিরুদ্ধে হারলেও আর তাদের ধরা সম্ভব নয় কারোর পক্ষে।

এদিন যুবভারতী স্টেডিয়ামে গোটা ম্যাচে প্রাধান্য রেখেও জিততে পারল না লাল-হলুদ। ৬২ শতাংশ বলের দখল ছিল তাদের হাতে। তবে প্রথমার্ধের ২৩ মিনিটে লিয়ন্স ডোডোজ-এর গোলে ম্যাচে প্রথম এগিয়ে গিয়েছিল আইজলই। এরপর দ্বিতীয়ার্ধে হোড থেকে গোল করে সমতা ফিরিয়েছিলেন এনরিকে এস্কেদা। এরপর মুহূর্মুহূ আক্রমণ শানিয়েও কাঙ্খিত গোল আসেনি।

বড় হল অ্যাকোস্টার না থাকা

বড় হল অ্যাকোস্টার না থাকা

কার্ড সমস্যায় এদিন ছিলেন না লাল-হলুদ রক্ষণের প্রধান ভরসা বিশ্বকাপার জনি অ্যাকোস্টা। তাঁর বদলে এশিয়া কাপের পর প্রথম ম্যাচ খেলতে নামেন সালাম রঞ্জন সিং। প্রথম থেকেই তাঁর খেলায় ম্যাচ না খেলার প্রভাব ধরা পড়ছিল। একেবারে শুরুতেই ক্রোমার পায়ে বল তুলে দিয়েছিলেন। সেই যাত্রায় চুলোভা রক্ষা করলেও ২৩ মিনিটের মাথায় অনসাইডে থাকা ডোডোজকে তিনি ফাঁকায় বল ছেড়ে দিলেন। সামনবে শুধু ছিলেন রক্ষিত দাগার। গোল করতে ভুল করেননি ডোডোজ।

দাগারের বড় ভুল ও রেফারির বিতর্কিত সিদ্ধান্ত

দাগারের বড় ভুল ও রেফারির বিতর্কিত সিদ্ধান্ত

বিরতির আগে ইস্টবেঙ্গল সেভাবে আক্রমণই করতে পারেনি। বরং আরও একবার লাল-হলুদের জালে গোলে বল জড়িয়ে দেয় আইজল। রক্ষিত দাগার ভুল করে বল সামনে ছেড়ে দিয়েছিলেন, সেই বল ধরে সুযোগ-সন্ধানী ক্রোমা গোলে শট নেন। কিন্তু রেফারি সেই গোল বাতিল করে গোসলকিপারকে বাধা দেওয়ার অপরাধে ক্রোমাকেই কার্ড দেখান।

ফিরল ছন্দ, এল গোল

ফিরল ছন্দ, এল গোল

বিরতির পরই ধীরে ধীরে খেলায় ফেরে লাল-হলুদ। শুরুতেই দবি জাস্টিনের শট অল্পের জন্য গোলের পাশের জালে লাগে। এরপর মেনেন্দেজ সামাদ আর টোনি ডোভালে-কে নামাতেই খেলা ধরে নেয় মশাল-বাহিনী। ডানপ্রান্ত থেকে ওবারল্যাপে এসেছিলেন সামাদ। তাঁকে লক্ষ্য করে বল বাড়ান ডোভালে। লাল-হলুদের রাইটব্যাক সেখান থেকে ক্রস ভাসান আইজল বক্সে। সেই বল ধরতে পারেননি আইজল গোলরক্ষক। ওমোলোজার পাশ থেকে ক্ষিপ্র গতিতে বেরিয়ে এসে হেডে গোল করে সমতা ফেরান লাল হলুদের মেক্সিকান স্ট্রাইকার এস্কেদা।

১০ জনের আইজল, তাও এল না গোল

১০ জনের আইজল, তাও এল না গোল

সমতা ফেরার ৫ মিনিটের মধ্যেই ১০ জন হয়ে যায় আইজল। তাদের রক্ষণভাগের প্রধান ভরসা ওমোলোজা জাস্টিনকে বিশ্রী ফাউল করে লাল-কার্ড দেখেন। ১০ জনের আইজলকে পেয়ে বাকি সময় স্বাভাহিকভাবেই দারুণভাবে আক্রমণ চালিয়ে গিয়েছে ইস্টবেঙ্গল। জবি একটি সিটার মিস করেন, তাঁর একটি শট পোস্টে প্রতিহত হয়। এমনকী ডিডিকার বেশ কিছু দূরপাল্লার শটও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

English summary
East Bengal's hope for the I-League title has ended, as they were held to a 1-1 draw by Aizawl FC on Monday (25 Feb) in Kolkata. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X